দুই পুরসভার ২টি ওয়ার্ডে ভোট শান্তিতে
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
উপনির্বাচনে সাজসজ্জা। —নিজস্ব চিত্র। |
নির্বিঘ্নেই হুগলির দু’টি পুরসভার দু’টি ওয়ার্ডের উপ-নির্বাচন হল শুক্রবার।
রাজ্যের পাঁচটি পুরসভার ভোটের সঙ্গে এ দিন অন্য যে ক’টি পুরসভায় উপ-নির্বাচন ছিল, তার মধ্যে রয়েছে হুগলির ভদ্রেশ্বর এবং চাঁপদানি। ভদ্রেশ্বর পুরসভা ২২ নম্বর ওয়ার্ড এবং চাঁপদানি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ দিন উপ-নির্বাচন হয়। দু’জায়গাতেই ৮৭ শতাংশ ভোট পড়ে বলে প্রশাসন জানিয়েছে। দু’টি পুরসভাই তৃণণূলের দখলে রয়েছে। ভদ্রেশ্বরের ২২ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন তৃণমূলের রঞ্জিত সাঁতরা। ২০১১ সালে হৃদরোগে তিনি মারা যান। চাঁপদানির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সিপিএম সমর্থিত নির্দল আরশাদ আলি। ২০১০ সালে তিনি খুন হন। সেই কারণেই ওই দুই ওয়ার্ডে উপ-নির্বাচন হল। দু’টি জায়গাতেই পাঁচটি করে ভোটগ্রহণ কেন্দ্র ছিল। নিহত আরশাদ আলির স্ত্রী আকলিমা বেগম এ বার নির্দল হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
|
রেললাইন থেকে মিলল দু’টি বোমা
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
সুতলি জড়ানো দু’টি বোমা উদ্ধার হল পূর্ব রেলের আরামবাগ-তারকেশ্বর শাখার কেশবচক ও তালপুর স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে। শুক্রবার সকাল ৭টা নাগাদ স্থানীয় লোকজন খেতে কাজ করতে যাওয়ার সময়ে বোমা দু’টি দেখে পুলিশকে খবর দেন। তারকেশ্বর থানার পুলিশ এবং রেল পুলিশ এসে বোমা দু’টি নিষ্ক্রিয় করে দামোদরে ফেলে দেয়। একটি বোমা ছিল লাইনের মধ্যে। অন্যটি লাইনের ফুট দেড়েক দূরে। ঘটনার জেরে একটি করে আপ ও ডাউন লোকাল দেরিতে চলে।
|
শিশু উৎসব
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
দু’দিন ধরে গোঘাটের সন্তা-মদিনা প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল ‘শিশু উৎসব’। প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা আবৃত্তি, অঙ্কন, ক্যুইজ, হাতের কাজ, প্রভৃতি প্রতিযোগিতায় যোগদান করে। |
টাকা দিয়েও প্রতিশ্রুতিমতো চাকরি মিলছিল না। তাই যিনি চাকরির টোপ দিয়েছিলেন বলে অভিযোগ, তাঁকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের ছক কষেছিল এক প্রার্থী। অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বালি পঞ্চাননতলায়। পুলিশ জানায়, প্রসেনজিৎ রায় নামে ইএম বাইপাস এলাকার এক বাসিন্দা মেট্রো রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে চার যুবকের কাছ থেকে চার লক্ষ টাকা করে নিয়েছিল। কিন্তু চাকরি মেলেনি। যারা টাকা দিয়েছিল, তারাই প্রসেনজিৎকে বালিতে আটকে রেখে ১৬ লক্ষ টাকা মুক্তিপণ চায়। |