সীমান্তে বৃত্তি-প্রশিক্ষণ ১০ হাজার বেকারকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্প (বিএডিপি)-এ রাজ্যের ন’টি জেলার ১০ হাজার ছেলেমেয়েকে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেবে কারিগরি শিক্ষা দফতর। শুক্রবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে ভিডিও-সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, এই প্রকল্পে খরচ হবে প্রায় ১৬ কোটি টাকা। বছর শেষের আগেই সীমান্তের জেলাশাসকদের এই প্রশিক্ষণের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরের এক কর্তার কথায়, “সীমান্তে চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কাজকর্ম ঠেকাতে এই প্রকল্প খুবই সাহায্য করবে। কারণ, রুজিরোজগারের সুযোগের অভাবে সীমান্ত এলাকার অনেকেই দুষ্কর্মে জড়িয়ে পড়েন।” বেকারেরা প্রশিক্ষণ পেয়ে স্বনির্ভর হলে সীমান্তে চোরাচালানও কমবে বলে প্রশাসনিক কর্তাদের আশা। বিএডিপি প্রকল্পে কেন্দ্রের দেওয়া অর্থ কতটা খরচ হয়েছে, তার পর্যালোচনা করতেই ভিডিও-সম্মেলন ডাকা হয়েছিল। স্বরাষ্ট্রসচিব সেখানে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দার্জিলিঙের জেলাশাসকদের বিএডিপি প্রকল্পে আরও ভাল ভাবে কাজ করার নির্দেশ দেন। টাকা খরচের শংসাপত্র যাতে ঠিক সময়ে কেন্দ্রের কাছে পাঠানো যায়, তার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। |
সব গ্রামে বিদ্যুৎ নতুন বছরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের গ্রামাঞ্চলে প্রায় ৮০ শতাংশ পরিবার বিদ্যুৎ পেয়ে গিয়েছে বলে বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তের দাবি। শুক্রবার বিদ্যুৎ ভবনে এক বৈঠকে তিনি বলেন, “গ্রামীণ বিদ্যুদয়নের যেটুকু কাজ বাকি আছে, ২০১৪ সালের মধ্যে তা শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।” বৈঠকে বণ্টন সংস্থার সব জোনাল ম্যানেজার, চিফ ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ দফতরের কর্তাদের সঙ্গে সঙ্গে গ্রামীণ বিদ্যুদয়নে যুক্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিদেরও ডাকা হয়েছিল। বিদ্যুৎমন্ত্রী সংস্থাগুলিকে জানান, কেন্দ্র ও রাজ্যের টাকায় গ্রামীণ বিদ্যুদয়নের যে-কাজ চলছে, তা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। কোনও অজুহাত চলবে না। |
সদাইপুরে বোমাতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
পূর্ব রেলের অন্ডাল-সাঁইথিয়া শাখার সিউড়ি ও কচুজোড় স্টেশনের মাঝে রেল লাইনের উপরে দু’টি বৈদ্যুতিন মোটর জাতীয় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার রাত ৯টার ঘটনা। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, বীরভূমের সদাইপুর থানা এলাকার কালোসোনা গ্রামের কাছে একটি ফাঁকা জায়গায় রেলের ট্র্যাকের উপরে স্থানীয় বাসিন্দারা বস্তু দু’টি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বম্ব স্কোয়াডে খবর যায়। |
আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সমন জারি হয়েছিল আগেই। শুক্রবার আবাসন কেলেঙ্কারির মামলায় ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করেন দুই অভিযুক্ত বিজন নাগ ও গৌতম রায়চৌধুরী। |
এসএসসি-র উত্তরপত্র ফের পরীক্ষার নির্দেশ |
এই প্রথম স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর এক প্রার্থীর জীবনবিজ্ঞান প্রথম পত্রের উত্তরপত্র পুনর্মূল্যায়নের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত এর আগে তথ্য জানার আইনে এসএসসি-র পরীক্ষার কোনও উত্তরপত্র পুনর্মূল্যায়নের নির্দেশ দেয়নি। সুপ্রিম কোর্ট অবশ্য আগেই রায় দিয়েছে, চাকরির পরীক্ষার ক্ষেত্রেও প্রার্থী উত্তরপত্র দেখার দাবি জানাতে পারেন। সংশ্লিষ্ট সংস্থা সেই দাবি মানতে বাধ্য। বনগাঁর শিমুলতলার বাসিন্দা মৌমিতা দাস এসএসসি-র জীবনবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় তাঁর পাওয়া নম্বরে সন্তুষ্ট হতে না-পেরে হাইকোর্টে মামলা করেন। তাঁর আইনজীবী এক্রামুল বারি বলেন, প্রথম পত্রে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৬৪ নম্বর ধার্য করেছে এসএসসি। মৌমিতা পেয়েছেন ৬২.১৫। তাঁর উত্তরপত্র দেখে বোঝা গিয়েছে, ঠিক উত্তরেও যথাযথ নম্বর দেওয়া হয়নি। উত্তরপত্র দেখে বিচারপতি অশোক দাস অধিকারীরও প্রাথমিক ধারণা, সেটি ঠিক ভাবে দেখা হয়নি। তৃতীয় কোনও পরীক্ষককে দিয়ে ওই উত্তরপত্র পুনরায় পরীক্ষা করিয়ে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দেন তিনি। এই মামলা শেষ না-হওয়া পর্যন্ত জীবনবিজ্ঞানের একটি শিক্ষক-পদ খালি রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। চার সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে। |
আবার জেলা সফরে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, এখনও পর্যন্ত ঠিক আছে, ২৬ নভেম্বর বেলা ২টো নাগাদ তিনি হেলিকপ্টারে মালদহের কলেজ মাঠে পৌঁছবেন। সেখানে প্রশাসনিক বৈঠকের পরে সভাও করবেন। সে-দিনই সড়কপথে উত্তর দিনাজপুরে পৌঁছে ফের বৈঠক করবেন জেলা প্রশাসন ও বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে। পরের দিন যাবেন দক্ষিণ দিনাজপুরে। সেখানে কর্ণজোড়া ও কুশমণ্ডিতে দু’টো সভা করে আবার বসবেন প্রশাসনিক বৈঠকে। রাত কাটাবেন মালদহে। ২৮ নভেম্বর ফিরবেন কলকাতায়। এত দিন দূরের জেলায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য সচিবেরা কলকাতা থেকে দল বেঁধে বাসে চেপে যেতেন। কিন্তু ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য এ বার তাঁরা ট্রেনে উত্তরবঙ্গ যাবেন। ফিরবেনও ট্রেনে। |
আবাসন কেলেঙ্কারির মামলায় শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করেন দুই অভিযুক্ত বিজন নাগ ও গৌতম রায়চৌধুরী। তাঁরা জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে আগেই সমন জারি করা হয়েছিল। |