|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
শৈশবস্বপ্ন শুধুই অতীত |
মৃণাল ঘোষ |
অনেক দিন থেকে শিল্পী সুভাষ পাল শিশুদের জগৎ নিয়ে, শৈশবস্বপ্নের সঙ্গে বাস্তবের সংঘাত নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর অষ্টম একক অনুষ্ঠিত হল সম্প্রতি অ্যাকাডেমিতে। ভাবনা ও প্রকরণ অনেক পরিণত হয়েছে। শহরের পথের উপর ক্রিকেট খেলছে একটি শিশু। |
|
বৃত্তাকারে একটি কাঁটাতার ঘিরে আছে তাকে। অ্যাকোয়ারিয়ামের নীল জলে রঙিন মাছেরা আবর্তিত হচ্ছে সূর্যের মতো আলোর চারপাশে। পাশ থেকে ছায়াচ্ছন্নতায় এই দৃশ্য দেখছে এক কিশোরী। এ রকমই নানা প্রতিমাকল্পের ভিতর দিয়ে শৈশবের আনন্দ ও বঞ্চনাকে ধরতে চেষ্টা করেছেন শিল্পী। |
প্রদর্শনী
চলছে
সিমা: ‘আর্ট মেলা’ কাল শেষ।
গ্যালারি ৮৮: চন্দনা হোড় আজ শেষ।
অ্যাকাডেমি: গোপাল দাস, সুব্রত কর্মকার প্রমুখ ২৫ নভেম্বর পর্যন্ত।
বিশ্বজিৎ, সৌমিত্র প্রমুখ ২৫ পর্যন্ত। তন্ময় বিশ্বাস ২৫ নভেম্বর পর্যন্ত।
চিত্রকূট: গৌতম বসু ২৫ পর্যন্ত।
গ্যালারি গোল্ড: সুব্রত চৌধুরী, পার্থ ভট্টাচার্য, শেখর কর ২৬ নভেম্বর পর্যন্ত।
গগনেন্দ্র প্রদর্শশালা: ‘গ্রুপ ৯৯’ ২৬ নভেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|