টুকরো খবর |
বৈঠক নিস্ফলা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পূর্ত দফতরের আধিকারিকরা আলোচনায় বসলেও সবং-ডেবরা রাস্তার মাঝে সেতু তৈরি নিয়ে রফাসূত্র মিলল না। সবং থেকে ডেবরাগামী বেহাল রাজ্য সড়ক সংস্কার, সম্প্রসারণ-সহ সেতুর দাবি দীর্ঘ দিনের। অভিযোগ, সেই কাজে বাধা দিচ্ছে একাংশ এলাকাবাসী। তাঁদের বক্তব্য, সেতু হলে এক দিকের মানুষ সরাসরি রাজ্য সড়কে উঠতে পারবেন না। সমস্যা সমাধানে বৈঠকে বসেন পূর্ত দফতরের অ্যাসিস্যান্ট ইঞ্জিনিয়ার শ্যামল দাস। তবে বৈঠক নিস্ফলা হয়। আজ, বুধবার ফের আলোচনা হবে বলে জানান দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র তপন সাহা।
|
বিজয় মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরভোট শেষে মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বেরোয়। কোথাও মিছিল করে তৃণমূল, কোথাও কংগ্রেস, সিপিএম। বিদায়ী পুরপ্রধান তৃণমূলের প্রণব বসু বিকেলে বিজয় মিছিল করেন। বিভিন্ন পাড়া ঘোরে মিছিল। সিপিএমের জয়ী প্রার্থী জয়ন্ত মজুমদারও বিজয় মিছিল করেন।
|
শহরে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল শহরের সিপাইবাজারে, গির্জার কাছে। মঙ্গলবার সকালে কালভার্টের কাছে শেখ সেলিম (৪৮)-এর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কী ভাবে মৃত্যু হল খতিয়ে দেখছে পুলিশ।
|
ডেবরার হোমে কিশোরের দেহ |
n খড়্গপুর: সমাজকল্যাণ দফতর স্বীকৃত ও স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত ডেবরার জুভেনাইল হোম থেকে উদ্ধার হল এক কিশোরের ঝুলন্ত দেহ। সব্যসাচী মাইতি (১৭) নামে ওই কিশোর অপরিণত বয়সে বিয়ে করায় আদালতের নির্দেশে হোমে ছিল। বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেনান গ্রামে। সোমবার রাতে হোমের ঘরে সিলিং ফ্যানে গামছার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেহটি মেলে। পুলিশের অনুমান, ছেলেটি আত্মহত্যা করেছে। সব্যসাচীর বাবা শীতল মাইতি বলেন, “ও নেশা করত। অসুস্থও ছিল। আত্মহত্যা করেছে বলেই মনে হয়।” হোমের সম্পাদক ত্রিদীপ দাস বেরারও বক্তব্য, “অবসাদে আত্মঘাতী হয়েছে ওই কিশোর।”
|
বীজ আলু বিক্রি |
|
ছবি: কিংশুক আইচ। |
নানা কারণে পঞ্জাবে আলুবীজের দাম বেড়ে যাওয়ায় বিপদে পড়েছিলেন এ রাজ্যের চাষিরা। কারণ, পশ্চিমবঙ্গে প্রচুর আলু উত্পন্ন হলেও বীজের জন্য পঞ্জাবই ভরসা। সমস্যা সমাধানে রাজ্যের কৃষি দফতর ও বীজ নিগম প্রতি বস্তা (৫০ কেজি) ৯০০ টাকা দরে বীজ আলু বিক্রির বন্দোবস্ত করে। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় শিবির করে তা বিক্রি করা হয়। কিন্তু দু’দিন পরেই তা বন্ধ হয়ে গিয়েছে। সরকারি বীজ আলুর মান নিয়েও প্রশ্ন ওঠে। হয় বিক্ষোভ। অগত্যা চাষিদের ভরসা খোলাবাজার। চন্দ্রকোনা রোডে দু’শোরও বেশি দোকানে এখন জোরকদমে বীজ আলু বিক্রি চলছে। প্রতি বস্তা (৫০ কেজি) বীজ আলুর দাম সরকারি দরের দ্বিগুণ, ১৮০০ টাকা। বীজ নিগমের জেলা আধিকারিক নলিনীকান্ত বেরা অবশ্য জানিয়েছে, আজ, বুধবার থেকে ফের সরকারি দরে বীজ আলু বিক্রি করা হবে।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু |
দূরপাল্লার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে দাঁতন স্টেশনের কাছে। মৃত চৈতালি দাস (২২) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। বাড়ি বেলদার সবুজপল্লিতে। স্থানীয় ও রেল পুলিশ সূত্রে খবর, এ দিন দাঁতনে এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন চৈতালি। সেখান থেকে ফিরে দাঁতন স্টেশনের কাছে এসে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত কেবিনের সিঁড়িতে নিজের ব্যাগ, মোবাইল রেখে লাইন ধরে হাঁটতে থাকেন। সেই সময় উল্টো দিক থেকে আসা মহিশূর-হাওড়া এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। এ দিন চৈতালির ব্যাগ থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে রেল পুলিশ। সেখানে ‘শুভ’ বলে একজনের নাম লেখা ছিল। রেল পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কোনও কারণে চৈতালী আত্মঘাতী হয়েছেন। |
|