টুকরো খবর
পরমাণু কর্মসূচি নিয়ে আরও চাপে ইরান
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা নিয়ে আলোচনায় যোগ দিতে মার্কিন বিদেশসচিব জন কেরি শনিবার জেনিভা এসে পৌঁছলেন। এসেছেন চিন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির বিদেশসচিবরাও। আলোচনায় যোগ দেওয়ার আগে তাঁরা জানান, তাঁদের এই আলোচনার জেরেই তেহরান তাদের পরমাণ কর্মসূচি বাতিল ঘোষণা করবে এমনটা ধরে নেওয়ার কোনও কারণ নেই। আপাতত এই আলোচনার লক্ষ্য, ইরানের পরমাণু কর্মসূচি ছ’মাসের জন্য স্থগিত রাখার জন্য একটি চুক্তি স্বাক্ষর করা। এবং তার বিনিময়ে ইরানকে কী কী সুযোগ-সুবিধা দেওয়া যেতে পারে তা স্থির করা। বুধবার এ নিয়ে এক দফা আলোচনা হয়েছে। এরই মধ্যে আরও এক দফা নয়া নিষেধাজ্ঞাও জারি করেছে আমেরিকা, ব্রিটেন ও কানাডা। নয়া নিষেধাজ্ঞার লক্ষ্য বিশেষ ভাবে ইরানের ব্যাঙ্ক এবং পেট্রোকেমিক্যাল ক্ষেত্রগুলি। পশ্চিমী দেশগুলির এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ইরান। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “এই নিষেধাজ্ঞা বেআইনি। এ ভাবে চাপ দিয়ে ইরানের মানুষের পরমাণু শক্তি ব্যবহারের অধিকার নস্যাৎ করা যাবে না।”

স্বামী মিথ্যেবাদী, বলল আদালত
বিবাহ-বিচ্ছেদের মামলা তিক্ত সে তো কতই হয়। কিন্তু মামলা শেষে বিচারক স্বামীকে ডাহা মিথ্যেবাদী ও তাঁর স্ত্রীকে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বলছেন, এমন নজির মেলা ভার। লন্ডনে ছ’বছর ধরে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছিল স্কট ইয়াং ও মিশেল ইয়াংয়ের। আদালতে স্কট জানিয়েছিলেন, ব্যবসায় ভরাডুবির ফলে কপর্দকশূন্য অবস্থা হয়েছে তাঁর। এ দিকে তাঁর স্ত্রী বলতে থাকেন, সম্পত্তির ভাগ দিতে চান না স্কট, তাই এ সব গল্প ফাঁদছেন। শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়ে, ব্যবসায় পর্যদস্তু হওয়া দূরে থাক ৪০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন স্কট ইয়াং। আসল ছবিটা সামনে আসার পরই বিচারক নির্দেশ দিয়েছেন, সম্পত্তির অর্ধেক ভাগ দিতে হবে প্রাক্তন স্ত্রীকে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফ থেকে পোপ ফ্রান্সিসের জন্য বিশেষ উপহার। ছবি: রয়টার্স।

ধৃত জেয়াপালান
ভিসা সংক্রান্ত আইন লঙ্ঘনের জন্য শুক্রবার ভি আই এস জেয়াপালানকে গ্রেফতার করল শ্রীলঙ্কা পুলিশ। তিনি তামিল ফিল্ম ‘আদুকালামে’ অভিনয়ের জন্য ২০১১ সালে জাতীয় পুরস্কার পান। বর্তমানে তিনি নরওয়ের বাসিন্দা। জাফনায় একটি সেমিনারে বক্তৃতা দেবেন বলে পর্যটন ভিসা নিয়ে তিনি শ্রীলঙ্কায় এসেছিলেন। জেয়াপালানের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চক্রান্তে যুক্ত ছিলেন। সে কারণে গোপনে তিনি বেশ কয়েকটি বৈঠকে যোগ দিয়েছিলেন বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে, যদি কেউ দেশের শান্তি ভঙ্গ করতে চায়, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ সম্মান
দু’টি বিশ্বযুদ্ধে ইঙ্গ-ভারতীয় সেনাবাহিনীর হয়ে লড়তে গিয়ে নিহত হাজার হাজার শিখ সেনাকে সম্মান জানাল ব্রিটেন। শুক্রবার দক্ষিণ-পশ্চিম লন্ডনের বার্কশায়ারে রয়্যাল মিলিটারি অ্যাকাডেমিতে এই সম্মান-অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ সশস্ত্র সেনাবাহিনী। অনুষ্ঠনের মূল উদ্যোক্তা লেফটেন্যান্ট কর্নেল জন কেনডল বলেন, “এটা বিশ্বাস ও সাহসের পরিচয়, নিঃস্বার্থ প্রতিশ্রুতির উদাহরণ।”

লাটভিয়ায় মৃত বেড়ে ৫২
বহুতল সুপার মার্কেট ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২। বৃহস্পতিবার লাটভিয়ার রাজধানী রিগায় সন্ধ্যা ছ’টা নাগাদ ভেঙে পড়ে বছর দুই আগে নির্মিত ‘ম্যাক্সিমা’র ছাদ। প্রাথমিক তদন্তে দুর্বল কাঠামো, খারাপ জিনিস দিয়ে বহুতলটি বানানোর কথা বলা হচ্ছে এই দুর্ঘটনার কারণ হিসেবে।

শীতের অলিম্পিকের মশাল নিয়ে সাঁতার। শনিবার রাশিয়ার বৈকাল হ্রদে। ছবি: এএফপি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.