টাটকা খবর |
হাওড়া স্টেশনে ওভারহেড ছিঁড়ে বিপর্যস্ত ট্রেন পরিষেবা
নিজস্ব সংবাদদাতা |
হাওড়া স্টেশনে ওভারহেড ছিঁড়ে বেশ কিছু ক্ষণের জন্য বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ডাউন ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড ছিঁড়ে যাওয়ায় ওই বিপত্তি বলে পূর্ব রেল সূত্রের খবর। হাওড়া স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কোনও ট্রেন না ঢুকতে পারায় বিপর্যস্ত হয়ে রয়েছে ট্রেন পরিষেবা। স্টেশনে ঢুকতে পারছে না দূরপাল্লার বহু ট্রেনও। লোকাল ট্রেনগুলিকে বহু ক্ষণ ধরে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়াতে হচ্ছে। এতে দেরি হচ্ছে ট্রেন চলাচল। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে বিদ্যুত্ সংযোগ বন্ধ করে ইতিমধ্যেই তার সারানোর কাজ শুরু হয়েছে। সারতে সারতে বিকেল গড়িয়ে যাবে বলে রেল কর্তৃপক্ষ জানালেও বিকেল ৩টের পর কিছুটা স্বাভাবিক হয় পরিষেবা।
|
ইঞ্জিন খারাপ, ট্রেন চলাচল ব্যাহত শিলিগুড়ি-কোচবিহার লাইনে |
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
ইঞ্জিন খারাপ হওয়ায় শিলিগুড়িগামী একটি প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে পড়ে মাঝপথে। এই ঘটনার জেরে সোমবার ট্রেন চলাচল ব্যাহত হয় শিলিগুড়ি-কোচবিহার লাইনে। জলপাইগুড়ির খোলাই গ্রাম স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। রেলসূত্রে জানানো গিয়েছে, সকাল ৯টা নাগাদ খলাই গ্রাম স্টেশনে ঢোকার মুখে কোচবিহার থেকে আসা ওই প্যাসেঞ্জার ট্রেনের দু’টি ইঞ্জিনের একটি খারাপ হয়ে যায়। প্রায় পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর তাকে কোনও রকমে স্টেশনে নিয়ে আসা হয় দ্বিতীয় ইঞ্জিনের সাহায্যে। প্ল্যাটফর্মে তখন নিত্যযাত্রীদের ভিড়। গন্তব্যে পৌঁছতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার দাবি জানিয়ে শ’তিনেক যাত্রী বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষে বেলা সওয়া ১১টা নাগাদ অন্য একটি ট্রেনে করে তাঁদের শিলিগুড়ি অভিমুখে পাঠানোর ব্যবস্থা করে রেল। এটি সিঙ্গল লাইন হওয়ায় নয়াদিল্লি থেকে গুয়াহাটিগামী নর্থ ইস্ট এক্সপ্রেসকে ধূপগুড়ি স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। কলকাতা থেকে কোচবিহারগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসও দাঁড়িয়ে থাকে খলাই গ্রাম স্টেশনে।
|
স্কুলের পাঠ্যবইয়ে সচিন, সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের
সংবাদ সংস্থা |
মহারাষ্ট্রে স্কুলের পাঠ্য বইয়ে সচিন! এমনই এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিতে চলেছে মহারাষ্ট্র সরকার। শিক্ষামন্ত্রী রাজেন্দ্র দাদরা জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকরকে সিলেবাসে রাখার চিন্তাভাবনা চলছে। কিন্তু কোন শ্রেণির পাঠ্যবইতে তাঁকে রাখা হবে সেই বিষয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসবে শিক্ষামন্ত্রক। সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে। তিনি বলেন, ‘‘সচিন সম্পর্কে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করাই আমাদের মূল লক্ষ্য।’’
সচিনের আগেও অবশ্য চাঁদু বোরদে ও সুনীল গাওস্করকে স্কুলের সিলেবাসে রাখা হয়েছিল।
|
মিনাখাঁয় পরপর মৃত্যু খাদান শ্রমিকদের, সন্দেহ সিলিকোসিস
নিজস্ব সংবাদদাতা • মিনাখাঁ |
সোমবার মিনাখাঁর ধুতুরদহ পঞ্চায়েতের গোয়ালদহ গ্রামে আলামিন মোল্লা (২০) ও আজগার মোল্লা (১৮) নামে দু’জনের মৃত্যু হয়। প্রবল শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হচ্ছিল তাঁদের। গ্রামবাসীদের অভিযোগ, দিন কয়েক আগে একই উপসর্গ নিয়ে মারা যান আজগারের দাদা হোসেন মোল্লা (২০), মোজাফ্ফর মোল্লা (২০) ও মনিরুল মোল্লা (২০)। পাশের দেবীতলা গ্রামে ভীষ্ম মণ্ডল (২৮) ও ভবেশ সর্দার (২২) নামেও দু’জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি নয় জন। অসুস্থ আরও ১০৩। গ্রামবাসীর দাবি, এদের সকলেরই রোগ সিলিকোসিস। আসানসোলের পাথর খাদান থেকে ওই রোগ নিয়ে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় ফিরেছিলেন ওঁরা। ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, ওই রোগীদের যক্ষ্মা হয়েছে। মৃত্যু হয়েছে যক্ষ্মার ওষুধ ঠিক মতো না খাওয়ার জন্য। কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে কিন্তু ওঁদের মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেট-এ বলা হয়েছে, ‘সিলিকো-টিউবারকিউলোসিস’ জনিত শ্বাস নেওয়ার অক্ষমতা।
|
বিশ্ব বাজারের প্রভাবে সেনসেক্স বাড়ল ৪৫১ পয়েন্ট
সংবাদ সংস্থা • মুম্বই |
এশিয়ার বাজারগুলি ভাল ফল করার জেরে সোমবার ফের বাড়ল সেনসেক্স। এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জের এই শেয়ার সূচকটি বেড়েছে ৪৫১.৩২ পয়েন্ট। দাঁড়িয়েছে ২০,৮৫০.৭৪ অঙ্কে। দর বেড়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, এল অ্যান্ড টি, আইটিসি-র মতো সংস্থাগুলির শেয়ারের। এশিয়ার বাজার ছাড়াও সোমবার সূচকের উত্থানের অন্যতম কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এখনই ত্রাণ প্রকল্প বন্ধ না করার সিদ্ধান্ত এবং চিনের ঘোষণা করা আরও অর্থনৈতিক সংস্কার। এই কারণগুলির জেরে সেনসেক্স ছাড়াও এ দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও বেড়েছে ২ শতাংশের উপর। দিনের শেষে নিফটি থেমেছে ৬,১৮৯ অঙ্কে।
|
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমা-গুলি চাঁপাডাঙা কলেজে
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমা-গুলি চলল তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজে। সোমবার সকালের এই ঘটনায় জখম হয়েছেন দু’পক্ষের জনা দশেক। তিন জনকে পাঠানো হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। গোলমাল চলাকালীন আতঙ্কিত শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা কলেজের দোতলায় উঠে ঘর বন্ধ করে বসেছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করার কথা একাধিক বার বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের মুখ্যমন্ত্রীও তাই চান। কিন্তু এর পরেও কলেজে কলেজে ছাত্র সংঘর্ষ, হানাহানি থামেনি। বহু ক্ষেত্রে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যেই মারপিট বেধেছে। সব মিলিয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত হয়েছে নানা কলেজে।
চাঁপাডাঙা কলেজে ঘটনার সূত্রপাত তৃণমূল পরিচালিত কলেজ পরিচালন সমিতির সভাপতি পদে রদবদলকে কেন্দ্র করে। এর আগে পুড়শুড়ার তৃণমূল বিধায়ক পারভেজ রহমান ছিলেন ওই পদে। কলেজ সূত্রের খবর, গত ২৮ অক্টোবর এক সরকারি নির্দেশে পরিচালন সমিতির সভাপতি পদে সরকারি প্রতিনিধি হিসাবে তারকেশ্বরের বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী রচপাল সিংহের নাম পাঠানো হয়। যা মেনে নিতে রাজি ছিলেন না ওই কলেজের পারভেজ-অনুগামী বলে পরিচিত ছাত্র নেতারা। এই কলেজে ছাত্রসংসদ তৃণমূলেরই দখলে। দিন কয়েক আগে ক্লাস বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা। ক্লাস হচ্ছিল না মাঝেমধ্যে। এ দিন দু’পক্ষের মারপিট বেধে যায়।
গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই যে এই কাণ্ড, সে কথা অস্বীকার করেননি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব। সংগঠন সূত্রের খবর, চাঁপাডাঙা কলেজের ঘটনা নিয়ে দলের নেতা মুকুল রায় পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন। সংগঠনের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা বলেন, “দলের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।”
যদিও পারভেজের বক্তব্য, “আমাদের মজবুত ছাত্র সংগঠন ভাঙাতে সিপিএম-ই হামলা করেছে।” পরিচালন সমিতিতে সরকারি প্রতিনিধি বদলের কোনও খবর তাঁর কাছে নেই বলেও দাবি পারভেজের। একই সঙ্গে তিনি অবশ্য বলেন, “রাজ্য সরকার যদি যোগ্যতর কাউকে প্রতিনিধি করেন, তা আমার মানতে আপত্তি নেই।” গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এড়িয়ে রচপাল বলেন, “বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছে।”
ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুজাতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি প্রতিনিধি পরিবর্তনের বিষয়টি নিয়ে নোংরামি চলছে। সুষ্ঠু ভাবে কলেজ চালাতে দিচ্ছে না ছাত্রসংসদ। পরিচালন সমিতির বিশেষ বৈঠক ডেকে আগের সরকারি প্রতিনিধিকে পরিবর্তনের বিষয়টি জানানোর মতো পরিবেশ তৈরিতেও ব্যাঘাত ঘটাচ্ছে তারা।”
|
আফগান জঙ্গিদের নিয়ে উদ্বেগ, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট
সংবাদ সংস্থা |
চলতি বছরে প্রায় ১২ হাজার আফগান-তালিবান জঙ্গি হতাহত হয়েছে বা ধরা পড়েছে বলে রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের। গত তেরো বছর ধরে তালিবানদের সঙ্গে লড়ছে ন্যাটো বাহিনী। আগামী বছরের মধ্যে আফগানিস্তান থেকে ৭৫ হাজার সেনা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে, ৮০ শতাংশ আফগান সৈন্যের প্রাণহানি ঘটেছে আফগান জঙ্গিদের দেশি বোমায়। দেশি বোমাগুলি ক্রমশ উন্নতমানের হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। খনিজ শিল্পে সমৃদ্ধ আফগানিস্তানে বিপুল পরিমাণে বিস্ফোরক ও সেই সংক্রান্ত সরঞ্জাম ব্যবহারের সুযোগ নিচ্ছে জঙ্গিরা। খনিতে ব্যবহৃত বিস্ফোরক যাতে জঙ্গিদের হাতে সহজে পৌঁছতে না পারে তার জন্য আফগান কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ওই রিপোর্টে। এখানেই বলা হচ্ছে, ২০১০ থেকে হামিদ কারজাইয়ের সরকার অনেক বেশি হিংসার মুখে পড়েছে। |
দক্ষিণ দিনাজপুরে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ২০
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
সোমবার ভোরে দক্ষিণ দিনাজপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পিউ বিশ্বাস নামে এক জনের। বংশীহাড়ি থানার দৌলতপুরের মিশন মোড়ে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়ি জন। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারলে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। বাসটি বালুরঘাট থেকে হাবড়া যাচ্ছিল। |
|