প্রয়াত সঙ্গীত শিল্পী মান্না দে-র স্মরনসভা হল বড়জোড়ার বিজয়া ময়দানে। ‘বড়জোড়া দীপাবলি সব পেয়েছি আসর’ নামে এক সংস্থার আয়োজিত বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে গান ও আলোচনার মাধ্যমে স্থানীয়রা মান্না দে-কে স্মরণ করেন।
বাঙালি আখাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান নিজস্ব সংবাদদাতা • পটনা
দুর্গাপুজোর পরে এ বার বাঙালি আখাড়ার কর্মকতারা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠলেন। শনি ও রবিবার, দু’দিনের এই অনুষ্ঠানে গানের প্রতিযোগিতার সঙ্গে থাকবে বসে আঁকো এবং আবৃত্তি প্রতিযোগিতা। পটনা শহরের মানুষরাই মূলত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। বাঙালিদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হলেও সেখানে বিহারবাসীরাও অংশ নেন। এই অনুষ্ঠানকে ঘিরে দুর্গাপুজোর মতো বাঙালিদের এক সঙ্গে জড়ো হওয়ার সুযোগ হয়। অনুষ্ঠানের সঙ্গে চলে বাঙালির চিরাচরিত আড্ডা। বাঙালি আখাড়ার তরফে শুভেন্দু ঘোষ এবং সমীর রায় জানান, “এই অনুষ্ঠান আমাদের কাছে বড় ব্যাপার। দীর্ঘদিন ধরে চলা আসা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দুর্গাপুজোর পরে সকলেই অপেক্ষা করে থাকেন।”
নজরুল স্মরণে
‘অভিযান’ সংস্থার ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা সম্প্রতি হয়ে গেল বারাসতের ললিত ছন্দম স্কুল প্রাঙ্গণে। কাজী নজরুল ইসলামের জীবন ও কাজ নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। নজরুলের জীবনের নানা দিক নিয়ে প্রদর্শনীর আয়োজন ছিল।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.