টুকরো খবর |
অভিযুক্তদের মূলস্রোতে ফেরাতে উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
জেলায় অপরাধ কমাতে ও জামিনে মুক্ত নানা মামলার অভিযুক্তদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নিল মালদহ জেলা পুলিশ। মালদহের ১৫টি থানায় খুন, দাঙ্গা, বধূহত্যা-সহ একাধিক মামলায় এরকম ৭৩ জন বিচারাধীন অপরাধীদের মালদহ পুলিশ লাইনে শনিবার একটি অনুষ্ঠানে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন খোদ জেলা পুলিশ সুপার। জেলা পুলিশের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রের ধর্ষণ, নারীপাচার ও মহিলাদের বিরুদ্ধে অপরাধ বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারপার্সন শ্রীরূপা মিত্র চৌধুরী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী-সহ জেলার একাধিক বিদ্বজ্জন। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অপরাধের কারণ খুঁজে বার করতে হবে। তার পরে সবার সঙ্গে আলোচনা করলেই ধীরে ধীরে সমস্যা কমবে।” এ ব্যাপারে মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীর বক্তব্য, “আমার বিরুদ্ধে পুলিশ ৩৬টি মিথ্যা করেছিল। লড়াই করে আমি ঘুরে দাঁড়িয়েছি। রাজ্যের মন্ত্রী হয়েছি। অভিযুক্ত বলেই নিজেকে সমাজের বাইরে মনে করা যাবে না।” তবে অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। তিনি বলেন, “খুব ভাল উদ্যোগ। তবে মনে হচ্ছে তৃণমূলের সমর্থক এমন অভিযুক্তদের মূলস্রোতে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ডাকাই হল না। অথচ কেন্দ্রের মনোনীত একজনকে ডাকা হয়। প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানাচ্ছি।”
|
খুনে ধৃতের জেল হেফাজত |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিবাহ-বিচ্ছিন্না এক মহিলাকে খুনের ঘটনায় মোবাইল ফোনের সূত্র ধরেই আধ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে হেফাজতে নেয় মাটিগাড়ার পুলিশ। ধৃতের নাম জোশ মহম্মদ। সে রানিডাঙ্গা এলাকার বাসিন্দা। তার স্ত্রী ও ছেলে মেয়ে রয়েছে। ওই মহিলার বাপের বাড়ি মাটিগাড়া এলাকারই বড়পথুতে। জোশই তাকে কাওয়াখালি এলাকায় বাড়ি ভাড়া করে রেখেছিল। পুলিশ সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে জোশকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বিবাহ বিচ্ছিন্না এই মহিলা। তাঁকে বুঝিয়েও নিরস্ত করতে না পারায় শেষ পর্যন্ত মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে অভিযুক্ত। তাকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তাঁকে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে মাটিগাড়া থানার কাওয়াখালি এলাকায় ছুরির আঘাতে খুন হন মঞ্জু মণ্ডল নামে ওই মহিলা।
|
বাগান খুলতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রায়পুর চা বাগানের অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের সিপিএমের সভাধিপতি। শনিবার দুপুরে সভাধিপতি নূরজাহান বেগম জলপাইগুড়ি শবর লাগোয়া রায়পুর চা বাগানে গিয়েছিলেন। বাগানে গিয়ে শ্রমিক আবাসনের বিভিন্ন বাড়িতে গিয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে বাগানে বিভিন্ন রোগে মৃতদের বাড়িতেও এদিন গিয়েছিলেন তিনি। সভাধিপতি বলেন, “চা বাগান না খুললে মৌলিক সমস্যার সমাধান হবে না। সে কারণেই বাগানের কাজ শুরু হওয়া অত্যন্ত জরুরি। আগামী সোমবার অফিস খুললে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়ে চিঠি পাঠাব।” ২০০৩ সালের অক্টোবর মাসে ওই চা বাগানটি বন্ধ হয়ে যাওয়ার পরে। ২০০৯ সালে ফের বাগানটি খোলে। চলতি বছর পুজোর আগে মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যান।
|
প্রচারে মহেন্দ্র লামা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন। এবারে প্রচারে নেমে পড়লেন সিকিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মহেন্দ্র পি লামা। শনিবার শিলিগুড়ি লাগোয়া শুকনায় প্রায় হাজার খানেক সমর্থক নিয়ে প্রথম প্রচারসভা করেন তিনি। মহেন্দ্র পি লামা এদিন বলেন, “জিটিএতে কোনও উন্নয়ন সম্ভব নয়। জিতলে আলাদা রাজ্য চাইব।” অরাজনৈতিক ব্যানারে লড়লেও মোর্চার মত কোনও দল আলোচনা করতে চাইলে তাঁর রাস্তাও খোলা রাখার কথা ঘোষণা করেন তিনি।
|
আন্দোলনের ডাক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি থেকে আয়কর দফতরে আবেদন বিভাগ সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে আন্দোলনের ডাক দিল শিলিগুড়ি ট্যাক্স বার আসোসিয়েশনের সদস্যরা। সোমবার থেকে আন্দোলনে নামবেন বলে জানান সংগঠনের সম্পাদক সঞ্জীব চক্রবর্তী। শনিবার তাঁরা বৈঠক করে ৩৬ সদস্যের একটি অ্যাকশন কমিটি গঠন করেন।
|
গুলিতে আহত |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ছটের ঘাটে জুয়ার আড্ডায় গুলিবিদ্ধ হলেন এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দার্জিলিং মোড় এলাকর শিবনগর এলাকয়। ঘটনার পর তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করা হলে শনিবার তাঁর অস্ত্রোপচার হয়। আপাতত ওই যুবক সুস্থ। পুলিশ অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
|
কানে হেডফোন, দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। শনিবার মালদহের গাজলের রাতুল রাইপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। প্রহরী দেওয়ার দাবিতে দেড় ঘণ্টা রেললাইন অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বচ্চন রায়ের (২৩)।
|
দুর্ঘটনায় মৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
মিনিবাস-ট্রেকার সংঘর্ষে দু’জনের মৃত্যু হল। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার খাঁপুরের ঘটনা। মৃতেরা হলেন ট্রেকার চালক মিলন সরকার (২৪) ও ট্রেকারের খালাসি সৌগত মণ্ডল (৩৯)।
|
নদীতে দেহ |
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
গদাধর নদীতে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হল শনিবার। তুফানগঞ্জের জায়গির চিলাখানা এলাকার ঘটনা। মৃত সৌরভ বর্মন (১১) ওই এলাকারই বাসিন্দা।
|
কলেজে গণ্ডগোল |
শনিবার টিএমসিপি ও সিপি সমর্থকদের গোলমালে ফের উত্তেজনা ছড়াল কোচবিহার কলেজে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। পুলিশ জানায়, এ দিন কলেজে তৃতীয় বর্ষের ছাত্র ভর্তি নিয়ে দুই পক্ষের বাদানুবাদে উত্তেজনার সৃষ্টি হয়। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায় বলেন, “ভর্তি বানচাল করতে পরিকল্পিতভাবে বীরেন কুন্ডুর মদতে টিএমসিপির বহিরাগতরা কলেজে ঢুকে হামলা চালায়। আমাদের ৫ জন জখম হন। এতে অনেকে ভর্তি হতে পারেননি।” তবে কোচবিহার পুরসভার তৃণমূল চেয়ারম্যান বীরেন কুন্ডু বলেন, “ইচ্ছাকৃতভাবে আমাকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে।” আর টিএমসিপির উত্তরবঙ্গ আহ্বায়ক বরুণ দত্ত বলেন, “ভিত্তিহীন অভিযোগ।”
|
ধৃত ২ |
নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে চাকুলিয়া থানার কানকি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, মহম্মদ সৈয়দ এবং নূর মহম্মদ নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। |
|