চিত্র সংবাদ |
জন্মদিবসে নেহরুর মূর্তিতে মাল্যদান আসানসোলে।
|
|
শিক্ষার অধিকার আইন, স্কুলছুটদের ফেরানোর চেষ্টা সত্ত্বেও কোথাও পেঁয়াজের ঝাড়াই-বাছাই করে,
আবার কোথাও আবর্জনা ঘেঁটে বেড়ে উঠছে এই শিশুরা। বৃহস্পতিবার শিশু দিবসে কাটোয়া
রেল বাজারে ও বর্ধমান শহরে ছবি দু’টি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায় ও উদিত সিংহ।
|
সরকারের উদ্যোগে বৃহস্পতিবার ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু বর্ধমানের কাছারি রোডে।—নিজস্ব চিত্র।
|
|
স্কুল নয়, রোজ সকালে ওদের কাজ শুকনো কাঠ কুড়িয়ে বাড়ি যাওয়া।
বৃহস্পতিবার, শিশু দিবসে দুর্গাপুর সিটি সেন্টারে ছবিটি তুলেছেন সব্যসাচী ইসলাম।
|
|
|
মহরমের প্রস্তুতি। অন্ডালের উখড়া বাজারে
বৃহস্পতিবার ওমপ্রকাশ সিংহের তোলা ছবি। |
দাঁইহাটে মহরমের মহড়া।
বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র। |
|
|
পেঁয়াজের বীজতলায় জল দেওয়ার কাজ চলছে কালনায়। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।
|
|
কাটোয়ার এসটিকেকে রোডে একটি লরি বিকল হয়ে পড়ায় ঘণ্টাখানেক যানজট হয়
বৃহস্পতিবার। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। —নিজস্ব চিত্র।
|
|
এই বাঁশের তৈরি নড়বড়ে সেতু দিয়েই যেতে হয় খেতের কাজে।
গ্রামবাসী মলয় পাল জানান,
ফসল তুলে আনা থেকে যাবতীয় কাজ করতে যেতে হলে
ডিভিসি ক্যানালের উপর এই নড়বড়ে
বাঁশের সেতু
দিয়েই পারাপার করতে হয়। বহু দফতরে দরবার করলেও পাকা সেতু হয়নি।
বুদবুদ থানার অমরপুর গ্রামে বিশ্বনাথ মশানের তোলা ছবি। |
|