বাল্য বিবাহ রোধে সচেতনতা মূলক কর্মসূচি হল শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। এর অঙ্গ হিসাবে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং স্কুলের সহযোগিতায় বুধবার স্কুল ক্যাম্পাসে একটি নাটক মঞ্চস্থ হয়। এক সংস্থা ‘তিনটি মেয়ের গল্প’ নামের নাটকটি মঞ্চস্থ করে। তার আগে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী, সঙ্গীতশিল্পী অলোকবরণ মাইতি, মৌপাল দেশপ্রাণের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া। ছাত্রছাত্রীরা ঝুমুর গান এবং নৃত্য পরিবেশন করে। |
মৌপালের আশপাশে রয়েছে নতুনডিহি, নোনাশোল, ভুরসার মতো জঙ্গলঘেরা এলাকা। এই সব এলাকার সর্বত্র শিক্ষার আলো সে ভাবে পৌঁছয়নি। ফলে, মানুষ তেমন সচেতন নন। স্কুলছুটের সমস্যা যেমন রয়েছে, তেমন কম বয়সে অনেক মেয়ের বিয়েও হয়ে যায়। এখন নানা ভাবে স্কুলছুটদের স্কুলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মৌপালেও সেই চেষ্টা শুরু হয়েছে। পাশাপাশি, বাল্য বিবাহ রোধেও এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। এমন নাটকের মাধ্যমে ছাত্রীদের সচেতন করা যাবে। তাই এই উদ্যোগ।
স্কুলের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া বলেন, “শুধু মৌপাল বা আশপাশের এলাকা নয়। জঙ্গলমহলের অনেক এলাকায় এমন সমস্যা রয়েছে। মেয়েদের যখন পড়াশোনা- খেলাধুলো করা বয়স, তখন তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এমন কর্মসূচির ফলে ছাত্রীরা সচেতন হবে। বাল্য বিবাহও কমবে।”
|
মুম্বইয়ে একটি অনুষ্ঠানে নীতা অম্বানী এবং
প্রিয়ঙ্কা চোপড়া। বুধবার পিটিআইয়ের ছবি। |
দৃষ্টিহীন বাচ্চাদের সঙ্গে হিরণ। বুধবার, শিশু দিবসের
আগের
দিন রবীন্দ্র সরোবর চত্বরে। ছবি: দেশকল্যাণ চৌধুরী। |
|