পোপের ক্ষমতা সংস্কার নিয়ে যে কোনও পরামর্শ শুনতে তিনি তৈরি বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আজ পোপের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি। ভ্যাটিকান তথা ক্যাথলিক চার্চের অনেক ক্ষেত্রেই সংস্কারের ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সিস। আজ তিনি জানিয়েছেন, ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ চার্চের সমস্যা বাড়াচ্ছে। সব সমস্যায় ভ্যাটিকান সমাধানের উপায় বাতলাবে এটা আশা করা উচিত নয়। ভ্যাটিকানে কয়েকটি সাম্প্রতিক কেলেঙ্কারির পরে সংস্কার নিয়ে তাঁকে পরামর্শ দিতে কয়েক জন কার্ডিনালকে নিয়ে উপদেষ্টা পর্ষদ গঠন করেছেন ফ্রান্সিস। ভ্যাটিকানের পুরো আমলাতন্ত্রের খোলনলচে বদলানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। আগেও বিশ্বের আর্থিক ব্যবস্থায় বৈষম্য ও বাজারের আধিপত্য নিয়ে মুখ খুলেছিলেন ফ্রান্সিস। এই বিবৃতিতে তিনি বলেছেন, “কেবল অর্থের উপাসনা চলছে। রাজনীতিকদের উচিত কাঠামোগত যে সব ত্রুটির জন্য বৈষম্য রয়েছে সেগুলি দূর করা।” তাঁর কথায়,“বিশ্বের সব নাগরিকের কাজ, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা পাওয়ার অধিকার আছে।” পোপের মতে, জীবনের মূল্য রক্ষার কথা আছে ধর্মেই। এখন আর্থিক বৈষম্যও চলবে না বলার সময় এসেছে। কারণ, এই ধরনের অর্থনীতি বহু মানুষের প্রাণ নেয়। সংবাদমাধ্যমেরও সমালোচনা করেছেন ফ্রান্সিস। তাঁর বক্তব্য, “আশ্রয়হীন এক বয়স্ক মানুষ মারা গেলে তা খবর হয় না। অথচ শেয়ার বাজার ২ পয়েন্ট পড়ে গেলে তা খবর হয়ে যায়। এর কী ব্যাখ্যা হতে পারে?”
|
বারাক ওবামার বক্তৃতার মাঝে হঠাৎই এক ব্যক্তি চেঁচিয়ে উঠলেন, ‘অভিবাসীদের আমেরিকা থেকে বার করে দেওয়া বন্ধ হোক’ বলে। তার পরই জানালেন, ১৯ বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। তাঁর আর্জি, যে সব অভিবাসীরা বেআইনি ভাবে আমেরিকায় থাকতে বাধ্য হচ্ছেন, তাঁদের যেন সাহায্য করেন প্রেসিডেন্ট। ওবামা জানান, আইন মানতে তিনি বাধ্য। |