দার্জিলিঙের সেন্ট পলস স্কুল আয়োজিত প্রথম তেনজিং নোরগে স্মারক বক্তৃতায় হিমালয়ের জীববৈচিত্র্য ও সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করলেন সমাজকর্মী এবং লেখক অজয় সিংহ রাওয়াত। তিনি বলেন, “পরিবেশের এখন কার্যত পেছন বেঞ্চে বসা ছাত্রের মত দশা হয়েছে। অথচ দেশের কোনও রাজনৈতিক দলই পরিবেশকে নিয়ে আলোচনা করা বা গুরুত্ব দিতে উদ্যোগী হচ্ছে না। হিমালয়ের জীববৈচিত্র্য এখন বিশ্বজুড়ে চর্চার বিষয়। ভারতেও এটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবতে হবে। হিমালয় পর্বতের বনাঞ্চল সারা বিশ্বের বনাঞ্চলের মাত্র ০.৩ শতাংশ জুড়ে রয়েছে। সারা বিশ্বের তৃণভূমির দশ শতাংশ রয়েছে হিমালয় পার্বত্য এলাকায়। আমাদের সকলেরই হিমালয় পর্বতের গুরুত্ব বুঝে, সংরক্ষণে উদ্যোগী হতে হবে।”
রাওয়াতের ঘণ্টাখানেকের বক্তব্যে উত্তরাখন্ডে পরিবেশের উপর নানা অত্যাচার, পরিবেশ আইন লঙ্ঘনের কথা তুলে ধরে দার্জিলিংবাসীদের পরিবেশ নিয়ে বেশি করে তথ্য জানার অধিকার এবং জনস্বার্থ মামলা করার আর্জি জানান। তাঁর কথায়, “অবৈধ ভাবে বোল্ডার উত্তোলন এবং রাস্তা তৈরির বিরুদ্ধে তথ্য জানার অধিকারে আবেদন করে, তারপরে জনস্বার্থ মামলা করে পরিবেশ রক্ষার পন্থা আমি বেছে নিয়েছে। যার ফলে উত্তরাখন্ডে পরিবেশের উপর অনেক অত্যাচার কমেছে। এখানেও এমন কাণ্ড ঘটে থাকলে, এখানকার বাসিন্দারাও এই পন্থা অবলম্বন করতে পারেন।”
স্কুলের অধ্যক্ষ জয় হালদার বলেন, “এই ধরনের বিষয় আলোচনা এবং বাসিন্দাদের সচেতন করতেই আমরা স্মারক বক্তৃতার আয়োজন করেছি। হিমালয় নিয়ে আলোচনা বলেই স্মারক বক্তৃতার নামকরণ তেনজিং নোরগের নামে রাখা হয়েছে। আলোচনার মাধ্যমেই আমরা একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে চাইছি।” |