টুকরো খবর
হাতির মৃত্যু বন্ধের দাবি
ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় পরপর হাতির মৃত্যুর ঘটনা বন্ধের দাবিতে সরব হল জলপাইগুড়ি টাউন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফোরাম, সমাজপাড়া। সংগঠনের তরফে বন দফতরকে পাঠানো স্মারকলিপিতে প্রবীণ নাগরিকদের তরফে চলতি মাসে ডুয়াসের্র নাগরাকাটায় কবিগুরু একস্প্রেসের ধাক্কায় হস্তিযূথের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানান। সংগঠনের তরফে অভিযোগ করে জানানো হয়েছে, ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতি সহ অনান্য বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ জানানোর পাশাপাশি সংগঠনের তরফে ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যুর ঘটনা ঠেকাতে বেশ কয়েক দফা প্রস্তাবও জানানো হয়েছে। সংগঠন সূত্রে জানা গিয়েছে, ডুয়ার্সের বনানঞ্চলের পাশ দিয়ে যাওয়া রেল লাইনে সর্বক্ষণের নজরদারির পাশাপাশি, বনকর্মী এবং রেলকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ান, কর্মীদের মোবাইল পোন দেওয়ার প্রস্তাবও জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম সরকার জানিয়েছেন, নজরদারি বাড়িয়েই ট্রেনের ধাক্কায় হাতি সহ অনান্য বন্যপ্রাণীর মৃত্যু ঠেকানো সম্ভব।

ধুলো দূষণ রুখতে পাঁচামিতে অবরোধ
ধুলো দূষণ রুখতে রাস্তায় জল দেওয়ার দাবিতে ফের একাধিক জায়গায় পথ অবরোধ করে মহম্মদবাজারের পাঁচামি পাথর শিল্পাঞ্চলের লোকজন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তালবাঁধ, গাবারবাথান ও হরিণসিঙায় অবরোধ হয়। তাঁদের অভিযোগ, একই দাবিতে দিন তিনেক আগে পাঁচামি এলাকায় অবরোধ করা হয়েছিল। আশ্বাস মিললেও বাস্তবে কিছুই হয়নি। জেলা অদিবাসী গাঁওতার সম্পাদক রবীন সোরেন বলেন, “এলাকার সমস্ত রাস্তার অবস্থা খারাপ। ধুলোর কারণে এলাকায় বসবাস করা দায় হয়ে দাঁড়িয়েছে।” জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তালবাঁধ ক্রাশার ওনার অ্যাসোসিয়েশনের হিরা সরকার। প্রতিদিন ৫টি গাড়িতে করে জল দেওয়া হয় বলে দাবি তাঁর। এ দিনই সকালে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে মহম্মদবাজারের সোঁতশাল মোড়ে অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ী ও লোকজন। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

লোকালয়ে হাতির হানা
ডুয়ার্সে লুকসান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াল একটি দাঁতাল। এলাকার চারটি বাড়িও দাঁতালটি ভেঙেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। বুধবার গভীর রাতে প্রথমে মালবাজারের গ্রাসমোড় চা বাগানের ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া নন্দুমোড় এলাকার কাছে দুটি ঘর ভাঙে দাঁতালটি। এর পর ধরণীপুর চা বাগান ও লুকসান বাজার এলাকায় একটি করে বাড়িতে বুনো হামলায় আরও দুটি ঘর ভাঙে বলে বাসিন্দারা জানিয়েছেন। যদিও হতাহতের খবর নেই। বন দফতরের ডায়না রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অজয় ঘোষ বলেন, “জঙ্গল থেকে দাঁতালটি বের হয়ে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।”

তড়িদাহত হনুমান
এক বহুতল থেকে লাফিয়ে অন্য ভবনে যাওয়ার সময় তড়িদাহত হয়ে অসুস্থ হয়ে পড়ল এক হনুমান। খড়্গপুর ইন্দা মোড়ের ওই ঘটনায় আহত বছর আটের হনুমানটিকে খড়্গপুর হিজলি রেঞ্জ অফিসে উদ্ধার করে নিয়ে যায় বন দফতর। সেখানেই হনুমানটির চিকিৎসা করেন প্রাক্তন জেলা পশু চিকিৎসক রনজিৎকুমার মণ্ডল। বন দফতর সূত্রে খবর, হনুমানটির অবস্থা স্থিতিশীল। তবে তড়িদাহত হওয়ায় তার ডান দিকটি অসাড় হয়ে গিয়েছে। খড়্গপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার অঞ্জন গুহ বলেন, “কর্মীরা হনুমানটির দেখভাল করছেন।”

কাটা পড়ল গাছ
পুরসভার অনুমতি ছাড়াই কাটা হল একটি পুরনো আম গাছ। বুধবার, বিধান সরণির একটি পেট্রোল পাম্প চত্বরে। মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানান, গাছটি কাটতে দেখে বাসিন্দারাই খবর দেন। তবে এ ক্ষেত্রে পুরসভা ব্যবস্থা নিতে পারে না। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। থানা সূত্রে খবর, অভিযুক্তদের কাছে বন দফতর বা পুরসভার বৈধ কাগজ নেই। বন দফতরের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.