গোষ্ঠীদ্বন্দ্বে পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেজিয়া ও তারকেশ্বর |
দলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের প্রতিবাদ করে জাতীয় সড়ক অবরোধ করল তৃণমূলে একটি গোষ্ঠীর কর্মীরা। শনিবার সকালে বাঁকুড়ার মেজিয়ার বাইপাসে রানিগঞ্জ-বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কে আধ ঘণ্টা অবরোধ চলে। ব্যাহত হয় যান চলাচল। তৃণমূল সূত্রে খবর, শুক্রবার রাতে মেজিয়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে বচসা বাধে। পরে এক গোষ্ঠীর দুই কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। এর প্রতিবাদে এ দিন রাস্তা অবরোধ করে হামলার অভিযোগ তোলা তৃণমূলকর্মীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। যদিও তৃণমূলের মেজিয়া ব্লক সভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি, “এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। নিতান্ত ব্যক্তিগত ঘটনায় কিছু লোক অবরোধ করেছি।” তবে তৃণমূলের দু’টি গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে, পরিচালন সমিতির সরকারি প্রতিনিধির মনোনয়ন নিয়ে গোলমালের জেরে তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজে বন্ধ হয়ে গিয়েছে পঠনপাঠন। ছ’দিন কেটে গেলেও গোলমালে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে এবং অভিযুক্ত ছাত্র সংসদের সম্পাদককে গ্রেফতারের দাবিতে শনিবার বিকেলে ৩টে থেকে ঘণ্টাখানেক তারকেশ্বরের পিয়াসারা মোড় অবরোধ করলেন ওই কলেজের ছাত্রছাত্রীদের অভিভাবিকারা। পুলিশ গিয়ে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। |
বোমাতঙ্ক কাটল সদাইপুরে
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
পূর্বরেলের অন্ডাল-সাঁইথিয়া শাখার কচুজোড় ও সিউড়ি স্টেশনের মাঝে রেল ট্র্যাকের উপরে পড়ে থাকা বস্তু দু’টি কোনও বোমা নয়। দু’টিই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ‘কম্প্রেসার’ জাতীয় জিনিস। শুক্রবার রাতে দুর্গাপুর থেকে আসা সিআইডি-র বম্ব স্কোয়াড এ ব্যপারে নিশ্চিন্ত হতেই এলাকাবাসীর আতঙ্ক কাটে। শুক্রবার রাতে বীরভূমের সদাইপুর থানার পুলিশ স্থানীয়দের থেকে খবর পায় রেল লাইনে বোমা বা বিস্ফোরক জাতীয় কোনও পদার্থ রয়েছে। এর পরেই ঘটনাস্থলে পুলিশ ও রেল পুলিশের দল পৌঁছয়। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। খবর পেয়ে প্রথমে আসে জেলা পুলিশের অ্যান্টি স্যাবোটাজ টিম, পরে রাত ১২টা নাগাদ আসে বম্ব স্কোয়াড। যদিও রেল লাইনের উপরে প্রায় ৮-৯ কিলোগ্রাম ওজনের ওই বস্তুগুলি কে বা কারা কী উদ্দেশ্য রেখে তা বোঝা যাচ্ছে না। গোটা ঘটনাটিকে পুলিশ কিন্তু হাল্কা ভাবে নিচ্ছে না। কারণ এর আগেও একই শাখায় ভীমগড়া ও পাঁচড়া স্টেশনের মাঝে বিস্ফোরণ ঘটিয়ে মাওবাদীরা রেল লাইন উড়িয়ে দেয়। বীরভূমের এসপি সি সুধাকর বলেন, “এর পেছনে কে বা কারা আছে, তা তদন্ত করে দেখা হবে। |
প্রশাসনিক ক্যালেন্ডার তৈরি হবে এ মাসেই |
সময়ে কাজ শেষ করার জন্য প্রশাসনিক ক্যালেন্ডার তৈরির সময়সীমা ৩০ নভেম্বর বেঁধে দিল রাজ্য সরকার। ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি দফতরের সচিবরা কী কাজ করতে পারবেন তার দিন, সময় ধরে তালিকা ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র। তালিকা হাতে এলে মুখ্যমন্ত্রীকে দেখিয়ে তা চূড়ান্ত করা হবে। শনিবার নবান্নে সরকারের সব ক’টি দফতরের সচিবদের বৈঠকে ডাকেন মুখ্য সচিব। প্রশাসনিক ক্যালেন্ডার তৈরি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সঞ্জয়বাবু সচিবদের জানিয়ে দেন, জফতরগুলির দেওয়া তালিকা সরকারের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। তার ফলে সরকারের কাজকর্ম সম্পর্কে আম জনতাও জানতে পারবেন। বৈঠকের পরে সাংবাদিকদের তিনি বলেন, “প্রতিটি কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের সচিবের দায়বদ্ধতা থাকবে। যার মূল কথা হল সময়ে কাজ শেষ করতে হবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন ধরেই সময়ে কাজ করার জন্য কড়া বার্তা দিচ্ছিলেন। তার প্রেক্ষিতে এ বার কড়া নজরদারির ব্যবস্থা করল সরকার। |
আইনজীবীদের বাড়ি তৈরির জন্য জমি দেখছে রাজ্য সরকার। শনিবার মহাজাতি সদনে আইনজীবীদের নিয়ে এক আলোচনা সভায় এই দাবি করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিমলকুমার চট্টোপাধ্যায়। তিনি বলেন, “শুনেছি আইনজীবীরা যাতে বাড়ি তৈরি করতে পারে, তার জন্য সরকার জমি খুঁজছে। প্রশিক্ষণরত আইনজীবীদের বৃত্তি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।” বিমলবাবু বলেন, এই সরকার আইনজীবীদের জন্য যথেষ্ট ভাবছে। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, বার কাউন্সিল অফ ইন্ডিয়া-র উদ্যোগে এ দিন আইনজীবীদের আর্থ-সামাজিক সুরক্ষা নিয়েই ছিল আলোচনা। রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল সাংসদ মুকুল রায়-সহ কলকাতা ও অন্যান্য হাইকোর্টের বিচারপতিরা ওই সভায় উপস্থিত ছিলেন। |