টাটকা খবর |
শর্ট স্ট্রিট-কাণ্ড: কাঠগড়ায় কেঁদে ফেললেন মমতা অগ্রবাল
নিজস্ব সংবাদদাতা |
আদালতে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীর সওয়াল থামিয়ে দিলেন তিনি। ভাঙা গলায় কাঁদতে কাঁদতে বললেন, “আমি কাউকে গুলি করে খুন করিনি। শূন্যে গুলি চালিয়েছি। আমাকে ফাঁসিয়েছে পুলিশ।”
বছর ছত্রিশের মোটাসোটা মহিলা। পরনে নীল টি-শার্ট আর থ্রি-কোয়ার্টার প্যান্ট। শর্ট স্ট্রিটে গুলি করে দুই যুবককে খুন করার মামলার মূল অভিযুক্ত মমতা অগ্রবালকে দেখতে ব্যাঙ্কশাল আদালতের এজলাসে তখন উপচে পড়ছে ভিড়।
মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ পুলিশের বড় ভ্যানে লালবাজার থেকে আদালতে নিয়ে আসা হয় তাঁকে। মুখে গামছা জড়ানো অবস্থায় গাড়ি থেকে নামেন তিনি। পুলিশ প্রথমে তাঁকে নিয়ে যায় আদালতের লকআপে। সেখান থেকে পরে তাঁকে বিচারকক্ষে নিয়ে যান দু’জন মহিলা পুলিশকর্মী। তখন সেখানে দাঁড়িয়ে মমতার দাদা উমঙ্গ-সহ তিন আত্মীয়। এজলাসের ভিতরে একটি কাঠের বেঞ্চে প্রথমে বসানো হয় তাঁকে। পুলিশি ঘেরাটোপের মধ্যে মমতার পাশে এসে বসেন তাঁর আইনজীবী মন্দিরা বসু ও বক্তিয়ার আলম শাহ। ভরা আদালতে পরিচিত আইনজীবীদের দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মমতা। আইনজীবীকে তিনি বললেন, “আমি নির্দোষ। ওরা বোমা, বন্দুক নিয়ে এসেছিল। আমি বাধা না দিলে ওরা আমাকে যৌন নিযার্তন করত।” এর পরেই তাঁকে নিয়ে আসা হয় কাঠগড়ায়।
প্রথমটায় চুপ করে দাঁড়িয়ে মন দিয়ে শুনছিলেন নিজের পক্ষে দাঁড়ানো আইনজীবীদের সওয়াল। কিছু ক্ষণের মধ্যেই এই আইনজীবীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সরকার পক্ষের আইনজীবী। সেই বাদানুবাদের সময়ই কাঠগড়ায় দাঁড়িয়ে সরাসরি বিচারককে নিজের কথা বলতে শুরু করেন মমতা।
তাঁর আইনজীবীরা এ দিন আদালতে একই অভিযোগ করেছেন। তাঁদের বক্তব্য, ৯এ শর্ট স্ট্রিটের ওই ১৭ কাঠা জমিটি দখল করার পরিকল্পনা করেছিলেন কয়েক জন। মুম্বইয়ের একটি সংস্থার দিকেও আঙুল তোলেন আইনজীবীরা। ওই সংস্থার আচরণ সন্দেহজনক বলে আদালতে তাঁরা দাবি করেন। মমতার আর এক আইনজীবী সুশান্ত দত্ত আদালতে জানান, ওই সম্পত্তি জোর করে দখল করার জন্যই দুষ্কৃতীরা সোমবার ভোরের আলো ফোটার আগেই পাঁচিল টপকে বাড়িটিতে ঢুকেছিলেন। শুধু তাই নয়, মমতার শ্লীলতাহানি করা হয়েছে বলেও আদালতে তাঁর দাবি। মমতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা চালু করার কথাও তিনি বলেন। পুলিশ কমিশনারের বাড়ির এত কাছে ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতার আইনজীবীরা। মমতা অগ্রবালের আইনজীবী মন্দিরাদেবীও বলেন, “যে ভাবে অস্ত্র হাতে নিয়ে যুবকেরা ওই বাড়িতে হামলা চালিয়েছে তাতে মমতাকে খুন বা ধর্ষণ করাই তাদের উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে।” আইনজীবীদের অভিযোগ, মমতাকে সোমবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হলেও পুলিশ আদালতে বলেছে তাঁকে গ্রেফতার করা হয়েছে দুপুরে।
সরকার পক্ষের আইনজীবী অবশ্য আদালতে জানান, ঠান্ডা মাথায় ওই খুনের ঘটনা ঘটানো হয়েছে। হতাহত সকলের মাথাতেই বুলেটের আঘাত রয়েছে বলে তিনি এ দিন আদালতে দাবি করেন। পরে বিচারক তাঁকে ২৫ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশে দেন। |
এক মাসেই গ্রামীণ সড়ক যোজনার কাজ চালু রাজ্যে
নিজস্ব সংবাদদাতা |
গোটা রাজ্যে আগামী এক মাসের মধ্যে গ্রামীণ সড়ক যোজনার কাজ চালু হয়ে যাবে। মঙ্গলবার ইলামবাজারে বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান।
অভিনব উপায়ে এই কাজের সূচনা করার পরিকল্পনা আছে মুখ্যমন্ত্রীর। তিনি জানান, এক মাসের মধ্যে একটি দিন ঠিক করা হবে। সে-দিন রাজ্যের সব জেলার সব গ্রামে একই সময়ে একটি করে রাস্তা তৈরির কাজ শুরু হবে। তিনি নিজেও কোনও একটি রাস্তা তৈরির কাজে হাত লাগিয়ে এই প্রকল্পের উদ্বোধন করবেন। সেটা নিছক ফিতে কাটা নয়। তিনি নিজের হাতে রাস্তার ইট পাততে চান। কোন দিন ওই কাজের সূচনা হবে, তা পরে ঠিক করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এ দিনের বৈঠকে জানান, ওই সব রাস্তাকে গ্রামের কৃষিজমির সঙ্গে যুক্ত করা হবে। গ্রামীণ সড়ক যোজনার এই কাজ ধারাবাহিক ভাবে চালু থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।
বৈঠকে হাজির বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর সঙ্গে কথা বলছিলেন মমতা। তারই মধ্যে সকলের উদ্দেশে তিনি বলেন, “ঠিকাদারদের স্বার্থ দেখা আমাদের কাজ নয়। আমার সরকার ঠিকাদারের সরকার নয়। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত সরকারি যে-কোনও প্রকল্পের কাজ করতে হবে সমন্বয়ের ভিত্তিতে। আমরা সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। কোন ঠিকাদার কাজ পেলেন আর কে পেলেন না, তার জন্য কাজ যেন না-আটকায়।”
বিপিএল কার্ড দেওয়ার প্রসঙ্গটিও ওঠে এ দিনের বৈঠকে। দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের বিপিএল কার্ড দেওয়ার ক্ষেত্রে জন্ম-তারিখের শংসাপত্র বাধ্যতামূলক করা যাবে না বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর যুক্তি, গ্রামাঞ্চলে এখনও বহু মহিলার বাড়িতেই প্রসব হয়। সব মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রসব করানোর মতো বাস্তব পরিস্থিতি নেই। এই অবস্থায় যত দিন না সেটা নিশ্চিত করা যাচ্ছে, তত দিন বিপিএল কার্ডের ক্ষেত্রে জন্ম-তারিখের শংসাপত্র বাধ্যতামূলক করাটা ঠিক হবে না।
তা হলে বিকল্প কী হবে, তারও সূত্র দিয়েছেন মমতা। তিনি বলেন, “এলাকায় গিয়ে সংশ্লিষ্ট পরিবার সম্পর্কে খোঁজখবর নিন। ওই পরিবার সম্পর্কে পাড়ার লোকেদের সঙ্গে কথা বলুন। পরিবারের লোকেদের ভোটার পরিচয়পত্র আছে কি না, জানতে চান। এবং এ-সবের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য সম্পর্কে নিশ্চিত হলে বিপিএল কার্ড দিয়ে দিন।” বৈঠকে এ প্রসঙ্গেই বিদ্যুৎ-সংযোগ দেওয়ার বিষয়ে কথা হয়। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বিদ্যুৎ-সংযোগের জন্য বিশেষত যে-সব এপিএল (দারিদ্রসীমার উপরে থাকা) পরিবার আবেদন করেছে, তাদের দ্রুত সংযোগ দিতে হবে। এই কাজে অগ্রগতি কেমন হচ্ছে, দু’মাস অন্তর তা ‘মনিটর’ অর্থাৎ খতিয়ান নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
বীরভূমের সিউড়ি, নলহাটির মতো এলাকায় ১০০ দিনের কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন মমতা। ওই সব এলাকায় ‘বিশেষ শিবির’ করে লক্ষ্যমাত্রায় পৌঁছনোর নির্দেশ দেন তিনি।
|
বাধ্যতামূলক করতে হবে এফআইআর: সুপ্রিম কোর্ট
সংবাদ সংস্থা
|
কোনও প্রাথমিক তদন্ত নয়, মামলাযোগ্য অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে এফআইআর করতে হবে। মঙ্গলবার এই রায় দিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের এক ডিভিশন বেঞ্চ। তারা আরও জানিয়েছে, অভিযোগের ধরন নয়, অপরাধের গুরুত্ব বিচার করে তদন্ত করতে হবে এবং সাত দিনের মধ্যে শেষ করতে হবে প্রাথমিক তদন্তের কাজ। কোনও পুলিশকর্মী যদি এফআইআর নিতে অস্বীকার করেন তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
|
চার বার ভূকম্পন দিল্লিতে
|
পর পর চার বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবার মধ্য রাতে এক ঘণ্টার তফাতে প্রথমে দু’বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনমাত্রা ছিল ৩.১ ও ৩.৩। তৃতীয় ও চতুর্থ কম্পন হয় রাত ১টা ৫৫ মিনিট ও ৩টে ৪০মিনিট নাগাদ। ৩-৪ সেকেন্ড স্থায়ী ছিল প্রত্যেকটি কম্পন। প্রথম কম্পনের কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ দিল্লিতে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় কম্পনের উত্সস্থল ছিল গুড়গাঁওয়ের মানেসরে। দিল্লি ছাড়াও এই কম্পন অনুভূত হয় নয়ডা, গুড়গাঁও ও গাজিয়াবাদে। আতঙ্কে দিশেহারা মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন।
|
ছত্তীসগঢ়ে বিস্ফোরণে হত ৩
|
প্রথম দফার ভোটগ্রহণ পর্ব মিটে গেলেও মাওবাদী হামলা অব্যাহত ছত্তীসগঢ়ে। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সুকমা জেলায় মাওবাদীদের পাতা বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দু’জন বিএসএফ জওয়ান এবং একজন তাঁদের গাড়ির চালক। নিহত দুই জওয়ানের নাম যুবরাজ প্রধান এবং হোশিয়ার সিংহ। চালকের নাম রাজু গোণ্ডিয়া। আহত হয়েছেন বিএসএফের এক চিকিত্সক। ভোটের ডিউটি সেরে ফেরার পথে সুকমার কেরলাপাল-মানঝিপাড়ায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। মাওবাদীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
|
কেরলে শুরু হবে মহিলাচালিত ট্যাক্সি পরিষেবা
সংবাদ সংস্থা |
মহিলাদের নিরাপত্তা নিয়ে গালভরা আশ্বাস নয়, হাতে-কলমে কিছু করায় উদ্যোগী হল কেরল সরকার! দেশের মধ্যে এই প্রথম কেরলের তিরুঅনন্তপুরমে সরকারি সহায়তায় শুরু হবে সম্পূর্ণ মহিলাচালিত ২৪x৭ ট্যাক্সি পরিষেবা। ‘শি ট্যাক্সি’ (she Taxi) নামে এই প্রকল্পের ফলে উপকৃত হবেন সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন মহিলারা, এমনটাই আশা সরকারের। সামজিক ন্যায় দফতরের অধীনস্থ সংস্থা ‘জেন্ডার পার্ক’-এর এই প্রকল্পে ট্যাক্সির জন্য ঋণ দেবে কেরল সরকার। ঋণ শোধের পর মাসে প্রায় কুড়ি হাজার টাকা আয়ের সম্ভাবনা আছে, জানিয়েছে ‘জেন্ডার পার্ক’।
আগামী ১৯ নভেম্বর মাত্র পাঁচটি ট্যাক্সি নিয়ে সূচনা হলেও প্রকল্পের পরবর্তী পর্যায়ে কোচি ও কোঝিকোড়েও
এই পরিষেবা চালু হবে। নিরপত্তার কথা মাথায় রেখে ট্যাক্সির ভিতরে যাত্রী ও চালকদের জন্য ইমার্জেন্সি সুইচ, সেফটি ম্যাপ-সহ জিপিআরএস, ইমার্জেন্সি অ্যালার্ট মোবাইল অ্যাপ ইত্যাদি সুবিধাও থাকবে।
‘জেন্ডার পার্ক’-এর সিইও পিটিএম সুনিশ জানান, ভবিষ্যতে এই প্রকল্পের পরবর্তী পর্যায়ে আরও ৩০০টি ট্যাক্সি যুক্ত করার পরিকল্পনা আছে। তাঁর আশা, মহিলাদের সুরক্ষার পাশাপাশি তাদের আর্থ-সামাজিক উন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই প্রকল্প।
|
বাংলাদেশ বিমানবন্দরে আটক সোনা
সংবাদ সংস্থা |
মঙ্গলবার সকালে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২০ কিলোগ্রাম সোনার বার আটক করল আবগারি দফতর। দফতর সূত্রে খবর, কাতার এয়ারওয়েজের বিমানে যাত্রী আসনের নীচে একটি প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে সোনার বারগুলি। আন্তর্জাতিক বাজারে আটক সোনার বারগুলির আর্থিক মূল্য ২ মিলিয়ন মার্কিন ডলার। আবগারি দফতরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানিয়েছেন, এটি আবগারি দফতরের একটা বড় সাফল্য। পুলিশ জানিয়েছে, আসনের নীচে একটি প্যাকেট পড়ে থাকতে দেখে বোমা সন্দেহে খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষকে। তদন্তের পর উদ্ধার করা হয় সোনা। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
বাংলাদেশে সোনার দাম বাড়তে থাকায় বিভিন্ন দেশ থেকে বিশেষ করে মধ্য প্রাচ্য থেকে চোরাপথে ঢুকছে। ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে গত দু’মাসে বেশ কয়েকবার সোনা উদ্ধার করেছেন আবগারি দফতরের আধিকারিকরা। |
|