ভাগ্য সঙ্গে থাকলে তাঁর ক্লাবের জার্সি পরেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনকী ক্লাবের সঙ্গে কয়েক মাস অনুশীলনও করেছিলেন সিআর সেভেন এবং তাঁকে দেওয়া হয় ‘নয় নম্বর জার্সি’। শুধু শেষ মুহূর্তে গিয়ে স্যর অ্যালেক্স ফার্গুসন রোনাল্ডোকে ছিনিয়ে নিয়ে যান ওল্ড ট্র্যাফোর্ডে। দলবদলের বাজারে যা বলা হয় আর্সেনালের ঐতিহাসিক ‘মিস’। রোনাল্ডো তাঁর ক্লাবের হয়ে কোনও দিন না খেললেও, পর্তুগিজ মহাতারকার প্রতিভার বিচ্ছুরণ দেখে এখনও মুগ্ধ হয়ে যান আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের কিংবদন্তি কোচের কাছে আজও বিশ্বের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই। আর্সেনাল সমর্থকদের সঙ্গে টুইটারে ‘প্রশ্ন-উত্তর’ সেশনে রোনাল্ডো-মেসি প্রসঙ্গে ওয়েঙ্গার বলেন, “মেসি আর রোনাল্ডোর মধ্যে তুলনা করা খুব কঠিন। কিন্তু আমি বলব এই মূহুর্তে রোনাল্ডোই এগিয়ে। ও খুব অ্যাথলেটিক।’’ শুধু মাত্র এই একবার নয়। সিআর সেভেনের প্রশংসায় আগেও ওয়েঙ্গার বলেছিলেন, “রোনাল্ডো হচ্ছে কমপ্লিট ফুটবলার। মাঠে ও সব কিছুই করতে পারে। রোনাল্ডো এক বিশ্বমানের প্রতিভা।” পাশাপাশি প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে থাকলেও, এখনও অনেক ম্যাচ জিততে হবে আট বছরের ট্রফি খরা কাটাতে, সেই কথা জানালেন ওয়েঙ্গার। বলেন, “প্রিমিয়ার লিগ জিততে হলে প্রতিটা ম্যাচে ভাল খেলতে হবে। সতেরো বছর পরেও জেতার জন্য সমান ভাবেই উদ্দীপ্ত আমি।”
|
অনূর্ধ্ব ১৯ আন্তঃ জেলা স্কুল ভলিবলে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ২৪ পরগনা। ফাইনালে তারা হুগলিকে ২৫-২১, ২২-২৫, ২৫-২০ ও ২৫-১৩ পয়েন্টে হারিয়েছে। ছেলেদের বিভাগে তৃতীয় বর্ধমান। তারা তৃতীয় স্থান নির্ণায়ক খেলায় হাওড়াকে ২-১ সেটে হারায়। স্কুল ভলিবলের মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হুগলি। তারা ফাইনালে উত্তর ২৪ পরগনাকে ২৫-২৩, ২৫-২৩, ২৫-২৩ পয়েন্টে হারায়। অন্য দিকে, মেয়েদের স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল হুগলি। সোমবার ফাইনালে তারা পশ্চিম মেদিনীপুরকে ১-০ গোলে হারায়। শনিবার থেkকে শালবনিতে বসেছিল ৫৯ তম রাজ্য বালিকা স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব ১৯)।
|
জুনিয়র সাফের লংজাম্পের মহিলা বিভাগে রূপো পেল শিলিগুড়ির শিপু মণ্ডল। মঙ্গলবার রাঁচির বিরসা মুণ্ডা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত ৮ দেশের এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে। এদিন ৫.৩৯ মিটার লাফিয়েচে শিপু। যা প্রথম স্থান অধিকারীর চেয়ে ০.১ মিটার কম। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের অ্যাথলেটিক্স সচিব অনুপ সরকার বলেন, “শিপু এ দিন যা পারফর্ম করেছে তার চেয়ে অনেক বেশি সে লাফাতে সক্ষম।” নিজের ব্যক্তিগত রেকর্ডও এদিনের চেয়ে ভাল বলে দাবি করেন অনুপবাবু। চলতি বছরেই চেন্নাইতে সিনিয়র ন্যাশনাল প্রতিযোগিতায় লং জাম্পে ৫.৯৯ মিটার লাফিয়েছিল শিপু।
|
কালীঘাট মিলন সমিতিকে হারিয়ে শেষ পর্যন্ত কলকাতা লিগে জয়ের মুখ দেখল ইউনাইটেড স্পোর্টস। মঙ্গলবার পেনাল্টি থেকে করা অনুপম সরকারের একমাত্র গোলেই মান বাঁচল এলকো সাতোরির দলের। ভিসা সমস্যা মিটিয়ে এখনও ফেরেননি এলকো। র্যান্টি মার্টিন্সও এ দিন খেলেননি। শুরু থেকে এরিককেও নামাননি সহকারী কোচ অঞ্জন নাথ। বিদেশি বলতে প্রথম একাদশে ছিলেন শুধু বেলো রজ্জাক। সিনিয়ার ফুটবলারদেরও বিশ্রাম দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে শুরুটা যে খুব ভাল করেছিলেন সুরজিৎ, বলদীপরা, এমনটা বলা যাবে না। তাদের কিপার ঈশান দেবনাথ যদি বেশ কয়েকটি ভাল সেভ না করতেন তবে সমস্যায় পড়তে হত ইউনাইটেডকে। তবে ভাল খেলেন শৌভিক চক্রবর্তী। তিনিই ম্যাচের সেরা। এরিক নামার পর আক্রমণে আরও জোর বাড়ে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি কালীঘাটের এক ডিফেন্ডার নিজেদের বক্সের মধ্যে এরিককে ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। অনুপম ভুল করেননি। ১৭ নভেম্বর মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচ রয়েছে। তার আগে এই জয় কিছুটা অক্সিজেন এনে দিল ইউনাইটেড শিবিরে।
|
শহরে আসছেন অলিম্পিকের রুপোজয়ী কুস্তিগীর সুশীল কুমার। পঁচাত্তর বছর পর জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ হচ্ছে বাংলায়। সেখানেই বিশেষ অতিথি হয়ে আসছেন সুশীল। টুর্নামেন্ট চলবে ১৫-১৭ নভেম্বর। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। বিভিন্ন রাজ্য থেকে মোট ৩৩টি দল আসছে। এক হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেবেন এই টুর্নামেন্টে। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য কৃত্রিম টার্ফের ব্যবস্থা করে দিয়েছেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়নকে প্রয়াত সঙ্গীতশিল্পী মান্না দে-র নামাঙ্কিত ট্রফি দেওয়া হবে।
|
ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ হেরে দেশে ফিরলেও তাঁর দুরন্ত ব্যাটিং ফর্মের জন্য পুরস্কৃত হলেন জর্জ বেইলি। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বারো জনের দলে সুযোগ পেয়েছেন বেইলি। শুধু সুযোগ পাওয়াই নয়, মিডল অর্ডারে তাঁর খেলাও নিশ্চিত। ৩১ বছর বয়সে টেস্টে অভিষেক ঘটতে চলেছে বেইলির। শুধু বেইলি-ই নন, ভারতের মাটিতে ভাল পারফরম্যান্স করার জন্য দলে রাখা হয়েছে মিচেল জনসনকেও। ফিরিয়ে আনা হয়েছে ডেভিড ওয়ার্নারকেও।
|
ভারতীয় দলে ডাক পেলেন মুম্বইয়ের পেসার ধবল কুলকার্নি। দলে আছেন মোহিত শর্মাও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ১৫ জনের দল থেকে বাদ পড়েলন ইশান্ত শর্মা ও বিনয় কুমার। যুবরাজও এই দলে রয়েছেন। টেস্ট সিরিজে যাঁকে কাঁধের চোটের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল, সেই রবীন্দ্র জাডেজাও আছেন টিমে।
পুরো দল: ধোনি (অধিনায়ক), ধবন, রোহিত, কোহলি, যুবরাজ, রায়না, জাডেজা, অশ্বিন, ভুবনেশ্বর, সামি, রায়ডু, মিশ্র, উনাদকট, ধবল ও মোহিত। |