টুকরো খবর
বুকাননের টোটকায় ছিল কলকাতার যৌনপল্লিও
ক্রিকেট কোচ হিসাবে দলের জন্য নানা টোটকা চালু করেছিলেন জন বুকানন। তবে এ বার যে ‘টোটকার’ কথা জানা যাচ্ছে, তার সম্ভবত জুড়ি মেলা ভার। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমকে বুকানন বলেছেন, ভারত সফরের সময় কলকাতায় এসে ক্রিকেটারদের তিনি যৌনপল্লিতে নিয়ে গিয়েছিলেন। বুকাননের কথায়, “আমি কাউকে শুধু ক্রিকেটার হিসাবে কোচিং করাই না। পুরো মানুষটাকেই কোচিং করাই। আসলে আমার লক্ষ্য থাকে একজনের দৃষ্টিকোণটা প্রসারিত করা। এমন জায়গায় নিয়ে যেতে, যেখানে তারা কোনও দিন যায়নি। ড্রেসিংরুমের বাইরের জীবনের অভিজ্ঞতাও ওদের হোক, এটাই চাই আমি।” ভারত সফরে বেশ কয়েক বার টিম নিয়ে এসেছেন বুকানন। কলকাতা ঘুরে গিয়েছেন ২০০১ সালে স্টিভ ওয়ের সেই ঐতিহাসিক সিরিজে। নিজের কলকাতা দর্শন নিয়ে বলছেন, “আমরা কলকাতার ছোট ছোট রাস্তাগুলোয় ঘুরে বেড়াতাম। রেড-লাইট এলাকায়।” কেন বুকানন এই ধরনের ‘টোটকায়’ বিশ্বাসী, তার ব্যাখ্যাও দিয়েছেন, “মাঠের জন্য প্লেয়ারদের তৈরি করার ক্ষেত্রে একটা ভারসাম্যের প্রয়োজন থাকে। স্পনসরদের চাপ থাকে, মিডিয়ার চাপ থাকে। সব সামলাতে হয়। এর বাইরে বেরিয়ে, নির্ধারিত সূচির বাইরে গিয়ে কিছু করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে যেমন ছেলেদের নিয়ে গিয়েছিলাম পাখিরালয় দেখাতে।”

জোড়া সেঞ্চুরির ধাক্কায় হারের সামনে ইংল্যান্ড
বাইশ গজে ইংরেজ বোলিংকে ‘খুন’ করে মাঠের বাইরেও অ্যালিস্টার কুকের দলের বিরুদ্ধে আগুন ঝরালেন ডেভিড ওয়ার্নার। পরিষ্কার বলে দিলেন, “এই ইংল্যান্ড দলটা তো ভয়ে কুঁকড়ে আছে।” গাব্বায় প্রথম দু’দিন বোলারদের দাপট দেখার পর তৃতীয় দিনটা ছিল ব্যাটসম্যানদের। বিশেষ করে ওয়ার্নার এবং মাইকেল ক্লার্কের। দু’জনেই সেঞ্চুরি পেলেন এবং আশির উপর স্ট্রাইক রেট রেখে। ওয়ার্নারের ১২৪ এসেছে ১৫৪ বলে, ক্লার্কের ১১৩ করতে লেগেছে ১৩০ বল। জোড়া সেঞ্চুরির দাপটে অস্ট্রেলিয়া এ দিন দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় সাত উইকেটে ৪০১ রানে। জেতার জন্য ৫৬১ করতে হবে এই অবস্থায় খেলতে নেমে ইংল্যান্ডের রান ২৪-২। ফিরে গিয়েছেন কারবেরি এবং ট্রট। যা নিয়ে দিনের শেষে রীতিমতো বিদ্রুপ করেছেন ওয়ার্নার। বলেছেন, “ইংল্যান্ড ব্যাটসম্যানদের চোখ দেখেই বোঝা যাচ্ছে ওরা ভয় পেয়ে গিয়েছে। যে ভাবে ট্রট আজ আউট হল তাতেই সেটা স্পষ্ট। অত্যন্ত খারাপ এবং দুর্বল একটা শট খেলল ও। ইংল্যান্ড ব্যাটিংয়ের দুর্বল দিকটা ধরা পড়ছে।” মিচেল জনসনের শর্ট বলের শিকার হয়েছেন ট্রট। যা নিয়ে ইংল্যান্ডের মিডিয়াতেও লেখা হচ্ছে, হয় ট্রটকে টেকনিক বদলাতে হবে, না হলে হারিয়ে যেতে হবে। আর সঞ্জয় মঞ্জরেকর টুইট করেছেন, “ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে শর্ট বল এলে সব ব্যাটসম্যানই যে অস্বস্তিতে পড়ে, সেটা এ দিন অ্যাসেজে বোঝা গেল। এই ব্যাপারটা শুধু ভারতীয়দের মধ্যে আটকে নেই।”

লক্ষ্মীকে সংবর্ধনা
বাংলার হয়ে সর্বাধিক ৯৯ রঞ্জি ম্যাচ খেলার জন্য শনিবার সংবর্ধনা দেওয়া হল বাংলার অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লকে। কলকাতা ক্লাব ক্রিকেটার্স ওয়েলফেয়ার (প্রেসিডেন্ট প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়) নামের এই সংস্থা শুধু বাংলা ক্রিকেটের প্রাক্তন ও বর্তমানকেই সংবর্ধিত করল না, ময়দানের বহু পুরনো দুই মাঠকর্মী রঙ্গা মালি ও রাম মালিকেও অর্থপুরস্কার ও শাল দিয়ে সংবর্ধিত করল। সৌরাষ্ট্রের বিরুদ্ধে চলতি রঞ্জি লক্ষ্মীর ৯৯-তম ম্যাচ। এ দিন প্রাক্তন বাংলা অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায়ের হাত দিয়েই সংবর্ধনা দেওয়া হয় লক্ষ্মীকে। পরে উৎপল বলছিলেন, “লক্ষ্মীর সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পাই। যোগ্য লোকের হাতেই রেকর্ডটা গেল।” একই সঙ্গে পুরস্কৃত করা হল বাংলার প্রাক্তন দুই ক্রিকেটার সৌমেন্দ্রনাথ কুণ্ডু, বিকাশ কুমার চৌধুরী ও দুই প্রাক্তন আম্পায়ার ভৈরব গঙ্গোপাধ্যায় ও সুনীত ঘোষকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি-র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, প্রাক্তন যুগ্ম সচিব বাবলু কোলে এবং বোর্ডের ভাইস প্রেসিডেন্ট চিত্রক মিত্র। যাঁরা এই সংস্থারও পৃষ্ঠপোষক। ছিলেন বাংলার প্রাক্তন পেসার রণদেব বসুও।

রঞ্জিতে সেঞ্চুরি গম্ভীরের
হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি গৌতম গম্ভীরের। শনিবার ১৫৩ রানের ইনিংসে টিমকে প্রায় জেতার দিকে এগিয়ে দিয়েছেন দিল্লির ক্যাপ্টেন। গম্ভীর এই ইনিংসে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণার আগে নির্বাচকদের নজরে পড়ার ব্যাপারটা অনেকটা এগিয়ে রাখলেন বলে মনে করছে দেশের ক্রিকেটমহল। তৃতীয় দিন ৩৫-০ থেকে খেলতে নেমে দিল্লি ইনিংস ডিক্লেয়ার করে দেয় ৩১২-৫। ২১৫ বলে ২৫টা বাউন্ডারির সাহায্যে প্রায় ম্যাচ জেতানো ইনিংস খেলেন গম্ভীর। জেতার জন্য ৩৭৬ রান তাড়া করতে নেমে হরিয়ানা ৬৩ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে। তবে গম্ভীর সেঞ্চুরি করলেও ব্যর্থ বীরেন্দ্র সহবাগ। প্রথম ইনিংসে ৩ রানের পর দ্বিতীয় ইনিংসে সহবাগ ফেরেন ৬ রানে।

র‌্যান্টিরা হারালেন ডেম্পোকে
এরিকের জোড়া গোলে আর্থার পাপাসের দলকে ২-১ হারাল ইউনাইটেড স্পোর্টস। বিরতির পর দশ মিনিটের মধ্যেই দু’গোলে এগিয়ে যায় এলকো সাতোরির দল। প্রথম গোলটা হয় ফ্রি কিক থেকে। প্রায় ত্রিশ গজ দূর থেকে দুরন্ত গোল করেন এরিক। ইউনাইটেড দ্বিতীয় গোল করার পাঁচ মিনিটের মধ্যে অবশ্য ব্যবধান কমান ডেম্পোর ক্লিফোর্ড মিরান্ডা। এর পর কোনও দলই গোলের মুখে খুলতে পারেনি। লিগ তালিকায় চার নম্বরে উঠে এলেন র‌্যান্টিরা (৯ ম্যাচে ১৫ পয়েন্ট)। আই লিগের অন্য ম্যাচে বেঙ্গালুরুতে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল স্পোর্টিং ক্লুব দ্য গোয়া।

অস্ট্রেলীয় ওপেনে য়ুকি
আগামী বছর জানুয়ারিতে মরসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে নামা পাকা করে ফেললেন য়ুকি ভামব্রি। তরুণ ভারতীয় তারকা অস্ট্রেলীয় ওপেনের ডাবলসে নামার ওয়াইল্ড কার্ড পেলেন শনিবার। ডাবলসের প্লে-অফ ফাইনালে য়ুকি ও তাঁর নিউজিল্যান্ডের পার্টনার মাইকেল ভেনাস ৭-৬ (৩), ১-৬, ১০-৫ হারান চিনের মাও-জিন গং আর ঝে লিকে। অবশ্য তার আগে অনেকটা তীরে এসে তরী ডোবার মতোই ওয়াইল্ড কার্ড প্লে-অফ সিঙ্গলস সেমিফাইনালে দ্বিতীয় বাছাই দিল্লির ছেলে ৬-৭ (৬), ৪-৬ হারেন তৃতীয় বাছাই, চিনের দি ওয়াউ-এর কাছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.