|
|
|
|
কলেজ হস্টেলে হাতাহাতি, ৮ ছাত্রের নামে এফআইআর
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হস্টেলে ছাত্র-সংঘর্ষের ঘটনায় আট ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন কলেজ কর্তৃপক্ষ। শনিবার হলদিয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ‘ইনস্টিটিউট অফ টেকনোলজি’র ঘটনা। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই কলেজের হস্টেলে ছাত্রদের দু’টি দলের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের এক শিক্ষক, কর্মী, এমনকী দু’জন পুলিশকর্মীও জখম হয়েছিলেন।
ওই কলেজটি প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের সংস্থা ‘আই কেয়ার’ পরিচালিত। ‘আই কেয়ার’ সংস্থার সম্পাদক আশিস লাহিড়ি বলেন, “শুক্রবারের ছাত্র সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গড়া হয়েছিল। কমিটিই অভিযুক্ত হিসাবে আট আবাসিক ছাত্রকে চিহ্নিত করেছে। কমিটি তাঁদের বিরুদ্ধে এফআইআরেরও সুপারিশ করেছিল।” সেই মতো শনিবার কলেজের ডিরেক্টর অজয়কুমার দে হলদিয়া থানায় আট ছাত্রের বিরুদ্ধে সংঘর্ষ, ভাঙচুর, কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীকে মারধরের অভিযোগ দায়ের করেন। এ দিন আশিসবাবু বলেন, “অতীতেও ছাত্র-সংঘর্ষ বা অন্য ঘটনায় দোষীদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। কলেজ থেকে অভিযুক্ত ছাত্রকে বরখাস্ত করার নিদর্শনও রয়েছে। এই ঘটনাতেও যদি অভিযোগ প্রমাণিত হয়, তা হলে একই ব্যবস্থা নেওয়া হতে পারে।” এ দিকে, অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) অমিতাভ মাইতি জানান, কলেজ কর্তৃপক্ষের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, কিছু দিন ধরেই ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রদের অশান্তি চলছিল। বৃহস্পতিবার মাঝরাতে ফের বচসা থেকে হাতাহাতি শুরু হয়। দু’ দল ছাত্রের মধ্যে লাঠি-উইকেট নিয়ে মারপিট শুরু হয়। ইট, কাচের বোতল ছোড়াছুড়ি চলে। ঘটনায় আহত হন কলেজের এক শিক্ষক ও কর্মী। খবর যায় পুলিশে। ছাত্রদের সংঘর্ষ থামাতে এসে দু’জন পুলিশকর্মীও জখম হন। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন কলেজ কর্তৃপক্ষ। |
|
|
|
|
|