জিতল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
সিএডিসি অ্যান্ড ফার্মাস কোঅপারেটিভ সোসাইটির পরিচালন কমিটির দখল পেল তৃণমূল। ১ বছর ২ মাস আগে হিমঘরটির পরিচালনা করার জন্য ৫১ জনের প্রতিনিধি নির্বাচিত হয়েছিল। বোর্ডের মেয়াদ উত্তীর্ণ নিয়ে আইনি জটিলতায় প্রতিনিধি নির্বাচনের পরেও নতুন বোর্ড গঠিত হয়নি। সম্প্রতি উচ্চ আদালতের রায়ে মঙ্গলবার ৯ জনের কমিটি গঠন হয়েছে। নলহাটির চামটিবাগানের কাছে রয়েছে হিমঘরের অফিস। নলহাটি ১ ব্লকের সমবায় পরিদর্শক অনুপকুমার বসাক জানান, ৫১ জন নির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন। বোর্ডে ৯ জনের মধ্যে ৫ জন প্রান্তিকচাষি ও কৃষি শ্রমিক, ১ জন ক্ষুদ্র চাষি, ৩ জন নির্বাচিত ব্যক্তি সদস্য আছেন। জানা গিয়েছে, জয়ী ৫১ জনের মধ্যে ১৭ জন তৃণমূল সমর্থিত, কংগ্রেসের ছিল ১১, বামেদের ২১ ও বিজেপির ২ জন ছিল। এ দিন তৃণমূল সমর্থিত ৮ জন নির্বাচিত হন।
|
সিউড়িতে পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র। |
প্রথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ‘অস্বচ্ছ’, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দিতে হবে। এই সব দাবিতে মঙ্গলবার দুপুরে সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে অবরোধ করেন প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েরা। কয়েক দফা দাবিতে তাঁরা সিউড়িতে বিক্ষোভও দেখান। সোমবারও একই দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিয়েছিলেন ছাত্র-যুবরা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ বলেন, “বিষয়টি রাজ্যস্তরের। তাই এ ব্যাপারে আমার কিছু বলা বা করার নেই।”
|
দেহ উদ্ধার, খুনের নালিশ
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
বাড়ি থেকে মঙ্গলবার সকালে এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শিশির লেট (৪৮)। মাড়গ্রাম থানার কালুহা গ্রামের ঘটনা। মৃতের ভাই অসীম লেট অবশ্য তাঁর দাদাকে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক কোটেশ্বর রায় বলেন, “পরিবারের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কী ভাবে মৃত্যু হয়েছে তা বলা যাবে না।
|
পুলিশকে জেরা
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
রেণু সরকার খুনের মামলায় ঘটনার তদন্তকারী অফিসারকে জেরা করলেন অভিযুক্ত পক্ষের এক আইনজীবী। মঙ্গলবার বোলপুরের অতিরিক্ত জেলা জজ মানস বসুর এজলাসে জেরা শুরু হয়। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “অভিযুক্তদের এক আইনজীবী মামলার তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষকে জেরা করেন। জেরা সম্পূর্ণ না হওয়ায় ৯ ডিসেম্বর দেবাশিসবাবুকে ফের জেরা করা হবে।” ২০১২ সালের ১৩ জানুয়ারি শান্তিনিকেতনের বাগান পাড়ার নিজের বাড়ির দোতলায় খুন হন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রেণু সরকার (৭৮)। খুনের অভিযোগে বাড়ির কেয়াটেকার উজ্জ্বল তপাদার, এলাকার দুই দুষ্কৃতী মঙ্গল সাহানি ও পিন্টু দাস এখন জেল হাজতে। |