হার্লে ডেভিডসনের উদ্যোগ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
হরিয়ানার বাওয়ালের কারখানায় পুরোদস্তুর উৎপাদন শুরু করতে চলেছে হার্লে ডেভিডসন। এত দিন এ দেশের বাজারের জন্য বেশিরভাগ যন্ত্রাংশ জুড়েই আমদানি করা হত। আগামী বছর থেকে সমস্ত যন্ত্রাংশই সরাসরি বিক্রেতাদের কাছ থেকে আমদানি করে বাইক তৈরি হবে। আপাতত দু’টি নতুন মডেল (স্ট্রিট ৭৫০ এবং স্ট্রিট ৫০০) তৈরি হবে। যার মধ্যে ভারতে বিক্রি হবে প্রথমটি। |
আগামী মাসে শুরু হতে পারে জঙ্গল সাফারি |
আগামী মাসের শুরু থেকেই ডুয়ার্সের চিলাপাতা এবং জলদাপাড়ায় ফের চালু হতে পারে জঙ্গল সাফারি। শনিবার বিকেলে চিলাপাতা এলাকায় সাফারির ‘জিপসি’ গাড়ির মালিকদের সঙ্গে বৈঠক করেন বনমন্ত্রী হিতেন বর্মন। সাফারির গাড়িগুলির বাণিজ্যিক লাইসেন্স নেওয়া বাধ্যতামুলক বলে তিনি জানিয়ে দেন। সব অনুমতি সংগ্রহ করলে আগামী মাস থেকে ফের সাফারি শুরু হতে পারে বলে বন দফতর জানিয়েছে। হিতেনবাবু বলেন, “গাড়িগুলির বাণিজ্যিক লাইসেন্স করতেই হবে। বানিজ্যিক কর ছাড়ের বিষয়টি নিয়ে পরিবহণ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। আগামী মাসের শুরু থেকেই ফের সাফারি চালুর চেষ্টা হচ্ছে।” গত ২২ অক্টোবর জঙ্গল সাফারির সময় কোদাল বস্তি এলাকায় জিপসির ধাক্কায় এক পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার পরেই সাফারির গাড়িগুলির বাণিজ্যিক লাইসেন্স না থাকার অভিযোগ ওঠে। এর পরেই, চিলাপাতা এবং জলদাপাড়ায় জঙ্গল সাফারি বন্ধ করে দেয় বন দফতর। চিলাপাতার গাড়ির মালিক গণেশ শা বলেন, “মন্ত্রীকে বাণিজ্যিক কর ছাড়ের অনুরোধ জানিয়েছি। আমরাও বাণিজ্যিক লাইসেন্স সংগ্রহের জন্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলব।” |
পর্যটন দফতরের মূর্তি রিসর্ট শনিবার পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। ২৬ অক্টোবর মুখ্যমন্ত্রী রিসর্টের উদ্বোধন করেন। শনিবার তা খুলে দেওয়া হয়। লাগোয়া একটি বেসরকারি রিসর্টে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ শাখার প্রথম সম্মেলন হয়। ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সমবায় মন্ত্রী শংকর চক্রবর্তী। |