|
|
|
|
বিনোদন |
বহরমপুরের ভাগীরথীতে স্নানের
স্মৃতি এখনও ভোলেননি যশরাজ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
|
|
পাঁচ দশক আগে তিনি দু’দিনের জন্য বহরমপুর বেড়াতে এসে ভাগীরথীর জলে স্নান করেছিলেন। সে কথা ৮৩ বছরের স্মৃতিতে আজও অমলিন। তিনি ধ্রুপদী সঙ্গীতের যাদুকর ‘পদ্মবিভূষণ’ পণ্ডিত যশরাজ। অর্ধ শতক পরে ফের দু’দিনের জন্য তিনি বহরমপুরে আসেন। মুর্শিদাবাদে তাঁর আসার উদ্দেশ্যমুর্শিদাবাদ হেরিটেজ ডেভলপমেন্ট সোসাইটি-র উদ্যোগে অনুষ্ঠিত দ্বিতীয় মুর্শিদাবাদ হেরিটেজ উৎসবে অংশ নেওয়া।
আগের বার তিনি বহরমপুরে এসেছিলেন শুধুই বেড়াতে। এ বার এসেছেন তাঁর সুরের মূর্চ্ছনার মায়া ছড়াতে। ওই উপলক্ষে শুক্রবার রাতের ভাগীরথী এক্সপ্রেসে শিয়ালদহ স্টেশন থেকে বহরমপুর কোর্ট স্টেশনে এসে নামেন। শুরুতে সরকারি অতিথিশালা ‘সার্কিট হাউসে’ রাখার কথা থাকলেও পরে সেই ব্যবস্থা বাতিল করে তাঁকে শিল্পতালুকের একটি বিলাসবহুল হোটেলের প্রেসিডেন্টিয়াল সুইটে রাখা হয়েছে। |
বহরমপুরের হোটেলে।—নিজস্ব চিত্র। |
হোটেলের ঘরে সোফায় শরীর এলিয়ে রয়েছেন। পরনে সাদা ধোপদুরস্ত পোশাক। স্মৃতি রোমন্থন করেন, “এর আগে বহরমপুরে এসে ভাগীরথীতে স্নান করেছিলাম। বহরমপুরের ভাগীরথী খুব চওড়া নয়। কিন্তু সুন্দর। বহরমপুরের আবহাওয়া আমার ভাল লাগে। এখানকার মানুষজন ভীষণ আন্তরিক। আমার মন ছুঁয়ে যায়। তবে এ বার এসে কোথাও বের হইনি। হোটেলের ঘরেই রয়েছি। বয়স হচ্ছে তো!”
রবিবার সন্ধ্যায় লালবাগের কাঠগোলা বাগানে পণ্ডিত যশরাজ অনুষ্ঠান করেন। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে সঙ্গত করেন রতনমোহন শর্মা, অঙ্কিতা যোশী, পারমিতা দেশমুখ ও সৌগত বন্দ্যোপাধ্যায়। তবলায় রামকুমার মিশ্র, হারমোনিয়ামে মুকুন পেটকর ও মৃদঙ্গমে ছিলেন প্রকাশ।
যশরাজের অবশ্য রেওয়াজ করার কোনও ধরাবাঁধা সময় নেই। তেমনই ক্লান্ত না হওয়া পর্যন্তও চলে রেওয়াজ। তাঁর কথায়, “রেওয়াজ করার জন্য আমার ধরাবাঁধা কোনও নির্দিষ্ট সময় নেই। যখন মন হয়, তখনই রেওয়াজে বসে যাই। কখনও ১০ মিনিট রেওয়াজ করে উঠে পড়ি। আবার কখনও ক্লান্ত না হওয়া পর্যন্ত রেওয়াজ চলে।” সঙ্গীতের ওই সন্ন্যাসী বলেন, “মঞ্চে ওঠার আগে পর্যন্ত কোন রাগ গাইব, তা ঠিক থাকে না। কোলের কাছে স্বরমণ্ডল টেনে নিয়ে সুর ঠিক করার সময়ে বাতাসের মধ্যে আচমকা আমি কোনও সুর খুঁজে পেলে, সেই সুরের রাগ গাই।”
তিনি নিরামিষাশি। শুক্রবার রাতে অবশ্য কিছুই খাননি। শনি ও রবিবার সকালে কফি, বাটার রুটি, ফ্রুট স্যালাড খান। শনিবার দুপুরে সাদা ভাত, রুটি, ডাল ফ্রাই, মশালা ঢেঁড়শ, আলু-ফুলকপি, স্যালাড খেয়েছেন। রাতে খেয়েছেন পনির, ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে মাখা আলু সেদ্ধ, রুটি, ভাত। রবিবার দুপুরে খান রুটি, ডাল, পটোল ও ঢেঁড়শ ভাজা, মটরপনির, আলু সেদ্ধ। |
গণনাট্য আলোচনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভারতীয় গণনাট্য সঙ্ঘ এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের উদ্যোগে শনিবার বাসুদেব দাশগুপ্ত স্মারক বক্তৃতা হল রবীন্দ্র নিলয়ে। ছিলেন শিক্ষাবিদ শুভঙ্কর চক্রবর্তী, লেখক-শিল্পী সঙ্ঘের জেলা সম্পাদক বিজয় পাল, গণনাট্য সঙ্ঘের জেলা সম্পাদক জয়ন্ত চক্রবর্তী। ‘গণনাট্য সঙ্ঘের ৭০ বছর: সেই সময়-এই সময়’ শীর্ষক আলোচনায় গণনাট্য সঙ্ঘের রাজ্য সম্পাদক গোরা ঘোষও ছিলেন।
|
মঞ্চে তখন বিজয়িনীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। মিস ইউনিভার্স হয়েছেন মিস
ভেনেজুয়েলা গ্যাব্রিয়েলা ইজলার। মুকুট পরাতে এগিয়ে গেলেন গত বছরের জয়ী
অলিভিয়া কাল্প। হঠাৎই বিপত্তি। হাত ফস্কে গেল অলিভিয়ার। মুকুট অবশ্য
মাটিতে পড়েনি। তার আগেই লুফে নেন গ্যাব্রিয়েলা স্বয়ং। ছবি: রয়টার্স। |
|
|
|
|
|
|