মদের দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিটি সেন্টার এলাকায় একটি মদের দোকানের দরজা ভেঙ্গে নগদ টাকা ও বেশ কিছু দামি মদের বোতল চুরির ঘটনা ঘটল মঙ্গলবার গভীর রাতে। পাশের একটি সোনার দোকানেও চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। যদিও ভিতরের গেট ভাঙতে না পারায় সেখানে চুরি করতে পারেনি তারা। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে চুরির খবর পেয়ে মদের দোকানের মালিক বিপুল দে আসেন। তখনই দেখা যায়, পাশের একটি সোনার দোকানেরও দুটি শাটার ভাঙ্গা। বিপুলবাবু পুলিশকে জানিয়েছেন, দোকান থেকে নগদ টাকা ও কিছু দামি মদের বোতল খোওয়া গিয়েছে। এরপরেই দেখা যায়, পাশের একটি সোনার দোকানেরও দুটি শাটার ভাঙ্গা। তবে একটি শাটারের পরে দেওয়াল এবং অন্য ভাঙ্গা শাটারের পরে লোহার গেট থাকায় দুষ্কৃতীরা দোকানের ভিতরে ঢুকতে পারেনি। সিটি সেন্টারের মত ব্যস্ত এলাকায় শাটার ভেঙ্গে এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, যেভাবে শাটার ভাঙ্গা হয়েছে তাতে অনেকক্ষণ সময় লাগার কথা। কিন্তু তারপরেও রাতের টহলদার পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারেনি। পুলিশ জানিয়েছে, সোনার দোকানের সিসি টিভি ফুটেজে দুই দুষ্কৃতীর ছবি পাওয়া গিয়েছে। ফাইলে থাকা দুষ্কৃতীদের ছবির সঙ্গে সেই ছবি মিলিয়ে দেখা হচ্ছে। সিটি সেন্টার এলাকার পুলিশি টহল জোরদার করার আশ্বাস দিয়েছে পুলিশ।
|
নকশাল কর্মীকে হুমকির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • পান্ডবেশ্বর |
পিসিসি সিপিআইএমএল ছেড়ে তৃণমূলে যোগ না দিলে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। পান্ডবেশ্বরের কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এর প্রতিবাদ জানিয়ে সিপিআইএমএল বুধবার দুর্গাপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন। নকশালপন্থী এই সংগঠনের পাণ্ডবেশ্বর অঞ্চল কমিটির সম্পাদক সাধন দাসের অভিযোগ, “মঙ্গলবার সন্ধ্যায় দলীয় সমর্থক সোমনাথ কোড়া বাড়ি ফেরার সময় পান্ডবেশ্বর পুলিশের কেন্দ্রা ক্যাম্পের ইনচার্জ বিশ্বজিৎ চৌধুরী তাঁকে তৃণমূলে যোগ দিতে বলেন। না হলে প্রাণনাশের হুমকি দেন।” যদিও বিশ্বজিৎ চৌধুরী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। এই ধরণের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা গব্বর মিঞা। মহকুমা শাসক কস্তুরী সেনগুপ্ত জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
|
কাজে গতি আনতে সভা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
১০০ দিনের কাজে গতি আনতে কেতুগ্রাম থানার দু’টি ব্লকের আধিকারিক, পঞ্চায়েতের নির্মাণ সহায়ক-সহ একাধিক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন জেলা প্রশাসনের কর্তারা। বুধবার কেতুগ্রামের পাঁচুন্দির ঐক্যতান সভাকক্ষে ওই অনুষ্ঠান হয়। জানা গিয়েছে, মার্চ মাসের মধ্যে কেতুগ্রাম ১ ব্লকে ১০ কোটি ও কেতুগ্রাম ২ ব্লকে ২০ কোটি টাকা খরচ করা হবে। এ ছাড়াও ওই সভায় গ্রামে পাকা শৌচাগার তৈরির দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। এ দিনের সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) হৃষিকেশ মোদি প্রমুখ। সভা শেষে সভাধিপতি কেতুগ্রাম ১ ব্লকে সৌর বিদ্যুৎ কেন্দ্র ও কেতুগ্রাম ২ ব্লকে ভারত সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বাড়ির পাশের কুয়ো থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রানিগঞ্জের তারবাংলা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মী গোয়েঙ্কা (৭০)। মৃতার ছেলে হরি গোয়েঙ্কার দাবি, বুধবার সকালে তিনি রানিগঞ্জ স্টেশনে এক আত্মীয়কে ছাড়তে যান। বাড়ি ফিরে মাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন। তখনই বাড়ির পাশের কুয়োয় মায়ের দেহ ভাসতে দেখেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ । |