টুকরো খবর
পিভিডি-র নয়া অফিস
সিএসটিসি ডিপোর মধ্যে নতুন অফিস খুলছে মোটর ভেহিক্লস। সল্টলেকের সেক্টর ফাইভে ৩ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই অফিস। এ ক্ষেত্রে সুবিধা হবে সল্টলেক, লেকটাউন, বেলেঘাটা, চিৎপুর, কাশীপুর, মানিকতলা, নারকেলডাঙা, ফুলবাগান, সিঁথি, টালা, উল্টোডাঙা এলাকার গাড়িমালিকদের। নতুন লাইসেন্স, লাইসেন্স নবীকরণ, ট্যাক্স জমা, গাড়ি রেজিস্ট্রেশন-সহ সব কাজই হবে এই অফিস থেকে। তবে গাড়ির সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) করাতে যেতে হবে কসবা বা বেলতলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নেন, কলকাতার মোটর ভেহিক্লস-এর চাপ কমাতে হবে। ঠিক হয়, কসবা এবং সল্টলেকে কলকাতা মোটর ভেহিক্লস-এর নতুন অফিস খোলা হবে। বাড়াতে হবে নাগরিক পরিষেবা। এত দিন কলকাতার গাড়িমালিকদের বেলতলা মোটর ভেহিক্লস-এর অফিসে যেতে হত। অভিযোগ, এর ফলে দালালদের উৎপাতে হয়রানি হতে হত তাঁদের। সল্টলেকের নতুন অফিসে কোন কোন এলাকা পড়বে তার পিন কোড নম্বর-সহ পরিবহণ দফতর থেকে নির্দেশ জারি করা হয়। বেলেঘাটার ১০, ৮৫, চিৎপুরের ২, ৩০, ৩৭, কাশীপুরের ২, ৩৬, লেকটাউনের ৫৫, ৮৯, মানিকতলার ৪, ৬, ৫৪, ৬৭, নারকেলডাঙার ৬, ৯, ১১, ৫৪, ৮৫, ফুলবাগানের ১০, ৫৪, সিঁথির ৩০, ৫০, টালার ৩৭, উল্টোডাঙার ৬৭ এবং সল্টলেকের ৬৪, ৯১, ৯৭, ৯৮ এবং ১০৬ পিন কোডের এলাকাগুলি পড়বে। পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “কসবা ও সল্টলেকের অফিসে কর্মীরা কাজ শুরু করেছেন। এতে মানুষের সুবিধা হবে। অনলাইনের মাধ্যমে বেলতলা, কসবা এবং সল্টলেকের মধ্যে সংযোগ করা হয়েছে।”

এক মাস পার, এখনও নিখোঁজ স্কুলছাত্রী
বাগুইআটির এক স্কুলছাত্রী গত এক মাস ধরে নিখোঁজ। পুলিশ জানিয়েছে, করিশ্মা সিংহ (১৫) নামে ওই ছাত্রী ২০ অক্টোবর বাগুইআটি বাজারে দুধ কিনতে গিয়েছিল। আর ফেরেনি। করিশ্মার বাবা বাবু সিংহের অভিযোগ, মেয়ে নিখোঁজ হওয়ার পরে তাঁর মোবাইলে করিশ্মার বন্ধু রাজ গুপ্ত নামে এক যুবকের ফোন আসে। ফোনে ১০ লক্ষ টাকা চাওয়া হয়। না পেলে করিশ্মাকে খুনের হুমকিও দেওয়া হয়। বাবু সিংহ রাজের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। অন্য দিকে রাজের পরিবারের তরফেও জোড়াবাগান থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ জেনেছে, রাজের সব মোবাইল বন্ধ। একবার মোবাইল টাওয়ারে দেখা যায় রাজ ঝাড়খণ্ডে আছে। যে নম্বর থেকে হুমকি ও টাকা চেয়ে ফোন আসে বলে অভিযোগ, সেটিও বন্ধ। বিধাননগর কমিশনারেটের এক কর্তা বলেন, “ছেলেটির মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করা হবে।” বাবু সিংহের অভিযোগ, প্রায় এক মাস কেটে গেলেও পুলিশ নিষ্ক্রিয়। তাঁর আরও অভিযোগ, বাগুইআটি থানায় তিনি যে ভাবে এফ আই আর করতে চেয়েছিলেন, পুলিশ সে ভাবে নেয়নি। যদিও পুলিশের দাবি, সম্ভাব্য যে যে ধারায় এফ আই আর নেওয়া যায়, সেগুলিই দেওয়া হয়েছে।

সাজা ঘোষণা
এক মহিলা গ্রাহককে মারধর করে ডাকাতি করার অপরাধে এক কেব্ল পরিষেবা সংস্থার দুই কর্মীকে বৃহস্পতিবার ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর আদালত। সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি সুভাষ চক্রবর্তী ও অমিত শর্মাকে এ দিন জেল হাজত থেকে আলিপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হলে বিচারক মুকুলকুমার কুণ্ডু এই রায় দেন। সরকারি আইনজীবী কাজী খালেকুজ্জামান জানান, ঘটনার আগের দিন কেব্ল সংস্থার ওই দুই কর্মী ফকিরপাড়া রোডে মায়া ভট্টাচার্যের (৭০) ফ্ল্যাটে কাজ করতে যায়। কাজ সেরে ফিরে যাওয়ার আগে খোঁজ নেয়, কখন বৃদ্ধার ছেলে অফিসে থাকেন। পরদিন অর্থাৎ ২০১২ সালের ৩ মার্চ ওই বৃদ্ধাকে মারধর করে হাতের বালা ও মোবাইল নিয়ে চম্পট দেয়। মামলায় ওই মহিলা-সহ ১৮ জন সাক্ষী সাক্ষ্য দেন।

বৌদি-দেওরের ঝুলন্ত দেহ উদ্ধার
একটি ওড়নার দু’দিকে ফাঁস লাগানো অবস্থায় বৌদি ও দেওরের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে, কলকাতা লেদার কমপ্লেক্স থানার হাটগাছা গ্রামের সর্দারপাড়া এলাকায়। মৃতদের নাম সরস্বতী হাজরা (২৬) ও শানু সর্দার (২৩)। পুলিশ জানায়, এ দিন দুপুরে বন্ধ ঘরে ওই দু’জনের ঝুলন্ত দেহ দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন সরস্বতীর শাশুড়ি অমলাবতী সর্দার। এলাকাবাসীরা পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, সরস্বতীর সঙ্গে শানুর সর্ম্পক ছিল। তাই হয়তো তাঁরা আত্মঘাতী হন। সরস্বতীর স্বামী রবীন পেশায় দিনমজুর। ঘটনার তদন্ত চলছে। এ দিনই সকালে সল্টলেকের নয়াপট্টি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম কুমারকৃষ্ণ মল্লিক (২৬)। পুলিশ জানায়, এ দিন নিজের ঘরেই ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর পরিজনেরা। পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতারণা, ধৃত
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার, সল্টলেক থেকে। ধৃত সুমিতা গঙ্গোপাধ্যায় বিরাটির বাসিন্দা। অভিযোগ, সংবাদপত্রে কর্মখালির বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রার্থীদের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিত সে। কয়েক দিন আগে সেক্টর ফাইভ থানায় অভিযোগ দায়ের করেন তিন যুবক। তার পরেই ফাঁদ পেতে সুমিতাকে ধরে পুলিশ।

ক্যামেরা চুরি
অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অফিস থেকে ক্যামেরা চুরির অভিযোগে বৃহস্পতিবার সেখানকারই এক সাফাইকর্মী গ্রেফতার হয়েছে। ধৃতের নাম প্রশান্ত নস্কর। কিছু দিন আগে সল্টলেকের ওই অফিস থেকে ৫টি ক্যামেরা চুরি যায়। সেক্টর ফাইভ থানার পুলিশ জয়নগরের বাসিন্দা প্রশান্তকে তার বাড়ি থেকে ধরে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.