বোমা বাঁধতে গিয়ে মৃত ১
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার সালকিয়ায় বোমা তৈরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন। তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, বুধবার রাতে জি টি রোডে একটি একতলা বাড়ির ছাদে বোমা তৈরি করছিল দুই যুবক। আচমকা বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। বম স্কোয়াড আসে হাজির হন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকেরা। দেখা যায় ওই বাড়ির ছাদে এক যুবকের নিথর দেহ পড়ে আছে। আহত এক যুবক কাতরাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক দিন পরেই পুর নির্বাচন। সেই জন্যই বোমা বাঁধা হচ্ছিল। তবে কোন রাজনৈতিক দলের লোকজন এর সঙ্গে জড়িত, পুলিশ তা জানাতে পারেনি। লেক টাউন থানা এলাকায় দমদম পার্কের লাগোয়া হরিজন কলোনিতে সংঘর্ষের ঘটনায় বুধবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম অসিত মণ্ডল। আদালতে তোলা হলে তাকে চার দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
|
গুলিতে হত যুবক, জখম ৩
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
ভরসন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে নিহত এক যুবক। আহত সপ্তম শ্রেণির এক ছাত্রী-সহ তিন জন। বুধবার সন্ধ্যায় হুগলি স্টেশন রোডে কৃষ্ণপুর বাজারে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে কয়েক দিন আগেই হুগলির ব্যান্ডেল মোড়ে সভা করেছিলেন ব্যবসায়ীরা। হাজির ছিলেন পুলিশকর্তা থেকে শুরু করে সাংসদ, বিধায়ক সকলেই। পরিস্থিতি যে একই, এ দিনের ঘটনায় তা ফের প্রমাণ হল। পুলিশ সূত্রের খবর, মোটরবাইকে ছয় যুবক এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। আতঙ্কে মানুষজন ছোটাছুটি শুরু করে দেন। দোকানের শাটার নামিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন ব্যবসায়ীরা। মামনি মুর্মু নামে এক ছাত্রী বই কিনতে এসেছিল। তার পায়ে গুলি লাগে। রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বাবুল পালের বুকে এবং পায়ে গুলি বেঁধে। অমিত মিত্র নামে অপর এক যুবকেরও বুকে গুলি লাগে। যদিও নিহতের পরিচয় জানা যায়নি।
|
চাঁপাডাঙা কলেজের ছাদ থেকে উদ্ধার হল ১০টি বোমা। সোমবার তারকেশ্বরের এই কলেজে দু’দল তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকের মধ্যে মারপিট বাধে। বোমা-গুলি চলে। জখম হয় জনা দ’শেক। তারপর থেকে কলেজ খোলা থাকলেও আতঙ্কিত পড়ুয়ারা কেউ আসছেন না। ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুজাতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দ্রুত পঠনপাঠন যাতে শুরু করা যায় তার চেষ্টা চলছে।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ যুবকের। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলার ধামসিয়ার কাছে মুম্বই রোডে। মৃতদের নাম মোফাজ্জল মিদ্দে (১৮), আমিরুল মিদ্দে (১৮) এবং শেখ নায়েব (১৮)। সকলেরই বাড়ি উলুবেড়িয়ার চেঙ্গাইলে। পুলিশ জানিয়েছে, ওই তিন তরুণ একটি মোটরবাইকে চড়ে মুম্বই রোড উলুবেড়িয়ায় ফিরছিলেন। রাস্তায় একটি তেলের ট্যাঙ্কার এবং ট্রাক রেষারেষি করছিল। দু’টি গাড়ির মধ্যে পড়ে পিষে যায় মোটরবাইকটি। |