টুকরো খবর
মুকুলের দাবি
লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী কে হবেন, তা স্থির করবে তৃণমূল, শনিবার বসিরহাটের মালতীপুর স্টেশনে একটি জনসভায় এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তাঁর দাবি, এ দিনের জনসভায় কংগ্রেস এবং সিপিএম থেকে বহু নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। গত ৩৪ বছরে বাম রাজত্বে জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ে গড়ে ১ হাজার ৪২৬ জন কৃষক আত্মহত্যা করেছে বলে অভিযোগ করে তৃণমূল সাংসদ দাবি করেন, “মাত্র দু’বছর ৬ মাসের একটা সরকার ইতিমধ্যে উত্তর ২৪ পরগনায় ৯৫ শতাংশ এবং রাজ্যে ৯০ শতাংশ কৃষকদের হাতে কিষাণ কার্ড তুলে দিতে পারায় এই সরকারের সময়ে আর কোনও কৃষক আত্মহত্যা করেনি।”

প্রকল্পের সূচনা
অস্ত্রোপচার করে প্রসব করানো (সিজার) শুরু হল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লক হাসপাতালে। শনিবার এই প্রকল্পটির সূচনা হয়। রাজ্যের স্বাস্থ্য উপদেষ্টা কমিটির সদস্য চিকিৎসক সমরজিৎ নস্করের দাবি, রাজ্যের মধ্যে এই প্রথম ব্লক হাসপাতালে এই পদ্ধতিতে প্রসব করানো শুরু হল। এরপর রাজ্যের অন্যান্য ব্লক হাসপাতালগুলিতেও এই পদ্ধতিতে প্রসব করানোর উদ্যোগ হবে বলে জানান তিনি। অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্যের স্বাস্থ্য উপদেষ্টা কমিটির সদস্য চিকিৎসক সুব্রত মৈত্র, ব্লক স্বাস্থ্য আধিকারিক রামকৃষ্ণ ঘোষ ও জেলা স্বাস্থ্য আধিকারিক অসীম দাস মালাকার।

মন্দিরে চুরি
মন্দিরের তালা ভেঙে বিগ্রহের লক্ষাধিক টাকার গয়না ও প্রণামীর বাক্স চুরি করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ধনেখালির নারায়ণপুর গ্রামের শ্মশানকালী মন্দিরের ঘটনা। শনিবার সকাল থেকে জনতা চুঁচুড়া-তারকেশ্বর ১৭ নম্বর রুটের চকদিঘি রোড অবরোধ করে। ১১টা নাগাদ পুলিশ দুষ্কৃতীদের ধরার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

গ্রেফতার ২ দুষ্কৃতী
এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর পথে ধরা পড়ল দুই দুষ্কৃতী। শনিবার, বারুইপুরের পুরাতন বাজার মোড়ে। ধৃতদের নাম সঞ্জয় রাজবর ও রঘু প্রসাদ। পুলিশ জানায়, বারুইপুর থানার ধপধপির বাসিন্দা পাঁচু মিস্ত্রি নামে এক মুড়ি ব্যবসায়ী ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। হঠাৎ মোটরবাইকে দুই দুস্কৃতী এসে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এর পরে স্থানীয় এক যুবক বাইকে দুষ্কৃতীদের পিছু করে তাদের ধরেন।

মৃতদেহ উদ্ধার
পুকুর থেকে একটি দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার, ব্যারাকপুরের ১৫ নম্বর রেলগেটের ভট্টাচার্য পাড়ায়। মৃতের নাম মহম্মদ মুন্না। পেশায় রিকশাচালক। পুলিশ জানায়, তিনি দিন কয়েক ধরে নিখোঁজ ছিলেন। পুলিশের অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় মুন্না পুকুরে পড়ে যান।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.