স্পেকট্রামের ন্যূনতম দর ঘোষণা মন্ত্রিগোষ্ঠীর
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
স্পেকট্রামের ন্যূনতম দর ট্রাই প্রস্তাবিত দামের থেকে ২৫% পর্যন্ত বাড়ানোয় সায় দিল সংশ্লিষ্ট বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠী। জানুয়ারিতে ১৮০০ ও ৯০০ মেগাহার্ৎজ ব্যান্ড ব্যবহারের জন্য ওই স্পেকট্রাম পেতে নিলামে অংশ নেওয়ার কথা মোবাইল পরিষেবা সংস্থাগুলির। এ দিন বৈঠকের পর কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বল জানান, মন্ত্রিগোষ্ঠী এ বিষয়ে টেলিকম কমিশনের দেওয়া সুপারিশ মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ মাসের প্রথম দিকে কমিশন সুপারিশ করে, ১৮০০ ব্যান্ডের ক্ষেত্রে মেগাহার্ৎজ পিছু মোবাইল ফোনের স্পেকট্রামের ন্যূনতম দর হওয়া উচিত ১৭৬৫ কোটি টাকা। যা ট্রাই প্রস্তাবিত ১৪৯৬ কোটির তুলনায় ১৫% বেশি। এতে সম্মতি দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। আর এ দিন ৯০০ ব্যান্ডের ক্ষেত্রেও ওই দর ট্রাইয়ের সুপারিশ করা দামের তুলনায় ২৫% বেশি হওয়া উচিত বলে জানিয়েছে তারা। অর্থাৎ সেই অনুযায়ী কলকাতায় এই ব্যান্ডের স্পেকট্রামের ন্যূনতম খরচ পড়বে ১২৫ কোটি টাকা। মুম্বই ও দিল্লিতে যথাক্রমে ৩২৮ কোটি ও ৩৬০ কোটি।
|
টাওয়ারের বিকিরণে জরিমানা দ্বিগুণ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
মোবাইল টাওয়ারের বেতার তরঙ্গের বিকিরণমাত্রা সীমা লঙ্ঘিত হলে জরিমানা দ্বিগুণ করল কেন্দ্রীয় টেলিকম দফতর (ডট)। এত দিন এই অনিয়ম করলে সংশ্লিষ্ট সংস্থাকে টাওয়ার পিছু ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হত। ডট-এর নতুন নির্দেশে এ বার তা বেড়ে হচ্ছে ১০ লক্ষ টাকা। তবে নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়মে জরিমানা ৯০% কমিয়েছে ডট। আগে সংস্থা বিকিরণ সংক্রান্ত যে শংসাপত্র নিজে জমা দিত, তাতে দেরি হলে জরিমানা হত ৫ লক্ষ টাকা পর্যন্ত। এ বার তা কমে হচ্ছে সর্বোচ্চ ৫০ হাজার টাকা।
|
মূল্যবৃদ্ধি সূচক বন্ড
সংবাদ সংস্থা • মুম্বই |
আগামী ২৬ নভেম্বর হাজার কোটি টাকার মূল্যবৃদ্ধি সূচক ঋণপত্র (ইনফ্লেশন ইনডেক্সড বন্ড) বাজারে ছাড়বে রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার এ কথা জানিয়ে শীর্ষ ব্যাঙ্ক বলেছে এই বন্ডের মূল দামের উপর বছরে সুদ দেওয়া হবে ১.৪৪%। এবং তা দেওয়া হবে ছ’মাস অন্তর। ৫ জুন ও ৫ ডিসেম্বর। উল্লেখ্য, এই বন্ডের রিটার্নের একটি অংশ সুদ। আর বাকিটা নির্ভর করবে মূল্যবৃদ্ধির হারের উপর ভিত্তি করে। |