জানুয়ারি থেকেই বোর্ডের মাধ্যমে চিকিৎসক নিয়োগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জানুয়ারি মাস থেকেই রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড-এর মাধ্যমে চিকিৎসক এবং নার্সদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার শিলিগুড়িতে এ কথা জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি নির্মল মাজি। প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি-ও তিনি। নির্মলবাবু বলেন, “দীর্ঘ তিন দশক ধরে হাসপাতালগুলিতে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চিকিৎসক নিয়োগ হয়নি। নতুন সরকার ক্ষমতায় এসে ৩২০০ চিকিৎসক নিয়োগ করেছেন। ২৮০০ নার্স নিয়োগ করা হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সততা বজায় রাখতে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকেই তার মাধ্যমে চিকিৎসক এবং নার্স নিয়োগ করা শুরু হবে।” পরবর্তীতে এর মাধ্যমে টেকনিশিয়ান নিয়োগ হবে। তবে চতুর্থ শ্রেণির স্বাস্থ্য কর্মী চুক্তির ভিত্তিতেই হবে বলে তিনি জানিয়েছেন। এ দিন শিলিগুড়ি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তিনি জানান, এ রাজ্যের যে সমস্ত চিকিৎসক বাইরে রয়েছেন তাঁদের ফেরাতে উদ্যোগী সরকার। মুখ্যমন্ত্রী তাঁদের কাছে চিঠি লিখছেন। তাঁর কথায়, “চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নই সরকারের লক্ষ্য। কলকাতায় স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ‘রি জেনারেটিভ মেডিসিন’ বিভাগে ‘স্টেম সেল’-এর মাধ্যমে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। সেখানে যাঁরা কাজ করছেন তাঁরা ৬ জন নোবেল জয়ী গবেষকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন।” |
স্বাস্থ্য ও পরিবেশ মেলা ডোমজুড়ে
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
চার দিনের স্বাস্থ্য ও পরিবেশ মেলা হয়ে গেল ডোমজুড়ে। চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৪-১৭ নভেম্বর ঝাঁপড়দহ ডিউক ইনস্টিটিউশনের মাঠে মেলাj উদ্বোধন করেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পূর্ত ও পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার। বেশ কিছু বেসরকারি হাসপাতাল। বিভিন্ন শিবিরে ছিল বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। মেলায় পরিবেশ নিয়েও বক্তব্য রাখেন অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল। |