টুকরো খবর
বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে নানা কর্মসূচি হুগলিতে
সচেতনতামূলক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্যপ্রাণ সপ্তাহ পালন করল হুগলির নালিকুলের স্বেচ্ছাসেবী সংগঠন শিমূলতলা কনজার্ভেশনিস্ট। গত ৩-১০ নভেম্বর শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার বিভিন্ন জায়গায় ওই সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছিল। বিভিন্ন সংগঠন অনুষ্ঠানে যোগদান করে। সংগঠনের সম্পাদক সৌরভ ঘাঁটি জানান, প্রথম পাঁচ দিন শ্রীরামপুরের তারাপুকুর, চণ্ডীতলার আঁকুনি, সিঙ্গুর, দিয়ারার রামচন্দ্রপুর এবং হরিপাল স্টেশন সংলগ্ন জায়গায় অনুষ্ঠান হয়। বন্যপ্রাণ সংরক্ষণের প্রয়োজনীয়তা, সর্পদংশনের চিকিৎসা, কুসংস্কারের কুফল-সহ নানা বিষয়ে আলোচনা হয়। বণ্যপ্রাণীর উপরে তথ্যচিত্র দেখানো হয়। শেষ দু’দিন মূল অনুষ্ঠান হয় নালিকুল পোস্ট অফিসের কাছে একটি ধর্মশালায়। ৯ নভেম্বর প্রারম্ভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপালের ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত তালুকদার এবং কৃষি দফতরের (শ্রীরামপুর) আধিকারিক সজল ভৌমিক। ‘বন্যপ্রাণ ও তার সংরক্ষণ’ বিষয়ে বসে আঁকো প্রতিযোগিতা হয়। ছিল প্রাণী এবং প্রকৃতি বিষয়ক প্রদর্শনী। সাপে কাটার চিকিৎসা হিসেবে কুসংস্কারের প্রভাব নিয়ে নাটক পরিবেশিত হয়। শেষ দিনে আলোচনাচক্রের বিষয় ছিল ‘প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে মানব কল্যাণ’। আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন হয়েছিল। রাজ্যের স্নেক বাইট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ চিকিৎসক দয়ালবন্ধু মজুমদার তাঁর বক্তব্যে মূলত কালাচ সাপের দংশনের চিকিৎসা নিয়ে তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন।


বিরল সাপ বিক্রির নামে প্রতারণা, বমাল ধৃত ৩
বিরল প্রজাতির সাপ কেনার নাম করে ক্রেতা সেজে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় হাসনাবাদ স্টেশন লাগোয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দীপঙ্কর মণ্ডল, মহম্মদ মোর্শিদুল মণ্ডল ও সমীর দাস। দীপঙ্করের বাড়ি বসিরহাটের কমলাপুরে, মোশির্র্দুলের বাড়ি দেগঙ্গায় এবং সমীর দক্ষিণেশ্বরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দু’টি মোটর সাইকেল আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি একটি চক্র বসিরহাটের বিভিন্ন এলাকায় বিরল প্রজাতির সাপ বিক্রির নামে প্রতারণা করছে বলে অভিযোগ আসছিল। তদন্তে নেমে পুলিশ ওই চক্রের খোঁজ পায় ও একজনকে গ্রেফতার করে। তার মাধ্যমে চক্রের পান্ডাদের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ করে পুলিশ। বিরল প্রজাতির ওই সাপ নিয়ে রবিবার সন্ধ্যায় ওই দুষ্কৃতীদের আসতে বলা হয় হাসনাবাদ স্টেশনে। সেখানে ক্রেতা সেজে আগে থেকেই দলবল নিয়ে হাজির ছিলেন হাসনাবাদ থানার ওসি অনুপম চক্রবর্তী। সন্ধ্যায় সাড়ে ৬টা নাগাদ দু’টি মোটর সাইকেলে ওই তিন দুষ্কৃতী একটি ব্যাগ নিয়ে স্টেশনে আসে। ব্যাগ থেকে তারা একটি মৃত সাপ বের করে দাম হিসাবে পাঁচ কোটি টাকা দাবি করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

কাজিরাঙায় চোরাশিকার
ফের কাজিরাঙায় গন্ডারের চোরাশিকার করা হল। বন বিভাগ সূত্রের খবর, গতকাল রাতে জাতীয় উদ্যানের বুড়াপাহাড় রেঞ্জে জনতা এবং বরহলা শিবিরের মধ্যবর্তী অংশে গুলির আওয়াজ শোনা যায়। বনরক্ষীরা চোরাশিকারিদের ধাওয়া করেন। দু’পক্ষে গুলির লড়াই হলেও দুষ্কৃতীরা পালায়। আজ সকালে একটি গন্ডারের খড়্গহীন দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একে ৪৭ রাইফেলের কার্তুজ, রক্তাক্ত দা মিলেছে। চোরাশিকারিদের সন্ধানে তল্লাশি চলছে। এ নিয়ে চলতি বছর কাজিরাঙায় ২৭টি এবং গোটা রাজ্যে ৩৫টি গন্ডার চোরাশিকারিদের হাতে প্রাণ দিল।

ফের নীল
প্রতি বছরের মতো এ বারও নীল হল মেঘালয়ের লুখা নদীর জল। ২০০৭ সাল থেকে একই ঘটনা ঘটছে। জলের রঙ বদলে যেতেই নদীতে ভেসে উঠছে হাজার হাজার মরা মাছ। স্থানীয় গ্রামবাসীরা সে সব মাছ তুলে নিচ্ছেন। প্রথম বছর নদীর জলের রঙ বদলের পর মেঘালয় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সমীক্ষা চালায়। পর্ষদের বক্তব্য ছিল, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা খননের জেরেই ওই কাণ্ড ঘটে। জয়ন্তিয়া পাহাড়ের অন্যতম প্রধান নদী লুখা। খাসি ছাত্র সংগঠনের সদস্য এবং পরিবেশকর্মীরা লুখার ‘নীলবর্ণ’ জল পরীক্ষা করে দাবি করেছেন, নদী অববাহিকার উপরের দিকে ৮টি সিমেন্ট কারখানাও দূষণের জন্য দায়ী।

চিতাবাঘের হানায় মৃত্যু
চিতাবাঘের হামলায় মৃত্যু হল এক শিশুকন্যার। সোমবার সন্ধ্যায় মালবাজার লাগোয়া রাজা চা বাগানে বন্ধুদের সঙ্গে গিয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্রী বিপিশা ওঁরাও (১০)। আচমকাই চা গাছের ঝোপ থেকে একটি চিতাবাঘ তার ওপর ঝাপিয়ে পড়ে। মালবাজার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.