শীতের এই মরসুমে ‘জীবনবিদ’ খেতাব পেতে ইচ্ছুক? তা হলে নাম লেখাতে হবে মজাদার এক খেলায়, যার নাম ‘লাইফ-ও-লজি’। যাঁদের বয়স উনিশ-কুড়ির কোঠায়, এই খেলায় তাঁদের সুবর্ণ সুযোগ রয়েছে মুঠো মুঠো পুরস্কার জেতার। আজ, ১৯ নভেম্বরের উনিশ কুড়ি পত্রিকায় মিলবে অভিনব এই খেলার প্রথম সুযোগ।
আজ থেকে উনিশ কুড়ি পত্রিকার একটা অংশে স্ক্র্যাচ করে পাঠক একটা কোড পাবেন। সেই কোড ব্যবহার করেই উনিশ কুড়ি-র ওয়েবসাইটে (www.unishkuri.in) খেলা যাবে ‘লাইফ-ও-লজি’। গোটা বছর ধরেই চলবে এই প্রতিযোগিতা। সিনেমা, গান, লাইফস্টাইল, ফ্যাশন, খেলা এ সব হরেক বিষয়ে নানা প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগীরা আকর্ষণীয় সব পুরস্কার পাবেন। থাকবে ডিসকাউন্ট ভাউচার, গিফ্ট ভাউচারের ছড়াছড়ি। সেই সঙ্গে দেওয়া হবে ‘লাইফ-ও-লজিস্ট অব দ্য উইক’ এবং ‘লাইফ-ও-লজিস্ট অব দ্য মান্থ’ খেতাবও। সেই বিজয়ীরা মুখ দেখাতে পারবেন উনিশ কুড়ি পত্রিকায়। সারা বছর ধরে খেলে যিনি সব থেকে বেশি নম্বর পাবেন, তিনি পাবেন ‘লাইফ-ও-লজিস্ট অব দ্য ইয়ার’ খেতাব। |
এই উদ্যোগের সূচনা করেছেন তরুণ অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “এই খেলাটার প্রশ্নগুলোও বেশ মজার, আমাদের ছোটবেলার ক্যুইজ কনটেস্টগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। আমিও অবশ্যই খেলব এই ‘লাইফ-ও-লজি’র খেলা।”
|
...তুমি তা বুঝে নাও
নিজের অভিনীত এক ছবির প্রচারে শহরে করিনা কপূর। সোমবার। ছবি: সুমন বল্লভ। |