নিট মুনাফা বাড়াল এলাহাবাদ, ইউকো ব্যাঙ্ক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ইউকো ব্যাঙ্কের নিট মুনাফা আগের বছরের একই সময়ের থেকে ২৮৮% বেড়ে হয়েছে ৪০০ কোটি টাকা। ব্যাঙ্কের সিএমডি অরুণ কল বলেন, “সুদ বাবদ আয়ের দ্রুত বৃদ্ধিই মুনাফা বাড়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। তা ছাড়া পরিচালনার খরচও নিয়ন্ত্রণ করা হয়েছে।” তবে অন্যান্য ব্যাঙ্কের মতো ইউকো-রও ওই সময়ে অনুৎপাদক সম্পদ ০.৪৪% বেড়ে দাঁড়িয়েছে ৫.৩২%। পাশাপাশি, দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে এলাহাবাদ ব্যাঙ্কের নিট মুনাফাও ১৭.৭৭% বেড়ে হয়েছে ২৭৬ কোটি টাকা। ‘রাইট অফ’ করা বেশ কিছু অনাদায়ী ঋণ আদায় করাও সম্ভব হয়েছে বলে দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। ব্যাঙ্কের সিএমডি শুভলক্ষ্মী পানসে জানান, “ওই টাকার একটা বড় অংশই বিভিন্ন খাতে আর্থিক সংস্থানে বরাদ্দ করেছি।” আগের বারের থেকে ব্যাঙ্কের আমানত বেড়েছে ১১.৩৮% এবং ঋণ ১৯.৩৫%।
|
ডট-এর নির্দেশ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
আগামী টু-জি স্পেকট্রাম নিলামের জন্য সিডিএমএ স্পেকট্রামের ন্যূনতম দর সুপারিশ করতে টেলি নিয়ন্ত্রক ট্রাই-কে ১৫ দিন সময় দিল টেলিকম দফতর (ডট)। আগামী জানুয়ারিতেই ৮০০ মেগাহার্ৎজের ওই সিডিএমএ স্পেকট্রাম নিলাম করতে চায় কেন্দ্র। তার আগে দর স্থির করতেই এই নির্দেশ। |