টুকরো খবর
আলুর ট্রাক আটক, ধৃত ৯
ভিন রাজ্যে আলু পাঠানোর চেষ্টার অভিযোগে অসম লাগোয়া ৩১ (সি) জাতীয় সড়কের সঙ্কোশ ও বারবিশা চেক পোষ্টে আটক করা হয়েছে ৬টি আলু বোঝাই ট্রাক। গ্রেফতার হয়েছে মোট ৯ জন। আরও ৩৫টি আলু বোঝাই ট্রাক আটক করে কাগজ পত্র দেখছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া অভিযান চালান। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ট্রাক পিছু ২-৩ হাজার টাকা নিয়ে অসমে যেতে দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “সরকারি বিধি অমান্য করে আলু বোঝাই ট্রাক পার করে দেওয়ার অভিযোগ পেয়ে অভিযান হচ্ছে। কয়েকটি ট্রাক আটক করা হয়েছে। কোনও পুলিশকর্মী এই ঘটনায় জড়িত রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে।”

এক দিনেই উধাও পিচ
মেরামতের এক দিনের মধ্যে পিচ ও পাথরের প্রলেপ উঠে গেল সার্ক রোডে। ময়নাগুড়ির দুর্গাবাড়ি মোড় থেকে ইন্দিরা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় এমন কাজে ক্ষুব্ধ বাসিন্দারা। বুধবার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে দুঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। আজ, বৃহস্পতিবার ফের নতুন করে কাজ শুরু করার আশ্বাস দিতে হয় ইঞ্জিনিয়রকে। মুচলেকা দিয়ে ঠিকাদার নিম্ন মানের কাজের কথা স্বীকার করে নিলে বিক্ষোভ উঠে যায়। পূর্ত দফতরের জলপাইগুড়ির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (রোডস) প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “নিম্ন মানের কাজের অভিযোগ পেয়ে রাতে এক কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁর রিপোর্ট পেয়ে এসে দেখি অভিযোগ সত্যি। রাস্তার পাথর-পিচ সবই উঠে যাচ্ছে। ঠিকাদারকে পুরনো প্রলেপ তুলে ফেলে নতুন করে কাজ করতে বলা হয়েছে।”

প্ররোচনা, নালিশ
দোকানের ভাগ নিয়ে অশান্তিতে এক ব্যক্তি আত্মঘাতী হন বলে অভিযোগ উঠেছে। বুধবার ফালাকাটার নেতাজি রোডে। দোকানের পিছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃত ওই ব্যবসায়ীকে দেখতে পান স্থানীয়রা। ওই ব্যবসায়ীর নাম অনিল দাস (৬০)। তাঁর পকেট থেকে ‘সুইসাইড নোট’ পেয়েছে। ওই ঘটনার পরে অনিলবাবুর ছেলে কাকা, কাকিমা খুড়তুতো বোন ও তাঁর স্বামীর নামে ফালাকাটা থানায় অভিযোগ জানিয়েছেন।

পঞ্চায়েতে বিক্ষোভ তৃণমূলের
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল। বুধবার আলিপুরদুয়ার ১ ব্লকের চকোয়াখেতি পঞ্চায়েত দফতরে দুপুর ১টা থেকে বিকেল পর্যন্ত চলে বিক্ষোভ। অভিযোগ, কম কাজ হলেও দেখানো হয়েছে বেশি। ডাকঘরের আমানতে জমা পড়েছে বেশি টাকা। কে বা কারা তা তুলেও নিয়েছেন ওই অতিরিক্ত টাকা। পঞ্চায়েতের সিপিএমের প্রধান কাঠারাম মুন্ডা বলেন, “ঘটনাগুলি আগে হয়েছে। অভিযোগগুলি ব্লকে পাঠানো হয়েছে।” আলিপুরদুয়ার ১ ব্লকের বিডিও অনিন্দিতা দে বলেন, “খবর পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।”

পাহাড়ে আলু
২৩ নভেম্বর থেকে দার্জিলিং পাহাড়ে খোলাবাজারেও সরকারি দরে আলু বিক্রি করাতে উদ্যোগী প্রশাসন। জেলাশাসক পুনীত যাদব জানান, দার্জিলিং, কার্শিয়াঙে রেশনে আগে থেকে সরকারি দরে আলু বিক্রি হচ্ছে। খোলাবাজারে স্টল খুলে সরকারি তরফে আলু বিক্রি করানো হবে।

চা-বাগান নিয়ে চিঠি আরএসপি-র
ডুয়ার্সের চা-বাগানে অচলাবস্থা এবং বন্ধ বাগানে শ্রমিকদের অনাহারে মৃত্যু ঠেকাতে রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল আরএসপি-র শ্রমিক সংগঠন ইউটিইউসি। চিঠিতে ইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক ঘোষ লিখেছেন, ৭টি চা বাগান বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারীরা দুর্দশাগ্রস্ত। সরকারি ত্রিপাক্ষিক বৈঠকে মালিক পক্ষ যাচ্ছে না। বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের অনাহার এবং বিনা চিকিৎসায় মৃত্যু নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

অবরোধ
প্রোমোটিং সংস্থা কাদামাটি নিয়ে যাওয়ায় তা পড়ে রাস্তা খারাপ হচ্ছে। তাতে দুই মোটরবাইক আরোহী দুর্ঘটনায় পড়ার পরেও বারণ না শুনে ফের কাদামাটি বহন করার অভিযোগে পথ অবরোধ করলেন বাসিন্দারা। বুধবার জলপাইগুড়ি শহরের রায়কতপাড়ার বাসিন্দারা এই অবরোধ করেন। অবরোধে নেতৃত্ব দেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্তী পাল। পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। প্রমোটার সংস্থার পক্ষে রজত ঘোষ বলেন, “আগের দিন আমরা রাস্তা পরিস্কার করে দিয়েছি। এ দিনও মাটি পরিস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। অবরোধ উঠলে আমরা মাটি পরিস্কার করেও দিয়েছি।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.