নার্সদের ভাল ব্যবহার করার অনুরোধ চন্দ্রিমার
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে প্রায়ই নার্স ও আয়াদের বিরুদ্ধে রোগীর পরিবারের তরফে অশোভন আচরণের অভিযোগ ওঠে। তাতে যে স্বাস্থ্য দফতরও খুব স্বস্তিতে নেই, শনিবার উত্তর ২৪ পরগনার হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ন্যায্য মূলের ওষুধের দোকানের উদ্বোধনে এসে বললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে রোগী ও তাঁর পরিবারের লোকের সঙ্গে ভাল ব্যবহার করুন।” রোগী ও তাঁদের পরিবারের প্রতিও তাঁর বক্তব্য, “উত্তেজিত হবেন না। ভাঙচুর করবেন না। আপনাদের টাকা দিয়েই উন্নয়ন হয়।” স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও দাবি করেন, রাজ্যে যে ৩৫টি ন্যায্য মূলের ওষুধের দোকান রয়েছে, তাতে অক্টোবর পর্যন্ত ১২৫ কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছে। ৬৪ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। হাবরার দোকানগুলিতে ৬৫.৫ শতাংশ ছাড় দেওয়া হবে।” বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিধায়ক তহবিলের টাকায় চোখের ফেকো সার্জারি ইউনিট ও ১০০ কেভি জেনারেটর চালুও হয়েছে এ দিন।
|
মেডিক্যালে অপমৃত্যু
নিজস্ব প্রতিবেদন |
মেডিক্যাল কলেজে ভর্তি থাকা এক রোগীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মুর্শিদাবাদে। তিনি এইচআইভি আক্রান্ত ছিলেন। কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। পুলিশ জানায়, শুক্রবার রাত বারোটা নাগাদ হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে মধ্য-চল্লিশের ওই রোগীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জেনেছে, শৌচাগারে যাবেন বলে তিনি বারান্দায় যান। কিছুক্ষণ পরে ভারী কিছু পড়ার শব্দ হয়। হাসপাতালের কর্মীরা ছুটে এসে দেখেন নিচের চাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে ওই রোগী। জরুরি বিভাগে নিয়ে গেলে ঘণ্টা খানেকের মধ্যেই মৃত্যু হয় তাঁর। পুলিশের অনুমান, অবসাদের জেরেই দোতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই রোগী। |