হুগলিতে স্কুল ফুটবল
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
‘দক্ষিণডিহি জোনাল স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস কমিটি’ আয়োজিত ৫০ তম অনূর্ধ্ব ১৪ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শিয়াখালা বেণীমাধব উচ্চ বিদ্যালয়। অনূর্ধ্ব ১৭ বিভাগে জয়ী মশাট আপতাপ মিত্র উচ্চ বিদ্যালয়। সংগঠকদের তরফে সৌমেন দত্ত জানান, সম্প্রতি অনূর্ধ্ব ১৪ বিভাগের ফাইনাল হয় আপতাপ মিত্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয় আঁকুনি বিজি বিহারিলাল উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পরে খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। শিয়াখালার স্কুলটির ছেলেরা টাইব্রেকারে ৪-২ গোলে জিতে বাজিমাত করে। অনূর্ধ্ব ১৭ বিভাগেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল আঁকুনি বি জি বিহারীলাল উচ্চ বিদ্যালয়কে। ফাইনালে তাদের ১-০ গোলে হারায় আপতাপ মিত্র উচ্চ বিদ্যালয়ের ছেলেরা। ম্যাচের একমাত্র গোলদাতা রাকেশ ধাড়া। খেলাটি হয় বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের মাঠে।
|
কবিদের নিয়ে অনুষ্ঠান বাগনানে
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
সম্প্রতি বিশিষ্ট কবিদের নিয়ে ‘শুধু কবিতার জন্য’ অনুষ্ঠানটি হয়ে গেল বাগনানের বাঙালপুরে। অন্ত্যোদয় পত্রিকার উদ্যোগে বাঙালপুর মহিলা বিকাশ ভবনে নির্বাচিত ২০ জন কবিদের নিয়ে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে কবিতা পাঠ, আলোচনা ছাড়াও রবীন্দ্রসঙ্গীত ও আদিবাসী লোকসঙ্গীত পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
|
পত্রিকার ‘বিজয়া সম্মিলনী’ বাগনানে
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
সম্প্রতি বাগনান বসু ধৈব পত্রিকার উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হয়ে গেল বাগনানে। বাগনান স্নেহাঞ্জলী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যাক্তিত্ব। প্রয়াত সঙ্গীতশিল্পী মাধুরী চট্টোপাধ্যায় এবং মান্না দে-র স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়। এছাড়াও ছিল স্বরচিত কবিতা পাঠ, গল্প ও প্রবন্ধ পাঠের আসর।
|
বোমা ফেটে জখম
নিজস্ব সংবাদদাতা • বাউড়িয়া |
বোমা ফেটে আহত হলেন দুই যুবক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে বাউড়িয়ার ভাসাপাড়ায়। কি কারণে বোমা ফাটল, সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এখনও এই বিষয়ে অবশ্য থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
|
তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজের পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি মনোনয়নকে কেন্দ্র করে বোমাবাজি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও মারপিটের ঘটনায় সোমবার রাতে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শেখ সোয়েল এবং শোভন জানা। সোয়েল চাঁপাডাঙার শেখপাড়ার বাসিন্দা। শোভনের বাড়ি ওই গ্রামেরই কাছারিপাড়ায়। দু’জনের কেউ কলেজের ছাত্র নয় বলে পুলিশ জানিয়েছে। চাঁপাডাঙ্গা কলেজে ওই গোলমাল হয় গত ১৮ নভেম্বর। কলেজ সূত্রে জানা যায়, সেখানে বেশ কিছু দিন সরকারি প্রতিনিধি হিসাবে পুড়শুড়ার বিধায়ক তৃনমূলের পারভেজ রহমান ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি। সম্প্রতি সরকারি প্রতিনিধি হিসাবে রাজ্য সরকার তারকেশ্বর বিধায়ক ও মন্ত্রী তৃণমূলেরই রচপাল সিংহের নাম পাঠায়। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত কলেজের ছাত্র সংসদ দাবি তোলে পারভেজকেই সভাপতি রাখতে হবে। পরিচালন সমিতির সভাপতি পরিবর্তনে আপত্তি তুলে লাগাতার ক্ষোভ-বিক্ষোভ এবং ক্লাস বয়কট করে কলেজ অচল করা হয়। ঘটনার দিন সকাল ১১টা নাগাদ সেই বিক্ষোভ ও ক্লাস বয়কট কর্মসূচি উপেক্ষা করে ছাত্রদের একাংশ অংশ ক্লাস করতে চাইলে কলেজ চত্বরে দু’পক্ষের সংঘর্ষ বাধে। পুলিশ কলেজের ছাদ থেকে ১০টি বোমাও উদ্ধার করে। ঘটনার পরে আতঙ্কে ছাত্রছাত্রী, বেশ কিছু শিক্ষকও কলেজ আসছিলেন না।
|
সম্প্রতি দু’দিনব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতা হল শ্যামপুরে। শ্যামপুর গুজারপুরে অঙ্কুর ক্লাবের উদ্যোগে খেলায়। উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য মঞ্জু অধিকারী, শ্যামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জিত বেরা প্রমুখ। বিভিন্ন জেলা থেকে ১৬টি দল যোগদান করে। ফাইনালে হাওড়া সুখাঘুটি ভাই ভাই সঙ্ঘকে ৩-০ গোলে পরাজিত করে মেদিনীপুরের ময়নাডাল যুবক সঙ্ঘ। ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ হন বিজয়ী দলের স্বপন হাঁসদা এবং কালীপদ মুর্মু।
|
থানা এলাকার প্রতিটি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপকদের সংবর্ধনা দিল ডোমজুড় ব্লক নাগরিক সমাজ। |