বাংলাদেশের সংখ্যালঘু নিগ্রহ নিয়ে উদ্বেগ
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
বাংলাদেশে যে হারে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা বেড়ে চলেছে, তাতে বৃহস্পতিবার আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন আইনপ্রণেতারা। বৃহস্পতিবার কংগ্রেসের এক আলোচনাসভায় বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়, মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে কড়া হাতে দমন করতে। প্রসঙ্গত, বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি সংখ্যালঘুদেরও বাস রয়েছে। এ দিন কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস বলেন, “বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা বিপন্ন। এটাই আমাদের চিন্তার বিষয়। তা-ই বাংলাদেশ সরকারকে এই পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করার আবেদন জানাচ্ছি। সে দেশের নাগরিকদের সাধারণ অধিকারগুলি রক্ষা করার জন্য সরকারকেই পদক্ষেপ করতে হবে।”
|
ফের ড্রোন হানা, হত ৮
সংবাদ সংস্থা • ইসলামাবাদ |
পাকিস্তানে ড্রোন হানা বন্ধ করতে রাজি হয়েছে আমেরিকা, বুধবার এমনই বিবৃতি দিয়েছিলেন পাক-প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তা। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের মার্কিন ড্রোন-হানায় নিহত হলেন আট জন। আফগান তালিবান মুখপাত্র এ দিন জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জন হক্কানি নেটওয়ার্কের কমান্ডার। আমেরিকা ফের ড্রোন হামলা চালানোয়, পাকিস্তান-আমেরিকার সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
|
ভাঙল ঘুম
সংবাদ সংস্থা • টোকিও |
প্রায় চল্লিশ বছর পরে ঘুম ভাঙল জাপানের নিশিনোশিমা আগ্নেয়গিরির। প্রশান্ত মহাসাগরের বুকে জ্বালামুখ-সহ দ্বীপের মতোই জেগেছিল আগ্নেরগিরিটি। আবহাওয়া দফতর জানিয়েছে, দ্বীপটি প্রশান্ত মহাসাগরীয় অগ্নি-বলয়ের অন্তর্ভুক্ত। জাপানের উপকূল রক্ষাবাহিনীর তরফে বুধবার সকালেই অগ্ন্যুৎপাত সম্পর্কে সতর্কতা জারি করা হয়। দ্বীপে যদিও কোনও মানুষের বসবাস নেই। বৃহস্পতিবার সকালে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগ্নেয়গিরি বিশেষজ্ঞ হিরোশি লিটো বলেছেন, “অগ্ন্যুৎপাতের ফলে গোটা দ্বীপটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
|
নদীতে পাউন্ড
সংবাদ সংস্থা • লন্ডন |
ভোরবেলা কুকুরকে নিয়ে হাঁটতে গিয়ে হঠাৎই নদীর জলে বেশ কিছু নোট ভাসতে দেখেন এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় খবর দেন পুলিশকে। বুধবার লন্ডনের ঘটনা। নদীটি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬০ হাজার পাউন্ড। জলে ভিজে বেশ কিছু নোট নষ্ট হয়ে গেলেও অধিকাংশই রয়েছে অক্ষত অবস্থায়। লন্ডন থেকেই গত মাসেও একই ভাবে উদ্ধার হয়েছিল কয়েক হাজার পাউন্ড। পুলিশ জানিয়েছে, ওই টাকার প্রকৃত মালিককে খোঁজার চেষ্টা চলছে। তত দিন ৬০ হাজার পাউন্ড থাকবে লন্ডনের পুলিশি হেফাজতে। |