ফোনে কথা বলা যাবে বিমানে
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
মার্কিন মুলুকে এ বার আকাশ পথে সফরের সময় ফোনে কথা বলা যাবে। মাটি থেকে ৩০৪৮ মিটার উপরেও বিমানে বসে ফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপে ইন্টারনেট ঘেঁটে দেখায় কোনও বাধা থাকবে না। এমনটাই চেষ্টা করছে আমেরিকা। সামনের মাসেই সাধারণ মানুষকে সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছে মার্কিন টেলিযোগাযোগ দফতর। তবে প্রস্তাব বাস্তবায়িত হলেও, বিমান মাটি ছাড়ার সময় কিংবা নামার সময় পুরনো নিয়মই চালু থাকবে। তখন ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না। |
এইচ-বন্ড
সংবাদ সংস্থা • বেজিং |
হাউড্রোজেন বন্ডের ছবি ক্যামেরা-বন্দি করে ফেললেন চিনা বিজ্ঞানীরা। শুক্রবার এমনটাই দাবি করেছে চিনের ‘ন্যাশনাল সেন্টার ফর ন্যানোসায়েন্স অ্যান্ড টেকনোলজি’। হাইড্রোজেন বন্ড নিয়ে গবেষণা শুরু হয়েছিল সেই ১৮৫০ সাল থেকে। কিন্তু সেই বন্ড কেমন দেখতে, স্বচক্ষে তা দেখা হয়নি কোনও বিজ্ঞানীরই। দীর্ঘ পাঁচ বছর ধরে গবেষণা করে চিনের বিজ্ঞানীরা এমন একটি উচ্চক্ষমতা সম্পন্ন যন্ত্র তৈরি করে ফেলেছেন, যাতে ধরা পড়ে ১ ন্যানোমিটার (১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ) দৈর্ঘ্যও। আর তাতেই কেল্লাফতে। |
ভারতরত্নের পরপরই আরও একটি পালক জুড়ল রসায়নবিদ সি এন আর রাওয়ের মুকুটে। চিনের বিজ্ঞান অ্যাকাডেমির বিদেশি সদস্য হিসেবে তিনি নির্বাচিত হলেন। উল্লেখ্য, এই পদে তিনিই প্রথম ভারতীয়। |