চিত্র সংবাদ
পাতা সেলাই
শালপাতার জোগান ভাল খাকলে দু’দিনে এক হাজার থালা তৈরি করতে পারেন
বুধীন হাঁসদা ও রাখি হেমব্রমরা। ওই এক হাজারটি থালা বিক্রি করে তাঁরা ২০০ টাকা পান।
ইলামবাজারের জামবুনি গ্রামে ছবিটি তুলেছেন বিশ্বজিত্‌ রায়চৌধুরী।

বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া। পাহাড় দেখার পাশাপাশি এখানকার পাথর শিল্পও
পর্যটকদের অন্যতম আকর্ষণ। শুশুনিয়ার শতাধিক মানুষ এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত।
স্থানীয় পাথরশিল্পী বাবলু রায়, সমর কর্মকার জানান, পর্যটকদের আনাগোনা বহুগুণ
বেড়ে যায় শীতের মরসুমে। তাই ব্যবসার এটাই মোক্ষম সময়। শিল্পীদের ব্যস্ততাও
এখন তাই তুঙ্গে। ছবি: অভিজিত্‌ সিংহ।

বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে বিষ্ণুপুরের লালজী মন্দির প্রাঙ্গণে চিত্র প্রদর্শনী শুরু করেছে
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। প্রদর্শনীর উদ্বোধন করেন ওই বিভাগের পূর্বাঞ্চলের
ডিরেক্টর পি কে মিশ্র। প্রদর্শিত হচ্ছে দেশের বিশিষ্ট স্মারকগুলি। বিভাগের কলকাতা মণ্ডলের
সুপারিন্টেন্ডিং আর্কিওলজিস্ট এ কে পটেল জানান, প্রদর্শনী চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ছবি: শুভ্র মিত্র।

সিউড়ি স্টেশন এলাকার পথ ও বস্তির শিশুদের নিয়ে বুধবার আন্তর্জাতিক
শিশু অধিকার দিবস পালন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। একটি সংক্ষিপ্ত
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে বেলুন, চকলেট, ঘুড়ি, রং পেনসিল
উপহার দেয় ওই সংস্থা। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.