টুকরো খবর
উদ্ধার ৫৮ কেজি সোনার বিস্কুট
৫৮ কিলো ৯০ গ্রাম সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের বহরমপুর শাখা। শনিবার সকালে বহরমপুরের ফতেপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় দীপক সরকার ও জগদীশ শর্মা নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবার সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবী কাঞ্চনলাল মুখোপাধ্যায় বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উত্তরবঙ্গ থেকে ওই সোনা কলকাতায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বর্তমান ওই সোনার বাজার দর প্রায় ১৮ কোটি টাকা।” গাড়ির সিটের নীচে স্টিলের পাত কেটে বাক্স তৈরি করে ৫০৪টি সোনার বিস্কুট রায়গঞ্জের গঙ্গারামপুর থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের জন্য। খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কলকাতা ও বহরমপুর শাখা দুটি পৃথক দল তৈরি করে তদন্তে নামে। শনিবার সকালে ভাগীরথীর পশ্চিমপাড় লাগোয়া খাগড়াঘাট রেলগেটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে সোনা-সহ দুই পাচারকারী ধরা পড়ে। রাজস্ব দফতর সূত্রে খবর, সোনার বিস্কুটের গায়ে সুইৎজারল্যান্ডে তৈরির উল্লেখ রয়েছে।

বিয়ের নামে প্রতারণা, গ্রেফতার
বিয়ের নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রানাঘাটের এই ঘটনায় ধৃত মানবেন্দ্র খাঁ কলকাতা টালিগঞ্জের বাসিন্দা। ধৃতকে রবিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রানাঘটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি এর আগে আরও তিনটি মেয়ের সঙ্গে প্রতারণা করেছেন। রানাঘাটের ওই মহিলার পরিবারের তরফে অভিযোগ পেয়েই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।”

করিমপুর বন্ধ
কংগ্রেস নেতা তারক সরখেলকে খুনের চেষ্টার প্রতিবাদে রবিবার ২৪ ঘণ্টা করিমপুর বন্ধ করল কংগ্রেস। ফলে এ দিন বাজারের পাশাপাশি যান চলাচলও বন্ধ ছিল এলাকায়। শনিবার রাতে মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ ও স্থানীয় গুলিবিদ্ধ হয় কংগ্রেস নেতা তারক সরখেল। তিনি এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তেহট্টের এসডিপিও সুনীল সিকদার বলেন, “ঘটনায় রবিবার বিকেল পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার দিকে নজর রাখছে পুলিশ।”

তাজা বোমা উদ্ধার
১১টা তাজা বোমা উদ্ধার করল ভরতপুর থানার পুলিশ। শনিবার রাতে ভরতপুরের হরিশচন্দ্রপুরের একটি মাঠ থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। জানা গিয়েছে, শনিবার রাতে ওই এলাকায় বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তখনই বোমাগুলি উদ্ধার করা হয়। যদিও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার ভোরে নদিয়ার হরিনঘাটা থানা এলাকায় রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে ওই মহিলার আনুমানিক বয়স ৩৫। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার দুপুরে রঘুনাথগঞ্জের মণ্ডলপুর গ্রামের ঘটনা। মৃত গৌর মণ্ডল (৫২) ওই এলাকারই বাসিন্দা। গাছে উঠে তেঁতুল পারছিলেন গৌরবাবু। উচ্চ ক্ষমতাসম্পন্ন তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে বিদ্যুৎ কর্মীরা এসে গৌরবাবুর মৃতদেহ উদ্ধার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.