বিনোদনের টুকরো খবর
মান্না দে স্মরণ
মান্না দে-র স্মরণে একটি অনুষ্ঠান হল রঘুনাথপুর শহরে। বুধবার সন্ধ্যায় শহরের এলআইসি কার্যালয়ের কাছে মুক্ত মঞ্চে ওই অনুষ্ঠান করে ‘কৃষ্টি’ সাংস্কৃতিক গোষ্ঠী। উদ্যোক্তাদের তরফে নন্দদুলাল বন্দ্যোপাধ্যায় জানান, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন অতিথি শিল্পী ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়-সহ স্থানীয় শিল্পীরা। প্রয়াত শিল্পীকে নিয়ে আলোচনাসভাও হয়েছে।

হাতছাড়া ঝুম্পার
বুকারের পর এ বার মার্কিন ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডও হাতছাড়া হয়ে গেল ঝুম্পা লাহিড়ীর। তাঁর সাম্প্রতিকতম উপন্যাস ‘দ্য লোল্যান্ড’ মনোনীত হয়েছিল দু’টি পুরস্কারের জন্যেই। বুধবার বিকেলে ম্যানহাটনে ঘোষণা করা হয়, ৬৪তম ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছে জেমস ম্যাকব্রাইডের লেখা ‘দ্য গুড লর্ড বার্ড’।

৭৫-এ পা হেলেনের
৭৫-এ পা দিলেন হেলেন। ১৯৩৯ সালে এক অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্ম হয় তাঁর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাবার মৃত্যুর পর, মাত্র চার বছর বয়সে মায়ানমার (তৎকালীন বার্মা) ছেড়ে মুম্বই আসেন। পরিবারের স্বার্থে পড়াশোনা ছেড়ে হিন্দি ছবিতে কাজ শুরু করেন তিনি। প্রথম সাফল্য আসে ‘আওয়ারা’ ছবিতে। নাচের পাশাপাশি অভিনয়েরও সুযোগ পেতে শুরু করেন হেলেন। এর পরের ইতিহাসটা শুধুই সাফল্যের। ১৯৭৩ সালে সেলিম খানের সঙ্গে তাঁর বিয়ে হয়। ৮৩-তে ‘খামোশি’, এর পর ‘হাম দিল দে চুকে সনম,’ ‘মহব্বতে’-র মতো ছবিতে তাঁর স্বল্প উপস্থিতি মন কেড়েছিল সকলের। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মান পান।

নিষিদ্ধ রাম লীলা
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘রাম লীলা’ নিষিদ্ধ হল উত্তরপ্রদেশে। বৃহস্পতিবার ইলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ এই রায় দিল। ছবিটির একাধিক দৃশ্য ও চরিত্রদের কথোপকথন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ধর্মীয় স্বার্থে আঘাত করছে, এই অভিযোগ নিয়ে হাইকোর্টে যায় ‘মর্যাদা পুরষোত্তম ভগবান রামলীলা সমিতি।’ সেই আবেদনের প্রেক্ষিতেই এই রায়।


নতুন ছবির প্রচারে সোনাক্ষী। বৃহস্পতিবার মুম্বইয়ে। ছবি: এএফপি।

দেগঙ্গার কলসুর পাবলিক লাইব্রেরিতে আয়োজিত চিত্র প্রদর্শনী শেষ হল গত বুধবার। নবীন ও প্রবীণ
মিলিয়ে ১০২ জন শিল্পীর আঁকা ১৩৯টি ছবি নিয়ে আয়োজন করা হয়েছিল ওই প্রদর্শনীর। ছিল ৭টি
ভাস্কর্যও। উদ্যোক্তা আর্টিস্ট গ্রুপ ও কলসুর আর্ট স্কুলের পক্ষে সুজয় মণ্ডল জানান, মানুষের
শিল্পচেতনা বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রদশর্নীর আয়োজন।—নিজস্ব চিত্র।

বারাণসীর ঘাটে শ্যারন স্টোন। বুধবার। ছবি: পিটিআই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.