খুলতে পারে দলসিংপাড়া বাগান
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সব ঠিক থাকলে ২ ডিসেম্বর খুলতে চলেছে ডুয়ার্সের বন্ধ দলসিংপাড়া চা বাগান। শুক্রবার শিলিগুড়িতে যুগ্ম শ্রম কমিশনারের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর বাগান ছেড়ে চলে যান মালিকপক্ষ।বোনাস ও মজুরি সংক্রান্ত দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে পুজোর আগে চা বাগানে অচলাবস্থা তৈরি হয়। তার পরেই কর্তৃপক্ষ চা বাগান ছেড়ে চলে যান। এ দিন শিলিগুড়িতে বৈঠকে সেই জট খুলেছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। উত্তরবঙ্গের যুগ্ম শ্রম কমিশনার মহম্মদ রিজওয়ান এই দিন এই প্রসঙ্গে বলেন, “২ ডিসেম্বর থেকে চা বাগানটি খুলবে বলে বৈঠকে স্থির হয়েছে। এরই পাশাপাশি চা বাগানে গোলমালের পাকানোর জন্য যাঁরা অভিযুক্ত তাঁদের কর্তৃপক্ষ চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।” মালিক পক্ষের তরফে রুপেন্দর সিংহ রানাওয়াত বলেছেন, “আইন মেনেই পদক্ষেপ করা হবে।” তৃণমূল চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ গোস্বামী বলেন, “যে ভাবে আন্দোলন করে চা বাগান বন্ধ করা হয়েছিল তা নিয়ে সব সংগঠনই নিন্দে করেছে।” কংগ্রেস নেতা মোহন শর্মা বলেছেন, “বাগান খুলবে এটা ভাল খবর। মালিকপক্ষ ব্যবস্থা নিলে আমাদের কিছু বলার থাকতে পারে না।”
|
রাত থেকে ভোর লুঠ ফালাকাটায়
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা
|
লোহার গেট, গ্রিল এবং দরজা, পরপর তিনটে তালা ভেঙে ঘরে ঢুকে অবাধে লুঠপাট চালিয়ে, মালপত্র পিকআপ ভ্যানে তুলে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত ফালাকাটা শহরের বিদ্যাসাগর কলোনির বাসিন্দা ফালাকাটা হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ সেনগুপ্তের বাড়িতে ওই ঘটনাটি ঘটে। গত বুধবার সুভাষবাবু সপরিবারে কলকাতায় যান। রাত দু’টো নাগাদ শব্দ পেয়ে কয়েকজন পড়শি বেরিয়ে এসে পুলিশে জানান বলে দাবি। অভিযোগ, পুলিশ পৌঁছোতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। ততক্ষণে দুষ্কৃতিদলটি পালিয়ে যায়। থানার আইসি ধ্রুব প্রধান বলেন, “অভিযোগ ঠিক নয়। যখন ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।”
|
মাথায় মেরে লুঠ
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
দোকান থেকে বাড়ি ঢোকার মুখে এক ব্যবসায়ীর মাথায় আঘাত করে টাকার থলি নিয়ে পালাল বাইক আরোহী চার যুবক। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে ফালাকাটার সারদানন্দ পল্লি এলাকায়। কাকার চিকার শুনে বাড়ির বাইরে বেরুতে ওই ব্যবসায়ীর ভাইপোর হাতে কোপ মারে দুষ্কৃতীরা। জখম ব্যবসায়ীকে ফালাকাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
শিক্ষককে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বধূ নির্যাতনের অভিযোগে কালচিনিতে গ্রেফতার হলেন স্কুল শিক্ষক। ধৃত সুশান্ত বাড়ুই লতাবাড়ি এলাকায় একটি স্কুলে শিক্ষকতা করেন। অক্টোবরে ইসলামপুর থানায় অভিযোগ জমা পড়ে। এদিন ইসলামপুর থেকে পুলিশ এসে তাঁকে ধরে। |