টুকরো খবর
সৌর সেচ পাম্প চালু রাজ্যে
এ রাজ্যে প্রথম সৌরবিদ্যুৎ-চালিত সেচ পাম্প চালু হল নদিয়ায়। নাবার্ডের সহযোগিতায় নদিয়ার হাসখালির গোপালপুরে বুধবার এ বিষয়ে একটি আলোচনাচক্র আয়োজিত হয়। নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার এস পদ্মনাভন বলেন, ‘‘আর্থিক দিক থেকে কার্যকরী হলে পরবর্তী কালে অন্যত্রও পাম্প বসানোর জন্য ভর্তুকি-সহ ঋণ দেওয়া হবে।’’ বহু গ্রামে এখনও অবধি বিদ্যুৎ নেই। অনেক ক্ষেত্রে লাগাতার লোডশেডিং-এর জন্য চাষের ক্ষতি হয়। সৌর-পাম্পের ব্যবহারে তা মিটবে। তবে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে এই পাম্প কেনা কোনও চাষির একার পক্ষে কেনা প্রায় অসম্ভব। তাই নাবার্ডের কর্তারা যৌথভাবে পাম্প ক্রয়ের পরামর্শ দেন চাষিদের। করিমপুর থেকে আসা সরিফুল ইসলাম নামে এক মাঝারি কৃষক বললেন, ‘‘সাধারণত বোরো চাষে এক বিঘা জমিতে সেচের জন্য হাজার আটেক টাকা লাগে। সৌর চালিত পাম্পে সেচ দিতে গেলে কত খরচ হবে তা জানার পর আমরা কৃষক ক্লাবের সদস্যরা পাম্প কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’’ আলোচনা সভায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক-সহ বেশ কয়েকটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কের কর্তারা ছিলেন। তাঁরা সকলেই জানান, প্রকল্পটি আর্থিকভাবে লাভজনক হলে ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

হল না শুনানি
বিচারক অসুস্থ হয়ে পড়ায় সজল ঘোষ হত্যা মামলার শুনানি হল না বুধবার। মঙ্গলবার নবদ্বীপ আদালতে পূর্বস্থলীর তৃণমূল নেতা সজল ঘোষ হত্যা মামলার দ্বিতীয় পর্বের শুনানি শুরু হয়। ১৯ থেকে ২৫ নভেম্বর একটানা শুনানির দিন ধার্য হয়ে রয়েছে। মঙ্গলবার সজল ঘোষ হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী ও প্রধান অভিযোগকারী পঙ্কজ গঙ্গোপাধ্যায়কে জেরা করেন এই মামলার অন্যতম অভিযুক্ত পূর্বস্থলীর সিপিএম নেতা প্রদীপ সাহার আইনজীবী। বুধবারও পঙ্কজবাবু-সহ অন্য সাক্ষীদের জেরা করার কথা ছিল। অন্য দিকে, বিচার চলাকালীন এজলাসের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার রানাঘাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা জজ মিহির মণ্ডল। বুধবারের এই ঘটনায় দুপুরের পর থেকে এজলাসের কাজ বন্ধ হয়ে যায়। রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মিলন সরকার জানান, স্থানীয় এক চিকিৎসক দেখছেন মিহিরবাবুকে।

প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার
এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে বড়ঞার গোপালনগর গ্রামের এই ঘটনায় মৃতের নাম গঙ্গাধর ঘোষ (৬৬)। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ঘুম থেকে না ওঠায় গঙ্গাধরবাবুকে ডাকাডাকি শুরু করেন বাড়ির সদস্যরা। কিন্তু সাড়া না মেলায় দরজা ভেঙে দেখা যায়, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন গঙ্গাধরবাবু। দেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না-তদন্তর জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন বছর ধরে হাঁপানিতে ভুগছিলেন গঙ্গাধরবাবু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।

জমি নিয়ে সংঘর্ষ, মৃত ১
জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে মৃত্যু হল এক জনের। মঙ্গলবার দুপুরে লালগোলার জনার্দনপুর গ্রামের মৃতের নাম হানিফ শেখ (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমবাগানের জমি ভাগাভাগি নিয়ে বিবাদ চলছিল দুই ভাইয়ের। হঠাৎই মানিক শেখ বাঁশ দিয়ে আঘাত করে হানিফ শেখের মাথায়। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হানিফ শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে তিনি মারা যান। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ভাইকে খুন করার অভিযোগে দাদা মানিক শেখকে গ্রেফতার করা হয়েছে।”

জিতল সিটু
কংগ্রেসী দুর্গ ফরাক্কা শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠনের ভোটে এবারও হারল আইএনটিইউসি। বুধবার এনটিপিসির ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয় সিটু। ৯৩৯ জন শ্রমিক যোগ দেন এবারের নির্বাচনে। ১০৬ ভোটের ব্যবধানে জয়ী হয় তারা। তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিটুর সাধারণ সম্পাদক দিলীপ মিশ্র জানান, গত দু’বছরও সিটু এই ভোটে জয়ী হয়। ওই কেন্দ্রীয় সংস্থায় জয়ী সংঠনের ২জন প্রতিনিধিত্ব করবে শ্রমিকদের হয়ে।

বন্দির মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির রক্তাক্ত দেহ মিলল বহরমপুর সংশোধনাগারে। মঙ্গলবার রাতে রফিকুল শেখ (২৯) নামে ওই বন্দিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান তিনি। ওই সংশোধনাগারের সুপার রাজীব রঞ্জনের দাবি, “রফিকুল জেলের ভিতরে একটি গাছের ডালে ঝুলে আত্মহত্যার চেষ্টা করছিলেন। ডাল ভেঙে পড়ে গিয়েই মাথায় আঘাত পেয়েছেন বলে মনে হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ব্যাপারটি স্পষ্ট হবে।” তবে, তাঁর পরিবারের দাবি, সংশোধনাগারেই খুন করা হয়েছে রফিকুলকে।

দোকানে চুরি
মঙ্গলবার রাতে জলঙ্গির সাগরপাড়া বাজারে পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটল। তবে পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয় বাসিন্দারা জানান, গত এক বছরে এমন জনবহুল এলাকায় এ নিয়ে প্রায় চার বার চুরির ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.