টুকরো খবর
মেয়েদের শক্তি বাড়াতে শিক্ষায় জোর
গুণগ্রাহী। মেয়ে দেবাঙ্গনার ছবির প্রদর্শনী দেখতে শহরে মীরা কুমার। সঙ্গে মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আইসিসিআর প্রেক্ষাগৃহে। ছবি: সুদীপ্ত ভৌমিক
শুধু আইন করে মেয়েদের উপরে ঘটে চলা অপরাধ আটকানো যাবে না বলে মনে করেন লোকসভার স্পিকার মীরা কুমার। তাঁর কথায়, “এ জন্য চাই সামাজিক সদিচ্ছা ও পারিবারিক শিক্ষা।” মেয়েদের শক্তি বৃদ্ধির জন্য তাঁদের শিক্ষিত করার উপরে জোর দেন মীরা। তবে তাঁর মতে, কেবল পুঁথিগত শিক্ষা দিয়ে অবস্থা বদলাবে না। স্পিকার বলেন, “আমার এক আত্মীয় তাঁর বোনের জন্য পাত্র খুঁজছিলেন। কিন্তু এক বছর ধরে খুঁজে তিনি একটিও দাবিহীন পাত্র পাননি। যত বেশি ডিগ্রি, তত বেশি পণের দাবি!” বণিকসভা ‘এমসিসি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ শনিবার একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় স্পিকার বলেন, “আইন তৈরি করা যায়। কিন্তু তা দিয়ে মানসিকতা বদলানো যায় না। ধর্ষণ রোধেও নতুন আইন তৈরি হয়েছে। কিন্তু তাতে ধর্ষণ কমেনি।” তাঁর মতে, অপরাধ বন্ধের জন্য দরকার সামাজিক সদিচ্ছা ও উদ্যোগ।

কিশোরের দেহ উদ্ধার
এক কিশোরের ঝুলন্ত দেহ মিলল। শুক্রবার, পিকনিক গার্ডেন রোডের একটি বাড়ি থেকে। মৃত পুলক ময়রা (১১) ষষ্ঠ শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, ওই রাতে পুলকের জ্যাঠতুতো দিদি খাবার দিতে এসে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। হাসপাতালে ওই কিশোরকে মৃত ঘোষণা করা হয়। তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, পাড়ার এক শিক্ষিকার কাছে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোলেও পর পর কয়েক দিন সে যায়নি। ঘটনার দিন বিকেলেও পড়তে বেরোয় পুলক। কিন্তু সন্ধ্যায় তার মা মিনতিদেবী দেখেন, ছেলে রাস্তায় খেলছে। শিক্ষিকার সঙ্গে কথা বলে পুলকের পড়তে না যাওয়ার কথা জানতে পেরে শুক্রবার তাকে বকাবকি করেন মিনতিদেবী। পুলিশের ধারণা, সম্ভবত অভিমানে আত্মঘাতী হয়েছে ওই ছাত্র।

ফের মিলল চোরাই সোনা
বিমানবন্দর থেকে ফের মিলল চোরাই সোনা। শনিবার, এক কোটি দশ লক্ষ টাকা মূল্যের ওই সোনা বাজেয়াপ্ত করেছে বিমানবন্দরের শুল্ক দফতর। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এই সোনা কলকাতা থেকে মুম্বই যাচ্ছিল। যে বাক্সে তা ছিল, তাতে প্রাপকের ঠিকানা থাকলেও প্রেরকের কোনও ঠিকানা ছিল না। শুল্ক অফিসারদের সন্দেহ, এটি চোরাই সোনা। শুল্ক দফতর জানায়, বাক্সে ৩০টি সোনার বিস্কুট ছিল যার এক একটির ওজন ১১৬ গ্রাম। এ ছাড়া, ২০টি মোবাইল ও ৪০টি মোবাইলের ব্যাটারিও মেলে। যে ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে বাক্সটি পাঠানো হচ্ছিল, সেটির কর্তাদের ডেকে পাঠিয়েছে শুল্ক দফতর।

ছিনতাই, ধৃত
চলন্ত বাস থেকে বৃদ্ধার হার ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল এক দুষ্কৃতী। উদ্ধার করা হয়েছে সোনার হারটিও। শনিবার বিকেল পৌনে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ ইমতিয়াজ, বাড়ি তিলজলায়। পুলিশ জানায়, এ দিন বিকেলে মেয়ো রোডে একটি বাসের মধ্যে ওই মহিলার হার ছিনতাই করে ইমতিয়াজ। তার পরেই বাস থেকে নেমে দৌড়ে অন্য একটি বাসে উঠে পড়ে সে। ঘটনার পরেই মহিলার সহযাত্রীদের চিৎকার শুনে ওই এলাকায় কর্তব্যরত সার্জেন্ট অনিন্দ্যজিৎ ঘোষ মোটরবাইক নিয়ে দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন। বিড়লা তারামণ্ডলের কাছে পাকড়াও করা হয় তাকে।

ক্ষুদিরামে মমতা
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা, লোকসভা ভোট এবং আগামী ৩০ জানুয়ারি দলের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়ে আগামী শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের তৃণমূলের কর্মসমিতির বর্ধিত সভা ডাকা হয়েছে। সেই সভায় মুখ্য বক্তা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় দলের সাংসদ, বিধায়কদের পাশাপাশি জেলাপরিষদের দলীয় সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে ব্লক স্তরের নেতাদেরও আমন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।

ক্যমেরা চুরি, ধৃত
দু’টি ভিডিও ক্যামেরা চুরির অভিযোগে গ্রেফতার হল এক ট্যাক্সিচালক। শনিবার, নিউ টাউন থানা এলাকা থেকে। ধৃত পিন্টু কৈরির বাড়ি মল রোডে। মিলেছে ক্যামেরাও। পুলিশ জানায়, পেশায় চিত্রসাংবাদিক সুকেশ পটেল নামে এক ব্যক্তি বুধবার রাতে ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন। সুকেশ জানান, বাড়ির কাছে এসে ট্যাক্সির ডিকি থেকে জিনিস নামাতে যান তিনি। পিছনের আসনে ক্যামেরা ছিল। ফাঁক বুঝে ভাড়ার অপেক্ষা না করেই চালক ক্যামেরা নিয়ে পালালে সুকেশ জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, রবিবার পিন্টুকে আদালতে তোলা হবে।’

গয়না চুরি
গয়না চুরির অভিযোগ উঠল দুই ক্রেতার বিরুদ্ধে। শনিবার, বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি দোকানে। পুলিশ জানায়, দুপুরে একটি দোকানে ঢুকে আর পাঁচ জন ক্রেতার মতোই সোনার হার দেখতে চেয়েছিলেন বোরখা পড়া এক মহিলা। সঙ্গে ছিলেন এক জন লোক। দীর্ঘ ক্ষণ হার দেখেও পছন্দ না হওয়ায় তাঁরা চলে যান। তার পরেই দোকান-মালিক দেখেন একটি হারের বাক্স খালি। থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

গুলিবিদ্ধ যুবক
গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করল পুলিশ। শুক্রবার, সল্টলেকের উদয়নপল্লি থেকে। রাতেই অস্ত্রোপচার করে শঙ্কু নস্কর নামে ওই যুবকের পেট থেকে গুলি বার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, পাড়ার কয়েক জনের সঙ্গে তাস খেলা নিয়ে শঙ্কুর বচসা বাধলে তাঁকে লক্ষ্য করে কেউ গুলি চালায়। পুলিশের অনুমান, চোরাই মালের ভাগ নিয়ে বিবাদেই এই ঘটনা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.