তাঁর উত্থান অগ্নিগর্ভ সত্তরের দশকে। তখন থেকেই রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকায় লিখতে শুরু করেন। এক সময়ে নিয়মিত কবিতা লিখেছেন ‘দেশ’ পত্রিকাতেও। তিনি সিউড়ির বাসিন্দা, পেশায় ওষুধ ব্যবসায়ী প্রভাত সাহা। সম্প্রতি তাঁর নতুন একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। যার নাম ‘অন্ধযাত্রা’। নতুন লেখাগুলি তিনি উৎসর্গ করেছেন,
“বাংলার সাংস্কৃতিক জগতের
সেই প্রতিভাবানদের উদ্দেশ্যে
যাদের পাপ
নিঃশব্দে কালস্রোতে হারিয়ে যাবে।”
প্রভাতবাবুর এখনও পর্যন্ত ৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
|
ষষ্ঠ ‘রাজ্য শিশু কিশোর উৎসব’- যোগ দিতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বীরভূমের ছেলেমেয়েরা। রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আগামী ৫-১২ জানুয়ারি বাঁকুড়ার বিষ্ণুপুরে শিশু কিশোর আকাদেমির ওই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। জেলা থেকে মোট ৩০ জন ৫ থেকে ১৬ বছর বয়সী শিশু কিশোর ওই উৎসবে যোগ দেওয়ার সুযোগ পেয়েছে। উৎসবে আবৃত্তি, নাচ, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোকসঙ্গীত, গল্প বলা প্রভৃতি প্রতিযোগিতা রয়েছে।
|
স্থানীয় অলঙ্কার সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে সম্প্রতি মান্না দে-র স্মরণসভা হয়েছে সিউড়ি জেলা পরিষদের হলে। যোগ দিয়েছিলেন শিল্পী মহুয়া গঙ্গোপাধ্যায়, শিবাজী পাল, শান্তব্রত নন্দন প্রমুখ। |