টুকরো খবর |
কিশোরীর শ্লীলতাহানি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর সদর এলাকায় শ্লীলতাহানির শিকার হলেন এক কিশোরী। কিশোরীর বক্তব্য, সন্ধ্যায় সাইকেলে বাড়ি ফেরার সময় দুই যুবক তার শ্লীলতাহানি করে। মেদিনীপুর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি গত বুধবারের। বৃহস্পতিবার লিখিত অভিযোগ করে ওই কিশোরী। বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি মেদিনীপুর সদরের আবাসে। অভিযুক্ত দুই যুবকের একজনকে চিহ্ণিত করেছে ওই কিশোরী। নাম গুল্লি দণ্ডপাট। ওই যুবকের বাড়িও আবাসে। কিশোরীর দাবি, অন্য জনকেও সে চিনতে পারবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। |
অবরোধে ছাত্ররা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুলে ঢোকার রাস্তার পাশে দোকানঘর না-করার দাবিতে শনিবার মেদিনীপুর শহরে পথ অবরোধ করল স্কুলের ছাত্ররা। পরে পুলিশ গিয়ে অবরোধ ওঠায়। মোহনানন্দ বিদ্যামন্দির স্কুলটি কেরানিতলা-রাঙামাটি সড়কের একদিকে। স্কুলের অদূরে ফাঁকা জায়গা এক সংস্থা লিজে পেয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। স্কুল-কর্তৃপক্ষের দাবি, ওই জায়গায় দোকানঘর হচ্ছে। যার দরজা হচ্ছে স্কুলে ঢোকার রাস্তার দিকে। প্রতিবাদে ছাত্ররা শনিবার পথ অবরোধ করে। প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভুঁইয়া বলেন, “পুলিশ-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতীকী।”
|
স্কুল ফুটবল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শালবনিতে শুরু হল ৫৯ তম রাজ্য বালিকা স্কুল ফুটবল প্রতিযোগিতা (অনুর্ধ্ব ১৯)। শনিবার এর উদ্বোধন হয়। রাজ্য বিদ্যালয় ক্রীড়া পর্ষদের উদ্যোগে এবং জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের উদ্যোগে শালবনি স্টেডিয়ামে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৮টি জেলার দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। সোমবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। |
দেওয়ালে লড়াই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কলেজ-বিশ্ববিদ্যালয়ের দেওয়াল পত্রিকার প্রতিযোগিতা হল বেলদায়। উদ্যোক্তা ‘আলোকন’ পত্রিকা। রবিবার বেলদা স্টেশন চত্বরে প্রতিযোগিতায় ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘উন্মুখ’, মেদিনীপুর কলেজের ‘বোধোদয়’, বেলদা কলেজের ‘ছায়ানট’, ‘অন্যমন’-সহ ২৫টি পত্রিকা ছিল। ছিল সাহিত্য আড্ডার আয়োজনও। |
নন্দীগ্রাম দিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বটতলাচকে রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম দিবস পালন করল মেদিনীপুর নাগরিক সমাজ। ছিলেন সভাপতি হরিপদ মণ্ডল প্রমুখ, কার্যকরী সভাপতি অনুত্তম ভট্টাচার্য প্রমুখ। |
সাইকেল বিলি |
|
—নিজস্ব চিত্র। |
ফের সাইকেল বিলি শুরু হল মেদিনীপুর সদর ব্লকে। এ বার সব মিলিয়ে ২ হাজার ৩৯১টি সাইকেল বিলি হবে। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের উদ্যোগে শনিবার সদর বিডিও অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে সাইকেল বিলি শুরু হয়। ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, বিডিও ঋত্বিক হাজরা প্রমুখ। জঙ্গলমহলের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের সাইকেল দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মতো সাইকেল বরাদ্দ এবং বিলি হয়। |
|