ডায়েরিয়া ছড়িয়েছে আরামবাগের তাজপুর গ্রামের পুরকায়েতপাড়ায়। শনিবার থেকে ওই রোগে ১৫ জন আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে ওই রাতেই শরবালা পুরকায়েত (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রবিবার সকালে সংশ্লিষ্ট হরিণখোলা-১ পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে গ্রামে যান স্বাস্থ্য দফতরের চিকিৎসকেরা। এলাকার একটি দূষিত পুকুর এবং সংলগ্ন একটি নলকূপের জল থেকে দূষণ ছড়িয়েছে বলে মনে করছে ব্লক স্বাস্থ্য দফতর। ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস বলেন, “মৃত বৃদ্ধার ডায়েরিয়া হয়েছিল ঠিকই। তিনি হৃদরোগ-সহ নানা অসুখেও ভুগছিলেন। তাঁর মৃত্যুর কারণ তদন্ত সাপেক্ষ। এলাকার পুকুর এবং নলকূপগুলি পরিশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।” স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে এক জনকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের গ্রামেই চিকিৎসা চলছে। এ দিন দূষিত পুকুর এবং চারটি নলকূপ পরিশোধন করা হয়েছে বলে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে।
|
কুমারগ্রামের রায়ডাক বাগানে শনি এবং রবিবারে নতুন করে চার জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, অমরপুর গ্রামের বিনয় নার্জিনারি, রহিমা নার্জিনারি, মাতাল ওরাও ও অনিতা নার্জিনারি নামে চার জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর ওই চা বাগানে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। স্বাস্থ্য দফতর সুত্রে জানা গেছে, কুমারগ্রাম ব্লকের রায়ডাক চা বাগানে গত দুই সপ্তাহে তিন শিশু সহ ২৫ জন ম্যালেরিয়া আক্রান্ত হন। এ ছাড়া জ্বরে আক্রান্ত হয়েছেন প্রায় ২০০ জন। ব্লক স্বাস্থ্য আধিকারিক কৃষ্ণেন্দু ঠাকুর বলেন, “রায়ডাক চা বাগানে ২৫ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। বাসিন্দাদের সচেতনতার ঘাটতি রয়েছে। সচেতন করার কাজ চলছে, ডিডিটিও স্প্রে করা হচ্ছে।”
|
ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হল একটি শিশুর। সুখী ভুঁইয়া (৬) নামে ওই শিশু রবিবার সকালে মারা গিয়েছে। আসানসোল পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের ডামড়া এলাকায় বহু সংখ্যক মানুষ ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। রবিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ২০ জন। এখনও তিন জন আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। পুরসভার চিকিৎসক অজয়কুমার সেন এই বিষয়ে নজর রাখছেন বলে জানিয়েছেন। এলাকায় ওষুধ ও প্রতিষেধক দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। অজয়বাবু দাবি করেন, স্থানীয় একটি পুকুরের জল ব্যবহার করে আক্রান্ত হয়েছেন বাসিন্দারা। পুকুরে প্রতিষেধক ছড়ানো হয়েছে। আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় এলাকায় স্বাস্থ্যকর্মীদের একটি দল পাঠিয়েছেন।
|
এসএসকেএম হাসপাতালের প্রসূতি বিভাগে রবিবার সন্ধ্যায় অক্সিজেন সিলিন্ডার লিক করে আতঙ্ক ছড়ায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকল সূত্রের খবর, যে-সিলিন্ডার থেকে গ্যাস বেরোচ্ছিল, সেটিকে বাইরে আনা হয়। এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। |