জলাশয় ভরাট নিয়ে হলফনামা তলব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিউ গড়িয়া স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো তৈরির জন্য পাটুলি এলাকার পাঁচটি বড় জলাশয় বোজানো হয়েছে। এ নিয়ে আইনজীবী বাসবী রায়চৌধুরীর দায়ের করা মামলায় রেল বিকাশ নিগমকে ১৫ দিনের মধ্যে হলফনামা দিতে বলল কলকাতা হাইকোর্ট। আগেই হাইকোর্ট এ নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়েছিল। বুধবার বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিগমকে জানাতে বলেছে, কেন তারা জলাশয় বুজিয়েছে, কাজ শেষে সেগুলি তারা আগের অবস্থায় ফেরাবে কি না। আবেদনকারীর আইনজীবী সুুব্রত মুখোপাধ্যায় বলেন, কমিটি জানিয়েছিল, এ ভাবে জলাশয় ভরাট করা যায় না। পরে কমিটি জানায়, কাজ শেষে রেল কর্তৃপক্ষকে জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। কিন্তু নিগম প্রতিক্রিয়া জানায়নি। এ দিন ডিভিশন বেঞ্চ তাদের বক্তব্য জানানোর জন্য ১৫ দিন সময় দিল। এক মাস পরে ফের শুনানি।
|
লোকালয়ে হাতি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ফের লোকালয়ে হাতি ঢুকল ডুয়ার্সের শুল্কাপাড়ায়। বুধবার ঝড়টন্ডুতে একটি দাঁতাল হাতি ও একটি স্ত্রী হাতি ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে তাণ্ডব করে কাটিয়ে জঙ্গলে ফিরে যায়।
|
মঙ্গলবার রাতে পাচার হওয়ার সময় এই ১০টি গেকো প্রজাতির সরীসৃপ উদ্ধার হয় উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে। একটি প্লাস্টিকের ব্যাগে করে এগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল। সন্দেহ হওয়ায় বিএসএফের ৪০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তল্লাশি চালালে সরীস্ৃপগুলি উদ্ধার হয়। গ্রেফতার হয় দু’জন। পুলিশ জানিয়েছে তাদের বাড়ি বাংলাদেশে। এ দেশে তারা রাজমিস্ত্রির কাজে এসেছিল। বুধবার সরীসৃপগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
|