টুকরো খবর
দুই জেলায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত চার
দুই জেলায় তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশকর্মী-সহ চার জনের। শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের দলনঘাটা মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন মন্দিরবাজারের গাববেড়িয়া গ্রামের বাসিন্দা ফুলা নাইয়া (৪৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন ধাওয়া করে হটুগঞ্জ এলাকায় গিয়ে বাসটিকে ধরে ফেলেন। কিন্তু চালক পালান। দেহটি ময়না-তদন্তে পাঠায় পুলিশ। শুক্রবার ভোরে কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বাগাড়িয়া বাস মোড়ের কাছে লরি চাপা পড়ে মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর। জখম হয়েছেন আরও এক জন। মৃতদের নাম সমীর দাস (৩৫) ও ধীরেন্দ্রনাথ হালদার (৫৬)। পুলিশের কনস্টেবল সঞ্জীবের বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ও হোমগার্ড ধীরেন্দ্র মথুরাপুরের হিমচি গ্রামের বাসিন্দা ছিলেন। আহত আরও এক পুলিশকর্মী কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই রাতেই বাঁকুড়ার কোতুলপুর থানার মুইধরা গ্রামে একটি লরি উল্টে মৃত্যু হয় খালাসি রণজিৎ রায়ের (৪২)। তাঁর বাড়ি স্থানীয় মদনমোহনপুর গ্রামে। ওই দুর্ঘটনায় লরিটির চালক আহত হন। তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। লরিটি পুলিশ আটক করেছে। অন্য দিকে, বর্ধমানের অন্ডালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গাছে ধাক্কা মারলে ১৫ জন বাসযাত্রী আহত হন। শনিবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কের অন্ডালের কাজোড়া মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। দুই জন ভর্তি রয়েছে ওই হাসপাতালেই। বাসটি দুর্গাপুর থেকে বরাকর যাচ্ছিল। সেটিকে আটক করেছে পুলিশ।

পঞ্চায়েতের কাজ খতিয়ে দেখতে কমিটি
জেলার গ্রামোন্নয়নে গতি আনতে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজে নজরদারি চালাতে মনিটরিং কমিটি গড়ছে তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব। শনিবার মধ্যমগ্রামে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চায়েতের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিদের নিয়ে ওই কমিটি গড়া হবে। বৈঠকের পরে দলের জেলা পর্যবেক্ষক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “বনগাঁ ও বসিরহাট মহকুমায় ১০০ দিনের প্রকল্পে কাজ কম হয়েছে। ১০০ দিনের কাজ-সহ পঞ্চায়েতের সমস্ত কাজে গতি আনতে আমরা কমিটি গড়ছি।” ওই বৈঠকে ছিলেন রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ দীনেশ ত্রিবেদী-সহ জেলার বিভিন্ন বিধায়ক, দলীয় নেতৃত্ব এবং জেলা পরিষদের সদস্যেরা। জেলাপরিষদের সহ-সভাধিপতি কৃষ্ণগোপাল মুখোপাধ্যায় বলেন, “মনিটরিং কমিটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে পরামর্শ দেবে, কাজের দেখভাল করবে। পঞ্চায়েতের কাজে আরও গতি আসবে।” নানা জটিলতায় বাম পরিচালিত এই জেলা পরিষদের কাজকর্ম ও উন্নয়নের কাজ ব্যাহত হয়। তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পরে জেলা সভাধিপতির ক্ষমতা কেড়ে নিয়ে প্রশাসক বসিয়ে দেওয়া হয়।

ভাইকে খুনে অভিযুক্ত দাদা
ভাইকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। নিহতের নাম স্বপন মণ্ডল (৪৫)। শনিবার ভোরে হিঙ্গলগঞ্জের কানাইঘাটি গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই ওই ঘটনাটি ঘটেছে। স্বপনবাবুর স্ত্রী রানি শনিবার বাদুড়িয়া থানায় অভিযোগে জানান, সম্পত্তি নিয়ে স্বপনবাবুর সঙ্গে তাঁর ভাই তপনবাবুর দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। শনিবার ভোরে স্বপনবাবু জমিতে যান। সেই সময়ে তাঁর সঙ্গে তপনবাবুর স্ত্রীর বচসা বাধে। সেই সময়ে পাশেই একটি জমিতে কোদাল নিয়ে মাটি কোপাচ্ছিলেন তপনবাবু। হঠাৎই তিনি কোদাল নিয়ে ছুটে এসে ভাইয়ের মাথায় কোপ বসিয়ে দেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তপনবাবু, তাঁর স্ত্রী ও দুই ছেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ব্যাঙ্কে লুঠ
ব্যাঙ্কের ভল্ট ভেঙে সাত লক্ষ টাকা চুরি হল আমডাঙায়। শুক্রবার রাতে আমডাঙার গাদামারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ঘটনা। শনিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমডাঙা থানায় অভিযোগ করেন। ওই ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী ছিল না বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

হাঁটায় তিনি স্বচ্ছন্দ

—নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজভবন থেকে হেঁটেই গিয়েছিলেন মহাকরণে। শনিবার ফেসবুকে ঈষৎ রসিকতার সুরে হাঁটা-প্রসঙ্গই টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, “পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে না পেরে পেট্রোলিয়াম মন্ত্রক সম্প্রতি কিছু প্রস্তাব দিয়েছে, যার একটা বেশ অভিনব। সপ্তাহে এক দিন ‘বাস-ডে’ যে দিনটায় সবাই বাসেই চড়বেন, জ্বালানি বাঁচানোর জন্য। আমি হালকা মেজাজে প্রশ্ন রাখছি, ১১ নম্বর বাসে করে যাওয়া যায় না? (১+১: দুই পা)।” শনিবার অবশ্য মুখ্যমন্ত্রী চন্দননগরে গিয়েছিলেন জলপথে। একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে তিনি জানান, চন্দননগর এবং সংলগ্ন এলাকাকে নিয়ে পর্যটনে জোর বাড়ানোর পরিকল্পনা করছে রাজ্য। দায়িত্ব দেওয়া হয়েছে মদন মিত্রকে।

অন্ধ্রে পথ দুর্ঘটনা, মৃত বারুইপুরের ২ পর্যটক
দক্ষিণ ভারতে বেড়াতে গিয়ে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের দুই বাসিন্দার। জখম আরও ১৩ জন। আহতদের মধ্যে ন’জনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে দু’জনের পা কেটে বাদ দিতে হয়েছে। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার উলাভাপাড়ু থানা এলাকায়। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর জেনেছে, মৃতদের নাম তারামণি মণ্ডল (৫২) এবং ভোলানাথ মণ্ডল (৫৬)। বারুইপুরের উত্তরভাগের বাসিন্দা তারামণি পেশায় সব্জি বিক্রেতা ছিলেন। ভোলাবাবুর বাড়ি বারুইপুরের হারাল গ্রামে। তিনি ছিলেন এয়ার ইন্ডিয়ার কর্মী। রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ঘটনার খবর পেয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনার ভাস্কর খুলবেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। ২৪ অক্টোবর বারুইপুর এলাকার ৬৭ জনের একটি দল একটি বাস ভাড়া করে দক্ষিণ ভারতে বেড়াতে যান। ওই বাসেই ছিলেন হৃষিকেশ সর্দার। শনিবার তিনি জানান, বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার উলাভাপাড়ু এলাকায় তাঁদের বাসের চাকা ফেটে যায়। রাস্তার পাশে চাকা সারানোর কাজ চলছিল। তখন হঠাৎই একটি ১০ চাকার লরি এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে। বাসের মধ্যে বসে থাকা যাত্রীরা ছিটকে পড়েন।

বালিতে শাসক দলে যোগ
শনিবার বালিতে এক দলীয় অনুষ্ঠানে তিনশো কংগ্রেস কর্মী এবং সিপিএমের দশ জন সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের স্থানীয় নেতৃত্বের। ওই অনুষ্ঠানে তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, এবং বালির তৃণমূল বিধায়ক সুলতান সিং উপস্থিত ছিলেন। রাজীববাবু বলেন, “লাল দুর্গ বালিতে সিপিএম এবং কংগ্রেস ফাঁকা হতে শুরু করেছে, এটা তারই প্রমাণ।” কংগ্রেসের হাওড়া জেলা সভাপতি আব্দুল রেজ্জাক বলেন, “বিষয়টা শুনেছি। দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।” বালির সিপিএমের প্রাক্তন বিধায়ক কনিকা গঙ্গোপাধ্যায় বলেন, “যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা কেউ সিপিএমের কর্মী নন। এক জনের স্বামী শুধু আমৃত্যু সিপিএমের সমর্থক ছিলেন।”

হুকিং ঠেকাতে গ্রাহক মেলা
গ্রাহকদের দ্রুত পরিষেবা পৌঁছে দিতে ও হুকিং ঠেকাতে এ বার মেলার আয়োজন করল বিদ্যুৎ বণ্টন সংস্থা। শনিবার খড়দহ বাজারে এই মেলার আয়োজন করে সংস্থার ব্যারাকপুর ডিভিশন। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়ও। সংস্থার মুখপাত্র জানান, এক দিনের মধ্যে সংযোগ পৌঁছে দেওয়া হবে এবং পরিষেবা ব্যাহত হলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.