তহবিল গড়তে কোর্টে লি-হেশরা |
ভারতীয় টেনিস প্লেয়ারদের সংস্থা (আইটিপিএ) তাদের অর্থ তহবিল গড়তে মুম্বইয়ের খার জিমখানায় ২১-২২ ডিসেম্বর লিয়েন্ডার-মহেশ-সোমদেব-বোপান্নাকে নিয়ে একটি প্রদর্শনী টুর্নামেন্ট করছে। সঙ্গে খেলবেন দেশের এক ডজন অপেশাদার টেনিস প্লেয়ার। ছ’টি দলের প্রত্যেকটিতে এক জন করে আইকন প্লেয়ারের সঙ্গে দু’জন করে অনামী থাকবেন। দু’টি গ্রুপে দলগুলিকে ভাগ করে রাউন্ড রবিন তার পর সেমিফাইনাল-ফাইনাল হবে। আট গেমের এক সেটের এক-একটি ম্যাচ। ৭-৭ হলে টাইব্রেক। সানিয়া মির্জার একটি আলাদা প্রদর্শনী ম্যাচের ব্যবস্থাও থাকছে।
|
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে থাকলেও প্রথম একাদশে জায়গা হয়নি। আর ওয়ান ডে সিরিজে তো স্কোয়াড থেকেই বাদ পড়েছেন। তবে ইশান্ত শর্মা জাতীয় দলে ফেরার কাজ শুরু করে দিলেন। সামনেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। তার আগে দিল্লির পেসার নির্বাচকদের সামান্য স্বস্তি দিলেন রঞ্জিতে এ দিন এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে। ইশান্তের (৫-২৯) দাপটে হরিয়ানা প্রথম ইনিংসে ৫৫ ওভারেই মাত্র ১৩৮ রানে লুটিয়ে পড়ে। তাঁর ১৭ ওভারই যথেষ্ট গতিতে বল করেন ইশান্ত। প্রথম ইনিংসে ৬৩ রানে এগিয়ে দিল্লি দ্বিতীয় ইনিংসে আপাতত বিনা উইকেটে ৩৫। যার ভেতর ২৭ রানই গৌতম গম্ভীরের।
|
বিশ্ব গল্ফে অনির্বাণ পনেরোয়ে |
মেলবোর্নে গল্ফ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষে অনির্বাণ লাহিড়ী ১৫তম স্থানে। তিন বারের এশিয়ান ট্যুর জয়ী অনির্বাণ এ দিন একটা সময় তিন আন্ডারে এগিয়ে ছিলেন। কিন্তু ১৬ এবং ১৭ হোলে পরপর বোগি মেরে এক-আন্ডার ৭০-এ শেষ করেন। দু’দিনের পর অনির্বাণ মোট ১৪২ পার স্কোরে ১৫তম স্থানে। প্রথম দিনের মতো এ দিনও ৭৭ করে আরও পিছিয়ে গগনজিৎ ভুল্লার।
|
অস্ট্রেলীয় ওপেনের পথে য়ুকি |
অস্ট্রেলীয় ওপেনে ওয়াইল্ড কার্ড পেয়ে সরাসরি খেলার দোড়গোড়ায় পৌঁছে গিয়েছেন য়ুকি ভামব্রি। সিঙ্গলস-ডাবলস দু’টোতেই। প্রাক্তন অস্ট্রেলীয় ওপেন জুনিয়র চ্যাম্পিয়ন, এটিপি র্যাঙ্কিংয়ে ২০৪ নম্বর দিল্লির টেনিস তারকা এ দিন ওয়াইল্ড কার্ড প্লে-অফ সিঙ্গলসের সেমিফাইনাল আর ডাবলস ফাইনালে উঠেছেন। দ্বিতীয় বাছাই য়ুকি হারান চিনের জিচেং জু-কে ৬-২, ৬-১। শেষ চারে তাঁর সামনে তৃতীয় বাছাই দি ওয়াউ। ডাবলসে নিউজিল্যান্ডের মাইকেল ভেনাসকে নিয়ে য়ুকি হারান ফু ওয়াং-জিমি ওয়াংকে ৬-২, ৬-০। |