উপনির্বাচন শান্তিতে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদ পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনও শুক্রবার শান্তিপূর্ণ ভাবে মিটেছে। কোথাও কোনও গণ্ডগোল হয়নি। মুর্শিদাবাদের জেলাশাসক ওয়াই রত্নাকর রাও বলেন, “মুর্শিদাবাদ পুরসভার ওই উপনির্বাচনে প্রায় ৮৬ শতাংশ ভোট পড়েছে।” এ দিন দুপুরে বাগিচাপাড়া বুথের কাছে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময়ে মুর্শিদাবাদ শহর কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা উপনির্বাচনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অধীর অনুগামী সঞ্জু সরকারকে আটক করে পুলিশ। প্রায় ৬ ঘন্টা লক-আপে আটকে রাখার পরে ব্যক্তিগত জামিনে ছেড়েও দেয়। ফলে সঞ্জুবাবু এ দিন ভোটও দিতে পারেননি। ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পরে মুর্শিদাবাদ পুর-এলাকায় বিক্ষোভ মিছিল বের করে কংগ্রেস। প্রসঙ্গত, ওই ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী তৃপ্তি সিংহ মারা যাওয়ায় দীর্ঘ দিন ওই ওয়ার্ডে কোনও কাউন্সিলর ছিল না। ওই শূন্য পদ পূরণের জন্য উপনির্বাচন হয়েছে। ভোটে বামফ্রন্টের হয়ে গার্গী দাস, কংগ্রেসের রিনা দাস ও তৃণমূলের প্রার্থী ছিলেন চয়নিকা দাস।
|
তেহট্টে মৈত্রী উদ্যান
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
নদিয়ার তেহট্টে বিতর্কিত জমিতে মৈত্রী উদ্যান করতে চলেছে রাজ্য সরকার। সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্প থেকে এই উদ্যান তৈরির জন্য ১২ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের নভেম্বরে ওই জমিকে কেন্দ্র করে গোলমালের জেরে পুলিশকে গুলি চালাতে হয়। ওই ঘটনায় মৃত্যুও হয় এক জনের। সেই জমিতেই এই উদ্যান করা হচ্ছে। তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য নদিয়া জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। |