নিরাশার ভোটে আক্রান্ত কর্মীদের পাশে বিমানরা
পাঁচ পুরসভার ভোটে বড় কোনও আশা তাঁদের ছিল না। কিন্তু হাওড়া-সহ পাঁচ পুরসভা এবং ২৯টি ওয়ার্ডের পুনর্নির্বাচনের দিন শাসক দলের বিরুদ্ধে গাজোয়ারির অভিযোগ তুলে বাম নেতৃত্ব বলছেন, ‘প্রহসনের’ এই ভোট থেকে কোনও বিচার না করাই ভাল। তবে দলের যে নেতা-কর্মীরা বর্ধমান বা চাকদহের মতো ভোটের দিন ময়দান ছেড়ে যাননি, মার খেয়েও মাটি কামড়ে থেকেছেন, তাঁদের প্রতি সহমর্মিতার বার্তা দিতে শনিবার হাসপাতালে গিয়েছেন বাম নেতারা।
এ দিন আলিমুদ্দিনে বামফ্রন্টের বৈঠকে শুক্রবারের পুরভোট নিয়ে আলোচনা হয়। ফ্রন্টের সমস্ত শরিক নেতৃত্বই এ দিন বৈঠকে ভোটের রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টে অভিযোগ করা হয়েছে, শুক্রবার যে ভাবে ভোট লুঠ হয়েছে, তাতে ভাল ফলের আশা না করাই ভাল। বৈঠকের পরে বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, “এর আগে পঞ্চায়েত ভোট এবং তার পরে ১২ পুূরসভার ভোটে যা হয়েছিল, শুক্রবার তারই পুনরাবৃত্তি হয়েছে। রাজ্যে গণতান্ত্রিক অধিকার বার বার লঙ্ঘিত হচ্ছে। শাসক দল ও তাদের হাতে থাকা প্রশাসনের প্রত্যক্ষ মদতে এই ঘটনা ঘটছে।” রাজ্যে গণতান্ত্রিক অধিকার বিপন্ন হওয়ার প্রতিবাদে আগামী ২৯ নভেম্বর রানি রাসমণি অ্যাভিনিউয়ে এবং ১৮ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে বামেরা প্রতিবাদ অবস্থান করছে। এ দিনের বৈঠকে প্রতিবাদ-কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
শুক্রবারের পুর ভোটে কয়েকটি ক্ষেত্রে অনিয়ম ঘটায় আজ, রবিবার ৬টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। সেগুলি হল রাজারহাট-গোপালপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ১,২,৭ এবং ৮ নম্বর বুথ, কৃষ্ণনগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বুথ এবং হাওড়া পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বুথ। ভোট নেওয়া হবে আজ, রবিবার সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
হাওড়ায় পুরভোটের সময় মেয়র মমতা জায়সবাল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিমানবাবু। বামফ্রন্টের অন্য নেতাদের নিয়ে এ দিন মেয়রকে হাসপাতালে দেখতে যান বিমানবাবু। তিনি বলেন, “মেয়রের অসুস্থতাকে তৃণমুল নাটক বলেছে। টিএমসি নেতারা গিয়ে দেখে আসুন, তিনি কতটা ট্রমা-র মধ্যে রয়েছেন। এ দিনও মেয়রের বুকে-পেটে ব্যথা রয়েছে। কিছু দিন আগে তাঁর অস্ত্রোপচার হয়েছে, হার্টের সমস্যা রয়েছে।” মেয়রের সঙ্গে দেখা করার পর বিমানবাবু যান সালকিয়ার ১ নম্বর ওয়ার্ডে। ভোটের দু’দিন আগে সেখানে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মূর্তির মুখে কালি লেপে দেওয়া হয়। সল্টলেকে জখম স্থানীয় সিপিএম কর্মী স্নিগ্ধেন্দু শতপথীকে এ দিন হাসপাতালে দেখতে যান সিপিএম নেতা রবীন দেব।
অবশ্য পুরভোটের দিন শাসক দলের নেতা-কর্মীরা যখন দাপিয়ে ভোট করিয়েছেন, তখন বামফ্রন্টের শিবির বা নেতা-কর্মীদের দেখা মেলেনি। কেন এমন হয়েছে তা নিয়ে এ দিন ফ্রন্টের বৈঠকের পরে বিমানবাবু ব্যাখ্যা দিয়েছেন, “ভোটের কাজের জন্য আমাদের যে সমস্ত কর্মীর তালিকা হয়েছিল, তাদের নানা ভাবে হুমকি দেওয়া হয়েছে। আর হাওড়ায় মেয়রকেই যেখানে হেনস্থা করা হল, সেখানে সাধারণ কর্মীদের হাল কী হতে পারে সহজেই বোঝা যায়!”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.