|
নজরবন্দি
মেদিনীপুর |
|
জেলার সদর শহরে পুর-পরিষেবার হাল ঠিক কী? পানীয় জল নিয়মিত মেলে? রাস্তার দশাই বা কেমন?
পুরভোটের আগে তারই ওয়ার্ড ভিত্তিক খতিয়ান। সঙ্গে অন্যতম প্রধান ভোটপ্রার্থীদের এক ঝলক।
|
ওয়ার্ড নম্বর ১৭ |
• পানীয় জল: ওয়ার্ডের প্রায় সর্বত্র জল সরবরাহ ভাল। তবে নতুন বাজার ও শিয়ালডাঙা এলাকায় সব দিন পর্যাপ্ত জল মেলে না।
• নিকাশি: সর্বত্রই নিকাশি নালা রয়েছে। শিয়ালডাঙায় নিকাশি ব্যবস্থা সঠিকভাবে গড়ে না ওঠায় বৃষ্টি হলেই রাস্তায় জল জমে।
• রাস্তাঘাট: শিয়ালডাঙা ও বিদ্যাসাগরপল্লিতে সংস্কারের অভাবে রাস্তা বেহাল। অন্যান্য রাস্তায় সংস্কারের কাজ হয়েছে।
• জঞ্জাল সাফাই: ভ্যাট থেকে নিয়মিত জঞ্জাল পরিষ্কার করার ক্ষেত্রে গাফিলতি রয়েছে। ফলে আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায়।
• পথবাতি: সর্বত্রই পথবাতি রয়েছে। তবে পথবাতি খারাপ হলে সারানোর ক্ষেত্রে দেরি হওয়ার অভিযোগ রয়েছে। |
শিয়ালডাঙার রাস্তায় নেই নিকাশি নালা। |
যুযুধান |
মৃণাল চৌধুরী
তৃণমূল |
কৌস্তভ বন্দ্যোপাধ্যায়
কংগ্রেস |
নির্মলেশ্বর দত্ত
সিপিআই |
|
|
|
গতবার তৃণমূল সমর্থিত নির্দল
প্রার্থী হিসেবে জয়ী হন।
পেশায় আইনজীবী। |
গতবার পরাজিত হন।
কলেজ জীবনে ছাত্র রাজনীতি
দিয়ে শুরু। পেশায় ব্যবসায়ী। |
পেশায় বিমা কর্মী। দলের
সঙ্গে
দীঘর্দিনের যোগ। পুরভোটের
লড়াইয়ে প্রথমবার। |
|
ওয়ার্ড নম্বর ১৮ |
• পানীয় জল: জলের সমস্যা নেই। সর্বত্রই পানীয় জলের সরবরাহের জন্য ট্যাপ কল ও পাইপলাইনের সুবিধা রয়েছে।
• নিকাশি: পালবাড়ি এলাকায় এখনও সর্বত্র নিকাশি নালা তৈরি হয়নি। ফলে বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়।
• রাস্তাঘাট: পালবাড়ি এলাকায় সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা। জগন্নাথ মন্দির থেকে পালবাড়ি যাওয়ার রাস্তা খানাখন্দে ভর্তি।
• জঞ্জাল সাফাই: জঞ্জাল সাফাইয়ের ক্ষেত্রে সমস্যা নেই। তবে ভ্যাট পরিষ্কার করার ক্ষেত্রে অনেক সময় দেরি হয়।
• পথবাতি: সর্বত্রই পথবাতি রয়েছে। তবে নদীর ধারে গড়ে ওঠা নতুন এলাকাগুলির সব জায়গায় পথবাতি নেই। |
পালবাড়ি এলাকায় বেহাল রাস্তা। |
যুযুধান |
শক্তিদাস অধিকারী
তৃণমূল |
সৌমেন খান
কংগ্রেস |
শান্তনু দত্ত
সিপিএম |
|
|
|
পেশায় আইনজীবী। দলের
একনিষ্ঠ কর্মী। পুরভোটের
ময়দানে এবারই প্রথম। |
শহর কংগ্রেসের সভাপতি।
আগে এই ওয়ার্ডেরই
কাউন্সিলর ছিলেন। |
পুরভোটের লড়াইয়ে
প্রথমবার। দলের একনিষ্ঠ
কর্মী হিসেবেই পরিচিত। |
|
|